নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচিত্র চিন্তা

কল্পবিলাসী

FOZLUL MIRAZ

মুসলমান , বাংগালী , বাংলাদেশী।

FOZLUL MIRAZ › বিস্তারিত পোস্টঃ

মেরুদন্ড

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

প্রজাতন্ত্রের অভিসাপ থেকে গণতন্ত্রের আশীর্বাদ । ব্রিটিশ উপনিবেশ এবং তার আগের মোগল সম্রাজ্য থেকে বিংশ শতাব্দীর গণতন্ত্র । ক্রমবর্ধমান ধাপে ধাপে অগ্রসরতা তার মাঝে আমাদের দুর্বলতা । বর্তমান পেক্ষাপট এবং ভবিষ্যৎ চিন্তায় আমাদের সতন্ত্র মানসিক অগ্রগতি নিয়ে আমার বাক্তিগত অনুভূতি এবং তার আবেগ প্রবন প্রকাশ।

আজ আমি মেরুদণ্ডহীন । মেরুদণ্ডহীন প্রাণী যেমন কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে থাকে তেমনি ঘুমিয়ে আছি । আবার যখন জেগে উঠি তখন প্রচন্ড হিংস্র থাকি। বিষাক্ত চোবল আমার দেহে। সমাজের শত অন্যায় আমাকে ঘুমন্ত রাখে । আর যখন জেগে উঠি তখন আমি মহা সর্বনাশ । জ্বালাও পোড়াও । আমি চাই আমার সর্ব ক্ষোভ সর্বনাশে । আমি পারিনা আমার জেদকে সৃষ্টিতে রুপান্তর করতে । কারন আমি মেরুদন্ডহীন।



ভারতবর্ষ মোগলরা দখল করল । ধর্ম প্রচার এবং উল্লেখ যোগ্য সামাজিক কর্মকান্ডে মানুষের মন জয় করল । মোঘল বীরত্বের সাথে ভারত বর্ষের মেরুদন্ড হীন বিজয়ের সুত্রপাত । আমরা দলে দলে ভিবক্ত হলাম , অন্যের গুনকে নিজের করলাম। কেউবা স্বকীয়তায় পরাজিত হলাম। তবু কি আমরা বিজয়ী ছিলাম ?????



ইংরেজরা বানিজ্যে এল। আমরা মীরজাপর হলাম। আরেকটি পরাজয়। আমরা জমিদারি প্রথায় অভ্যস্ত হলাম সামাজিক রাজতন্ত্র চালু হল । আমরা ভুলে গেলাম আমরা মেরুদন্ড হীন হতে চলেছি । আমাদের প্রতিবাদের ভাষা হিসাবে অনেক খুদিরাম ফুঁসে উঠেছে , হামলা হয়েছে বাসে ট্রেন এ । জীবন দিয়েছে সাধারন মানুষ । আমরা একতাবদ্ধ সুশৃঙ্খল হতে পারিনি । তার পর আমরা ধর্মের তরে স্বাধীনতার নামে ভিবক্ত হলাম । তা ছিল আমাদের এক বড় মানসিক ভিবক্তি ।



পাকিস্তানী শাসকদের বর্বরতা আমাদের আবারো হিংস্র করল । আমরা স্বাধীনতার দাবিতে একতা বদ্ধ হলাম। একজন মহান নেতা ,আমার নেতা্ ‌যিনি বাংলাদেশকে কয়েকশত বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করলেন। তার নেতৃত্বে ৩০ লক্ষ প্রান আর ২ লক্ষ মা বোনের এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সহ যখন স্বাধীন , আমরা তখন দিশেহারা । আমরা দুর্ভিক্ষে জর্জরিত । আমরা আস্থা হারালাম । তখনি মাথা ছাড়া দিয়ে উঠল আমাদের শত্রুরা । আমরা ভাবলাম আমাদের মহান নেতা মহান শাসক নন । আমরা তাকে হত্যা করলাম । প্রমান করলাম আমরা মেরুদন্ডহীন।

এরপর এলেন সামরিক শাসক । তিনি জনমনে আস্থা স্থাপন করলেন তিনি একজন যোগ্য শাসক । আমরা তাকে ও হত্যা করলাম। জাতিকে করলাম বিভক্ত । ক্ষমতার পরিবর্তন হয় নতুন শাসক আসে । জনগণের দাবি নিয়ে আন্দোলন হয় । নিরীহ মানুষ জীবন দেয় । নতুন ক্ষমতাসীন দল আসে , আমরা ভুলে যাই অতীত । আমরা দলীয় রাজতন্ত্রে অভ্যস্ত । যেমন অভ্যস্ত ছিলাম জমিদারী প্রথায়।



জামাত শিবির স্বাধীনতা বিরোধী দল। তারা রাজাকারদের দ্বারা পরিচালিত । এমন দল স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ যার স্বার্থেই পেয়ে থাক জনগণের তাদের বয়কট করার ই কথা। কিন্তু কিভাবে উগ্রবাদী ধর্ম ভিত্তিক রাজনীতিক দল স্বাধীন দেশে হত্যাকান্ড ঘটানোর সাহস পায় তার দায়িত্ব প্রধান রাজনৈতিক দল গুলোকেই নিতে হবে। আমাদের মেরুদন্ডহীন ক্ষোভ আমরা আর কত দেখাব ।

গনতন্ত্রে যোগ্যতার প্রকাশ যদি নিশ্চিত না হয় তখন জনগন বাধ্য হয়ে জামাত শিবিরের মত দল সমর্থন করে। জামাতিদের সংবিধান , কথা , এবং কাজের অমিল বোঝার মত মেরুদন্ড কি আমাদের আছে । (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.