![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়াল
ফজলুল মিরাজ
বনের বাঘে খায়না তারে
মনের বাঘে খায়
আড়ালে তোর মনের মানুষ
স্বপ্ন এঁকে যায় ।
ধর্মে কর্মে মনের বাঘে
অলস কইরা খায়
যৌবন লীলায় মনের মানুষ
হেলায় সময় যায় ।
অতঃপর নিঃশব্দের নগরী রাত্রিবাস
রাস্তার নেড়ে কুকুরের সাথে বসে
সুধাপানে ধরণী বশীভূত হয়
ঘড়ির কাটা ঘুরে, সময় স্থির হয় ।
বধান্যতা মানে না হৃদয়ের আস্ফালন
রীতির ধার ধারে না, প্রেম লুটায় চন্ডিরাম
যারে তারে ভালবাসার বেহিসাবি খরচ
প্রেমের রাজকোষ তবু ও তো উম্নুক্ত হয় ।
জীবন অথৈবচ, রাজপথের ধুলো
গায়ে মেখে দেশপ্রেমের ট্রাপিক জ্যাম ,
বিনিময় আজকের সুখ কেড়ে আগামির প্রত্যয়,
লুটেরা আর সমাজবাদী চেনা না যায় ।
মনের বাঘটা ক্ষিপ্ত , অথচ অকর্মণ্য
সমাজের চাহিদায় , নিজের কাছে সে তুচ্ছ
জৈবিক চাহিদা আর সহনীয়তায়
মনের বাঘটাকে আধুনিক হতে হয় ।
ধীরে ধীরে মনের বাঘটা একদিন ভেঙ্গে ফেলে কুসংস্কারের সকল দেয়াল .....................
©somewhere in net ltd.