| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা। সে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ইনসাফের জীবন এনে দিতে সংগ্রাম করেছে। তাকে বাঁচতে দিলো না খুনিরা। অনেক দিন ধরেই তাকে ফোনে জীবন নাশের হুমকি দিয়ে এসেছে একটি গোষ্ঠি। তারা আজ তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সফল হয়েছে। কিন্তু এই হিংসা সংঘাতের এখানেই পরিসমাপ্তি, এটা ভাববার কোন সুযোগ আমি দেখি না। মূলতঃ হাদিকে খুন করার মাধ্যমে এই সংঘাতের সূচনা হলো মাত্র। মানুষ জন্মেছে, মরতে তাকে হবেই। হাদির খুনিরাও একদিন মরবে, হয়তো ফাঁসি কাষ্ঠে নয়তো আজকে যাদের থেকে টাকা খেয়েছে হাদিকে খুনের জন্য, তারাই এক সময় তার মুখ বন্ধ করে দেবে চীরতরে।
মূলতঃ হাসিনার ফাঁসি, বিডিআর হত্যাকান্ডে ভারতের সম্পৃক্ততার আলমত প্রকাশ, ফেয়ার ইলেকশন এর মতো বড় বড় এজেন্ডা গুলো বাস্তবায়নের পথে শত শত বাঁধা বিপত্তি তৈরী করা এখন একটি গোষ্ঠির মূল কাজ। হাদি হত্যা কান্ড আমার মতে তারই একটি পার্ট। তাই এই সরকারের উচিৎ উপরোক্ত এজেন্ডা গুলোর দ্রুত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ। কোন অবস্থাতেই উপরোক্ত লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার অবকাশ নেই। লক্ষ্যচ্যুত হওয়া মানেই নিজের মৃত্যু পরোয়ানা ডেকে আনা।
তাই হাদি ছাড়াও আরো মানুষ যদি এ্ মুহূর্তে চোরাগোপ্ত্ হামলার স্বিকার হয়, তবু সরকারের এই চলমান বিষয় গুলোর দ্রুত সমাধান করে ফেলা উচিৎ। নয়তো দেশের আপামর জন সাধারণের কপালে ভোগান্তি বাড়বে ছাড়া কমবে না।
২|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০০
ক্লোন রাফা বলেছেন: বাহ্ কি চমতকার হিজবুত তাহরির বয়ান হাজীর করলেন‼️আপনি কি আসলেই নির্বোধ ! নাকি ধর্মান্ধ এবং ধর্মের অপব্যাবহারকারিদের এক সৈনিক?
@সুচরিতা নিক হোচ্ছে প্রগতিশ্লতার প্রতিক। কিন্তু সমর্থন করছেন বাংলাদেশে তালেবান হুকুমাত কায়েমের, গ্রেট!
৩|
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০০
কিরকুট বলেছেন: আমি বুঝি না জ্বলজ্যান্ত প্রমান গুলা সামনে আছে তারপরেও মানুষ কেন বোঝে না ।
খুনি কিছুদিন আগে র্যাবের হাতে ধরা খেয়ে জেলে গেছে । তাকে কারা জামিনে ছাড়িয়ে এনেছে, কারা তার উকিল নিয়োগ দিয়েছে, কাদের মাধ্যমে এই খুনীরা হাদির কাছাকাছি গিয়েছে সব পরিষ্কার দিনের আলোর মতো । তাও দেশবাসী অন্ধের মতো আচরণ কেন করছে ?
৪|
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
৫|
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩২
মাথা পাগলা বলেছেন: হাদি তো ৭১ কে ষড়যন্ত্র হিসেবে দেখে। আপনি কোন পক্ষের লোক?
৬|
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৭
আলামিন১০৪ বলেছেন: আপনার পোস্টে সব কুকুর এক যোগে ঘেউ ঘেউ শুরু করেছে...
টাকার বিনিময়ে বিচারক আর উকিল জামিনের ব্যবস্থা করেছে এবং ইহা নতুন নহে, এর সাথে খুনের ষড়যন্ত্রতত্ত্ব আবিষ্কার মানে খুনের আসল মোটিভ থেকে দৃষ্টি দূরে সরানো বৈ আর কিছু নয়। কিরকুটও কি এই খুনের অংশীদার তাহলে? কত দিয়ে কিনেছে? দেথলাম কোটি কোটি টাকার চেক। কিরকুট নিশ্চয়ই এর ভাগ পেয়েছে।
ক্লোনরাফার সমস্যা কী? ইসলাম নিয়ে আপনার এত চুলকানী থাকলে ভারত মাতার ছায়াতলে আশ্রয় নিন, নাকি ইতোমধ্যে চলে গিয়েছেন? এদেশ ৮০% মানুষ মুসলিম, বিষয়টা মাথায় রাখবেন।
মাথা পাগলা কি অজুহাত বের করছেন হাদিকে খুন করার? যেমনটা আবরারকে শিবির ট্যাগ দিয়ে মেরেছে? আপনাকে ভাদা ট্যাগে তাহলে মেরে ফেলা যায়েজ?
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪
সূচরিতা সেন বলেছেন: যদি হাদির স্বপ্ন গুলো বার্তা গুলো থেমে যায় তাহলে ২৪শের বিপ্লবী সহ অন্যান্য তরুন পজন্ম নেতা কর্মি আছেন অনেকের জীবনই হয়ত অকালে ঝরে যেতে পারে। সেই লক্ষ্য রেখেই সরকারের পদক্ষেপ নেয়া উচিত।