![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুধে ভাতে
ফজলুল মিরাজ
খেলাধুলার অভ্যেস ছোটবেলা থেকেই । ফুটবলটা ছিল বেশি প্রিয় । যখন খুব ছোট ছিলাম তখন আমার বয়সিরা যখন কানামাছি, লুকোচুরি খেলত। আমি চলে যেতাম ফুটবল মাঠে । বড়রা খুব স্নেহ করত । বলত তুমি যখন খেলবে , যাও তুমি দুধে ভাতে। কিছু দিনের জন্য আমি নিয়মিত দুধে ভাতে হয়ে গেলাম। অর্থাৎ তুমি কোন দলের না আবার তুমি সব দলের। তোমার যেদিকে ইচ্ছা বল মার , তোমার জন্য খেলার কোন নিয়ম নেই । বিস্তর স্বাধীনতা তোমার। বড়দের সাথে খেলছি ব্যাপক আনন্দ । হোক তা দুধে ভাতে । তবে খুব সাবধানে থাকতে হত কারন আমার হাড় তখনো বড়দের ধাক্কা সহ্য করার মত মজবুত হয়নি । অথবা জোরে ফুটবলের আঘাতে ব্যাথা পেতাম।
তবু খেলা তো বন্ধ হবে না । তাই গা বাঁচিয়ে যতটুকু খেলা যায় । সবচেয়ে মজা পেতাম জটলার মধ্যে সাত আটজনের মধ্যে যখন ফুটবলটা থাকতো । কখনো শুকনো মাঠে , কখনো কাদা পানিতে । আমি ছোট থাকার কারনে জটলার ভিতর দিয়ে গিয়া বলটার নাগাল পাওয়া যেত। আর বড়রা আমি সামনে পড়লে সাবধানে খেলত যেন ব্যাথা না পাই । বেশ আনন্দেই চলছিল আমার দুধে ভাতে খেলা।
কিন্তু গণ্ডগোলটা হল হঠাৎ একদিন আমি গোল করে ফেললাম তাও উত্তেজনাকর ম্যাচে। তখন গোল কি হিসাব হবে কি না তা নিয়ে চরম উত্তেজনা , কেউ বলল তার পাসে যদি গোল হয় এটা ও গোল । কেউ বলল তার যেহেতু থ্রু , কর্নার নাই , গোল ও নাই । এরপর সবাই বলল তুমি খেল তবে গোল করতে পারবে না । তাতে ও আমার চরম আনন্দ। খেলছিতো! কিন্তু এ আনন্দ আর দীর্ঘস্থায়ী হয় না । গোল না করে যেন খেলার কোন মজাই হয় না ।
এরপর আমাকে অপেক্ষা করতে হত মাঠে বিজোড় খেলোয়াড় আসলে আমি দলে সুযোগ পেতাম, অথবা কোন খেলোয়াড় খেলার মাঝে উঠে গেলে আমি খেলতাম , খেলতে খেলতে আমি নিয়মিত দলে খেলার সুযোগ পাই । ততদিনে আমার হাড় ও কিছুটা শক্ত হয়ে উঠে।
আমার মাঝে মাঝে কলম হাতে দুধে ভাতে লিখতে ইচ্ছা করে । ইচ্ছা করে দুধে ভাতে একটা কলাম লিখি যেখানে নিজের কোন গোল থাকবে না । শৈশবে যেমন আনন্দ টাই মুখ্য ছিল তেমনি মানুষের ভালমন্দটাই মুখ্য হবে।
কিন্তু সমস্যা হল , কলম হাতে নিলে আর দুধে ভাতে থাকা যায়না । মাতৃভূমির জন্য মানুষের জন্য কলমের কাছে দুধে ভাতের স্বাধীনতা নাই । রম্যলেখা হয়ত দুধে ভাতে লেখা যায় , যেখানে আনন্দই আসল । স্বাধীনতা বিস্তর। আমি যেহেতু পেশাদার লেখক নয় আমার সামাজিক সমস্যা গুলো দেখেই লিখার ইচ্ছে হয়।
যারা কলম হাতে দুধেভাতে লিখেন তাদের সাথে আমার এ গল্পের মিল
লেখনির ধাক্কা যদি বড়দের সাথে লাগে আপনাকে জানতে হবে আপনার হাড় কত মজবুত। আর আপনার হৃদয় কত বড়। ব্যাথার ভয় জেনে ও আপনি লিখছেন।
সরকার বিরোধী দলের জটলার মধ্যে বলের নাগাল আপনিই পাবেন। বড়রা ও আপনাকে সাবধানে খেলবে।
আপনার নিজের যদি গোল করার ইচ্ছে হয় তবে দলে খেলাই ভাল । দুধে ভাতে থাকলে আপনাকে সব দলই বয়কট করবে।
আপনি বিজোড় খেলোয়াড়ের সুবিধায় খেলেন আর শূন্যস্থানে খেলেন আপনি নিয়মিত খেলোয়াড় হতে গেলে প্রকৃতিই আপনার দুধেভাতে অস্তিত্ত কেড়ে নেবে।
©somewhere in net ltd.