নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

#মিটু পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে কিছু পুরুষের......

১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

> মাত্র ৩/৪ জন বাংলাদেশী মেয়ে #মিটু তে নিজের প্রতি হওয়া যৌন নিপীড়নের কাহিনী তুলে ধরছে তাতেই পুরুষ সমাজের ( বেশির ভাগ) পায়ের নীচের মাটি সরে যাচ্ছে! কেন যাচ্ছে বলছি-
> যখন-ই কোন নারী তার প্রতি হওয়া অবিচারের কথা তুলে ধরে, কিংবা প্রকাশ পায় তেমন কিছু, তখন- ই এই পুরুষ ( বেশির ভাগ) নিজদের দোষ স্বীকার না করে আগেই সেই নারীকে চরিত্রহীন বানাতে ব্যস্ত হয়ে যায়! কিভাবে জানেন?
>> অই যে যখন-ই কোন নারী ধর্ষিত হয় কিংবা লাঞ্ছিত হয়, কিংবা যৌন নিপীড়নের শিকার হয় তখন-ই এই পুরুষ সমাজ ( বেশির ভাগ) সেই নারীর পোশাকের কথা আগে তুলে!! অথচ ৩/৪ বছরের বাচ্চাও এদেশে ধর্ষিত হচ্ছে!
>>> এই যে #মিটু যেসব নারী তাদের প্রতি হওয়া যৌন নিপীড়নের কথা তুলে ধরছে, সেই প্রেক্ষিতে একদল পুরুষ প্রথমেই শুরু করেছে এই ক্যাচাল-
১/ এত বছর আগের ঘটনা এখন কেন প্রকাশ করছে?
২/ মামলা করেনি কেন?
৩/ অই নারী নিজেকে ফেমাস বানাতে চাচ্ছে
৪/ আরে অই নারী তো চরিত্রহীন
২য় দল--- #মিটু তে নিজেদের কেচ্ছা কাহিনী তুলে ধরছে! ছোডুকালে আমার অমুক আন্টি/তমুক আপু আমারে চুমু দিছে, আমার প্যান্ট খুলছে হেন তেন!! ( এরা জাস্ট ট্রল করতে চাইছে! আবার এমন নয় যে ছেলেরাও এ ধরনের নিপীড়নের শিকার হয়নি এটা মিথ্যে!! )
>>> অথচ তারা ডিরেক্টলি এই কথাটা বলতে পারছে না-
#মিটু কে স্বাগতম ! #মিটু আন্দোলন সফল হোক! আমরা সেসব মেয়েদের পাশে আছি! কিন্তু অভিযোগ যেন সত্যি হয় অযথা কাউকে যেন হেনস্থা করা না হয়! এক্ষেত্রে কোন ছেলেও যদি এধরনের নিপীড়নের শিকার হয় তার পাশেও আছি!
কিন্তু তা না- তারা প্রথমেই তেনা পেঁচিয়ে দিচ্ছে উপরে উল্লেখিত কথাগুলোকে!
>>> এতেই প্রমাণিত হচ্ছে যে- বাংলাদেশের কিছু পুরুষের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে এই #মিটু আন্দোলন কে দেখে! এখন পর্যন্ত মিডিয়াতে এই নিয়ে তেমন কোন প্রচার হয়নি... যেদিন পুরোদমে শুরু হবে সেদিন কি হবে তাই ভাবছি----- !
তাই বলছি- সাধুবাবারা সাবধান.........! এরপর শুধু ফেসবুকের ইনবক্সের শর্ট দিয়েই এক একটা পুরুষের মুখোশ যখন খোলা হবে তখন পালাবার রাস্তা পাবেন না.........!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

নতুন বলেছেন: যৌন নিপীড়ন চলতে থাকে কারন নারীরা প্রতিবাদ করেনা। সমাজের অবস্হা বিবেচনায় তারা মুখ বুজে থাকে।

কিন্তু যদি সবাই প্রতিবাদ করে তবে অনেক যৌন নিপীড়ন কমে যাবে... অনেকেই যৌন নিপীড়ন করার আগে দুইবার ভাববে।

আরেকটা জিনিস আমি বুঝিনা... কাউকে কুকুর কামড় দিতে তার তো কেন দোষ নাই... বরং পাগলা কুত্তা মেরে ফেলতে হয়।

তেমনি সমাজে যৌন নিপীড়নের বিরুদ্ধে সবাই কথা বললে এর পরিমান কমে যাবে।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক্সাক্টলি তাই ভাইয়া! প্রতিবাদ হয়নি বলে তা দিনে দিনে বেড়েছে! আর এখন যখন কেউ কেউ মুখ খুলছে তখন আবার অনেকেই সেটার পেছনে লেগে গেছে!

