![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
আগুন না অনন্ত
© ফকির ইলিয়াস
................................................................
[ কবি দেলোয়ার হোসেন মঞ্জু- আপনাকে ]
কী পোহাতে চেয়েছিলাম আমরা, শীত না শ্বেতপাথর
কী অতিক্রম করতে চেয়েছিলাম, ভোর না বৈধব্য
এই প্রশ্ন এখন আর করি না। বিমূর্ত নদীর কাছে গেলে
মাঝি যেমন একান্ত একাকী হয়ে যায়;
আমরা বরণ করি তেমন পলেস্তারা ঘেরা অধীন আকাশ
এবং তার ছাদে ছাদে জমে আছে যে ত্রাতা নীল,
তাকেই ভাবি আমাদের ওষুধি-
আমাদের ভালো লাগা পথ্য ও পথ।
কোনোদিন কি পথে দেখা হয়েছিল আমাদের!
এই জনমে নাকি অন্য জনমে,
আমরা একসাথে জমিয়েছিলাম মুঠো মুঠো
আগুন না অনন্ত!
কিছুই মনে নেই আজ। মনে নেই দেবভাষা
খুঁজে খুঁজে কে গিয়েছিলাম দক্ষিণে-
আর কে বেছে নিয়েছিলাম সরল উত্তর,
অথবা বারুদে পোড়ে যাওয়া গোলাপগুলো
সংগ্রহ করে আমরা কবে সমৃদ্ধ করতে
চেয়েছিলাম আমাদের যৌথ খামারের বিদগ্ধ বসন্ত।
√ নিউইয়র্ক π ৭ নভেম্বর ২০১৮ √
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
হাবিব বলেছেন: সুন্দর কবিতা..+++ লাইক দিলাম
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
সাগর শরীফ বলেছেন: সুন্দর কবিতা।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
সাইন বোর্ড বলেছেন: চমৎকার কবিতা, পড়ে মুগ্ধ হলাম ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।