![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমহীন মাঝরাত , অতন্ত্র প্রহরী
একাকীত্বে কল্পনা, এলোমেলো আল্পনা
ব্যাথাতুর মাঝরাত , প্রসব বেদনা
কাব্যের প্রসব বেদনা , গদ্যে ছন্দে আরাধনা ।
ভাবনা গুলো অতলান্তে , না সমাজ , না সংসার
প্রেম, বিরহ, যুদ্ধ , শান্তি , কর্ম , অবকাশ
কোথাও থামছেনা, থামেনা, অস্থির ছুটছে
প্রশব বেদনা গভীর থেকে গভীরে ডুবছে ।
কবিতা আজ জন্মাবেই, জন্মিতে হবে ভুতলে
ভাব ভাবনার বিকাশে , আলোকিত প্রকাশে
মানবের তরে ছন্দ ধরে, মগজ থেকে মনে
কবিত্ব ঘুমাবেনা, ঘুমায় না , প্রয়োজনে যাবে বনে।
কত কথার মালা, কয়টা থাকে মনে
ছন্দে ছন্দে দোলা, কতটা হৃদয় ভোলে
গদ্যে গদ্যে বিবরণ , জীবন কতক চলে
তবু কবি ও কবিতার চেষ্টা যুগে যুগে কালে কালে।
লক্ষ কোটি মনের কিছু যদি পায় আনন্দ
হাজার লক্ষ ক্ষণের , কিছুটা হলে মহিত
এই জনপদে কারো জীবনে যদি জাগায় ছন্দ
সার্থক সাধনা কবি ও কবিতার , প্রসবের মহাআনন্দ।
©somewhere in net ltd.