![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানাকে জানার অদম্য আগ্রহ। কিন্তু সকল আগ্রহের কেন্দ্র বিন্দুতে আছে আইনকানুন, আইন গবেষণা, কম্পিউটার, ইন্টারনেট এবং উড়োজাহাজ সম্পর্কিত বিষয়াদি।
সিংগাপুরে ২ দিনের জন্য হোটেলের ডাবল রূমের ভাড়া কেমন হতে পারে? কোন হোটেল ভালো হবে, কেউ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোন তথ্য দিয়ে সাহায্য করবেন? মোস্তফা সেন্টারের কাছাকাছি থাকতে চাই। সারা দিন বাইরে বাইরে কাজে থেকে কেবল ঘুমানোর জন্য ২/৩ তারা হলেই হবে। মাগনা দিলে নাস্তা আর ওয়াই ফাই পাইলে খুশি হব।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: ব্যাচেলার মানুষ। এই বয়সে শখ পুরা না করলে কবে করবা?
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
মো: ইলিয়াস বলেছেন: Royal India, Grandmax এই দুইটা হোটেলে ভাড়া পড়বে ৮০-১২০ ডলার। যদি বাজেট বেশি থাকে তাহলে Park Royal Hotel থাকতে পারেন, ভাড়া পড়বে ২২০-৩০০০ ডলার। মোস্তফা সেন্টারের একদম কাছাকাছি।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
মো: ইলিয়াস বলেছেন: ২২০-৩০০ ডলার হবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: ইলিয়াস ভাই, ধন্যবাদ। আমি বিবাহিত ছাত্র মানুষ, একটা কাজে যাওয়া লাগবে, তাই পরিবারের বায়না আর কি। দেখা যাক। ভালো থাকবেন।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
মানবীয় বলেছেন: http://www.claremont.com.sg/
এদের হোটেল খারাপ না, ১০০-১৫০ সিং ডলার নিবে, মোস্তফা সেন্টারের ঠিক উল্টোদিকে। http://www.hotel.com থেকে বুকিং দিলে আরও কমেও পেতে পারেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। এইটা কি ইন্ডিয়ান? আমার আবার একটু এলার্জি আছে আর কি।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
জাহিদ ফারুকী বলেছেন: তাহলে ভাই আমাকেও নিয়া যাচ্ছেন? কবে রেডি থাকব?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: এয়ার এশিয়া এখন ফ্রি টিকিট দিচ্ছে। ট্যাক্স নিয়া ১৪০ রিং এর মতো পড়বে। ঐ জন্য সাহস করতাছি।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
অবাক েরাবট বলেছেন: may be tiger airways i/o air asia
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: ভাই, আমরা যেই দুজন কথা বলছি এয়ার এশিয়া নিয়ে আমরা থাকি দেশের বাহিরে, সেখান থেকে এয়ার এশিয়া করে সিংগাপুরে যাওয়া যায়। ধন্যবাদ।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: গত সেপ্টেম্বরে আমি ছিলাম ক্লেয়ারমন্ট হোটেলে, একদম মোস্তফার অপজিটে। সেন্ট্রাল এয়ারকন্ডিশন্ড, মধ্যবিত্ত হোটেল। সকালের নাস্তা ফ্রী। ওদের ওয়েবসাইটে খরচ দেখে নিতে পারেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: আপনার কথায় সাহস পাচ্ছি। দাড়ান দেখে নেই। অ-নে-ক ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ওয়াইফাই আছে, তবে ফ্রী না।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এয়ার এশিয়া এখন আর বাংলাদেশে আসেনা। ইন্ডিয়া গিয়ে উঠতে হবে, তাতে যা খরচ হবে তার চেয়ে টাইগার এয়ারে ঢাকা থেকে যাওয়া ভালো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: ভাই, আমরা যেই দুজন কথা বলছি এয়ার এশিয়া নিয়ে আমরা থাকি দেশের বাহিরে, সেখান থেকে এয়ার এশিয়া করে সিংগাপুরে যাওয়া যায়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
জাহিদ ফারুকী বলেছেন: ভাই আমাকেও নিয়ে যান। সিঙ্গাপুর যাওয়ার বড়ই শখ।