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আইছে, বুদ্ধিজীবি আপা!
#বাংলাদেশের কিছু পুরুষের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে
আমার ফাউন্ডেশন শক্ত। ৮ মাত্রার ভুমিকম্পেও সমিস্যা নাি। :P

#Me Too (পুরুষ)
ছোডুকালে আমার অমুক আন্টি/আপু, তমুক কাজিন আমারে চুমু দিছে, আমার প্যান্ট খুলছে। বিচার চাই, বিচার চাই.... X(:P

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সত্যি যদি আপনি ও এর শিকার হয়ে থাকেন-- অবশ্যই আপনার পাশে থাকবো! আদারওয়াইজ... অন্যদের মত মজা না করে... ভাবুন...কিছু...!

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু ,
এই নারীদের প্রতিবাদ বিষয়টা খুব দরকার।
কিছুদিন আগে আমি একটা ডিবেট করেছিলাম, যার বিষয় ছিলো---
এই সংসদ, কোন সেলিব্রেটির বিরুদ্ধে যৌন হয়রাণির অভিযোগ উঠলে, guilty until proven innocent নীতি মেনে চলবে
যার উৎস এই মিটু আন্দোলন থেকেই
তবে, একটি খারাপ ব্যাপার হলো, কোন জায়গায় তীব্র মিটু আন্দোলন হলে সেখানে নারীদের কর্ম সংস্থান ঝুকিতে পড়তে পারে, এটাই বাস্তব।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নারীদের কর্মসংস্থান এখনো ঝুঁকিপূর্ণ ! কিন্তু #মিটু আন্দোলন হওয়া দরকার... ! যাতে আর কেউ সাহস না পায় মেয়েদের যৌন নিপীড়ন করতে...

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

ফোয়ারা বলেছেন:
#মিটু আন্দোলনে সব শ্রেণীর নারীদের এগিয়ে আসতে হবে। তা না হলে বাংলাদেশে এই আন্দোলন গড়ে তোলা সম্ভব না।


আমার আজকের পোস্ট, পড়ে আসার অনুরোধ পথপ্রান্তের খোশ গল্পঃ ছুটির দিন

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন! সাথে সাথে পুরুষদের ও... ! সময় করে পড়ে নেবো আপনার লেখা!!

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: মিটু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে এতো সময় লাগছে কেনো!



আন্দোলন সফল হোক। বিচার হোক, বিচার হোক।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এসেছে ! প্রচার পায়নি এখনও তেমন! যেটুকু পেয়েছে তাতেই অনেকের ঘুম হারাম হয়ে গেছে!! হু সত্যি যদি কেউ অপরাধ করে থাকে তার বিচার হোক এবং অন্যরা সাবধান হোক...

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: প্রকাশ হোক সমস্ত ঘটনা। এতে যদি অপরাধ কমে।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং শাস্তি হোক অপরাধীদের... !

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান.........।।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

হয়ত তোমারই জন্য বলেছেন: কি বলব আপনারা নারীরাই তো ব্যার্থো ,ইসলামী প্রজাতন্ত্রিক দেশ বাংলাদেশ অথছ আপনারা নারীরা দেশ শাননের দায়িত্বে আপনারা নিজেরাই পারছেন না নিজেদের অধিকার গুলো আদায় করে নিতে ৷
ধষর্ণ এর কথা বলে নারীবাদী বা পরুষবাদী হয়ে লাভ নেই ৷
আর সমাজের বেশীর ভাগ পুরুষের পায়ের নিচের মাটী সরে যাচ্ছে এটা বলা আপনার ভুল ,ধষর্ণ এটা সবদেশে আছে উন্নত দেশ গুলোতে শুধু ধষর্ণ নয় বরং বরবর আচরণ করাহয় নারীদের সাথে ৷SKINE TRADE BUSINESS সম্পর্কে যদি কখনও পড়ে থাকেন তাহলে আপনার জানার কথা ৷
আমাদের সমাজে একটা খারাপ অশং আছে সেখানে যেমন পুরুষ আছে তেমনি নারীরাও আছে ,আর যৌন নিপীড়ন এর কথাবলা হয় কিন্তু এমন তো অনেক বার দেখাগেছে এগুলী মিথ্যা ,শুধুমাএ বনি,বনা হয়না হয়নাই বলেই একটা মেয়ে নিজেকে ধর্ষিতা দাবী করছেন ৷৷মোটা অংকের টাকা দিলেই তখন আর যৌন নিপীড়িতা নয় ৷৷
আর একটা কথা পুরুষ সমাজ না বলে পশু সমাজ বলতে পারেন সেটা শুনতে ভাল শুনায়
ধন্যবাদ ৷৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.