নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচিত্র চিন্তা

কল্পবিলাসী

FOZLUL MIRAZ

মুসলমান , বাংগালী , বাংলাদেশী।

FOZLUL MIRAZ › বিস্তারিত পোস্টঃ

কল্পপ্রেম

১১ ই মে, ২০১৪ রাত ৩:০৮

কল্পপ্রেম

ফজলুল মিরাজ

ইচ্ছে করে তোমায় নিয়ে নোনা জলে ভাসতে

সকাল দুপুর সন্ধাবেলা তোমায় ভালবাসতে

হংস হলে হংসী হবি জলে স্থলে প্রেম

ইচ্ছে গুলো পেড়েই বসে রাজহাঁসের ডিম।



ডিম গুলোতে তা দিয়ে তাই ফুটফুটে সব ছানা

তোমায় ভালবাসতে আমায় করবে কে ? সে মানা

আমরা তাকে বুঝিয়ে দেব ভালবাসার শক্তি

ভালবাসতে সাহস লাগে, লাগে শ্রদ্ধা ভক্তি ।



মোদের ভালবাসা দেখে সেও প্রেমিক হবে

এই দুনিয়ায় প্রেম ছাড়া কি কোন মানুষ রবে?

ঘরে ঘরে মাঠে ঘাটে প্রেমের জন্য সব

ভালবাসার জন্য বলি ইয়া রব ইয়া রব।



একটুখানি দেখতে তোমায়, রোদ বৃষ্টির মাঝে

রাজপথে দাঁড়িয়ে যাব , লাগুক যত বাজে

ঘণ্টার পর ঘণ্টা রাতের পর রাত

এক নিমিষে পার হবে সে হাতে রেখে হাত।



রাতের খাবার মধ্যরাতে খাবে, আমারই জন্য

মনে মনে হব আমি কি যে ভীষণ ধন্য ,

বলব মুখে শুধুই কেন তোমার রাতজাগা

পূর্ণ মনে তোমায় দেব সকল ভাললাগা ।



ভুলবো নাকো আনতে আমি প্রিয় উপহার

চুপিসারে দেব তোমায় দেখবে তুমি তার বাহার

তোমায় উতাল করে আমি , হব দেওয়ানা

প্রেম যমুনায় ভাসবো মোরা, মানবোনা পরোয়ানা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.