![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজের সেই মেয়েটি
ফজলুল মিরাজ
কলেজের সেই মেয়েটি
কাঁধে থাকত লাল ভ্যানেটি
পরত পোশাক লাল সবুজে নীলে
ছেলেগুলো দেখতো তাকে
আস্ত যেন খাবে গিলে ।
কথার মাঝে ছিল তার
নরম কোমল সূর
তার বিহনে কত ভ্রমর
করত যে ঘুরঘুর ।
কথায় কাজে ছিল তার
অপূর্ব এক ছন্দ
তা বুঝিয়া কত হৃদয় হয়েছিল অন্ধ
কতজনার পাঠশালাটা হয়েছিল বন্ধ ।
চলার মাঝে ছিল তার অন্যরকম দোলা
হৃদয় ক্ষত মন উতলা রোমিওদের পথভোলা ।
সেই মেয়েটি হঠাৎ করে বলল ডেকে আমায়
লিখ কিছু আমায় ভালবেসে, দাঁড়ি আর কমায় ।
আমি বললুম হেসে,বাহ্ তোমায় ভালবেসে
দাঁড়ি কমায় জীবন দেখাবে তা কেমন।
বর্ণমালার জীবনটাতো শৃঙ্খলিত চিহ্নে
জীবনটাতে থামতে হয়
কোথাও কম, কোথাও বেশি।
সবশেষে থেমে যায় একদম ।
মাঝে -মাঝে লম্বা টান , মাঝে মাঝে জিজ্ঞাসা ?
ভেবে আমি বিস্মিত! কবি ~মন হর্ষিত !
ঈশ্বরের কৃপায় উদিত ঊষা
ফুলমন পবিত্রপ্রেম বহিল হৃদয়ের আষাঢ়ে
এবং অতপরঃ যৌবনের ঐশ্বর্যের ঔদার্যে
প্রেমের ঢাকনা উম্নোচিত।
ঋণী যে করেছে আমায় সে প্রেম
মেয়েটি প্রতিটি কিশোরি , যুবতি
যে কৈশর স্বপ্ন দেখে ছন্দময় জীবন
যৌবনে পাশে শৃঙ্খলিত যুবক ,
কলেজের সেই মেয়েটি থাকে
প্রতিটি যুবকের কল্পনায় =============।
সারমর্ম , উক্ত কবিতায় বাংলা সকল বর্ণ এবং চিহ্ন ব্যাবহার করা হয়েছে। কিছু যুক্ত বর্ণ আছে। মেয়েটি প্রতিকি। লাল বেণেটি কৈশরের হিসাবি খরচ। পোশাক দেশ প্রেমের প্রত্যয় । দেশপ্রেম থেকে ছাত্র রাজনীতি । তার কুফল এবং সুফল । নব যৌবনের উদ্দমতার মাঝে বর্ণ মালার মত শৃঙ্খলা খোজার চেষ্টা করা হয়েছে। যে শৃঙ্খলা জীবনকে কল্পিত সুন্দর করে তোলে।
©somewhere in net ltd.