নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচিত্র চিন্তা

কল্পবিলাসী

FOZLUL MIRAZ

মুসলমান , বাংগালী , বাংলাদেশী।

FOZLUL MIRAZ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ভয়

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

মৃত্যু ভয়

ফজলুল মিরাজ

মৃত্যু যেমন অবধারিত সত্য তেমনি মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকার জন্য স্রষ্টার নির্দেশ রয়েছে। অনেকের জন্য মৃত্যুর ভয় হচ্ছে মৃত্যুর পর আজাবের ভয়। আবার অনেকের জন্য মৃত্যুর ভয় হচ্ছে ভালোবাসার মানুষ গুলোকে ছেড়ে যাবার ভয় । অথবা অন্ধকার কবরে একা থাকার ভয়। সে সব মনস্তাত্ত্বিক হাজারো ভয়।

আজকের আলোচনার বিষয় হচ্ছে সাক্ষাত মৃত্যুর ভয়। আপনি নিশ্চিত আপনি আর বাঁচবেন না আপনি ভয়ে কঠিন হয়ে গেলেন ।পরবর্তীতে দেখাগেল আপনি অক্ষত , স্বয়ং যমদুতের হাত থেকে আপনি জীবিত ফিরলেন । আপনার আনন্দ অপরিসীম হয়ে উঠল । আপনি আল্লাহকে ধন্যবাদ দিলেন। যেন স্বপ্নে দেখলেন বাঘ আপনাকে খেয়ে ফেলবে আপনাকে দৌড়াচ্ছে আপনি দৌড়াচ্ছেন আর ঘামছেন । হঠাৎ আপনার সামনে এক দেয়াল আপনার আর যাবার কোন জায়গা নেই । বাঘটা আপনার হাতে কামড় দেবে আপনি মাগো বলে চিৎকার দিলেন , সেই চিৎকার শুনে আপনার পাশের লোকের ঘুম ভেঙ্গে গেল । সে ধাক্কা মেরে আপনার ঘুম ভাঙ্গিয়ে দিল , আপনি ঘামছেন আর ভাবছেন তাহলে আমি জীবিত। আপনার কাছে আপনার পাশের লোকটিকে মনে হল ভাল লোক , আপন লোক । অথবা নাটক , ছিনেমায় দেখা যায় আপনার প্রিয় নায়ক বন্দি , গুন্ডারা মেরে ফেলবে। আপনি সহ পুরো হল প্রার্থনায় রত , হঠাৎ কারিশমা , সে বেঁচে গেল ।

ব্যাপারটা স্বপ্ন বা নাটকে নয় যদি বাস্তবে ঘটে , হৃদয় বিদারক অনুভূতি , পরিস্থিতি মারাত্নক ।

ছোটবেলায় স্যার যখন পড়া (বাড়ির কাজ) দিত । বলত পড়া না শিখলে একদম মেরে ফেলব । সেই মেরে ফেলা যে সত্যি সত্যি মেরে ফেলা নয় তা একজন ছাত্র নয় গন্ডমূর্খ ও বুঝত । তবু ও মৃত্যু ভয় আমার কাছে অনেক বড় হুঙ্কার। কারো বড় অন্যায় দেখলে বা ছোটদের শাসন করতে আমি ও বলতাম একদম মেরে ফেলব । সেটা যে সত্যি কথার কথা তা বোঝার জন্য আপনাকে মহজ্ঞানি হতে হয় না ।

আমার মৃত্যু ভয়ের এক অভিজ্ঞতা , আমি পেয়ারা গাছের মগডালে পাকা পেয়ারা পাড়ছি । হঠাৎ আমি যে ডালে সে ডালটার গোড়া থেকে অর্ধেক ভেঙ্গে গেল , মাটি থেকে ১০ ফুট উপরে আমি নিচের দিকে তাকিয়ে । আমার মনে হল পড়লে আমি আর বাঁচব না । আমার বয়স তখন ছয় সাত। ডালটা অর্ধেক ভেঙ্গে একটু একটু করে ভাঙ্গছে আর আমার আত্নারাম যায় যায় । আমি নড়াচড়া করতে পারছিনা । নড়লে বেশি ভাঙ্গছে । হঠাৎ ভাঙ্গা বন্ধ হয়ে গেল । আমি উপরে ঝুলে গেলাম , শক্ত করে ডালটা ধরে রাখলাম । কিন্তু নিরুপায় নড়লে ভাঙ্গছে না নড়লে ভাঙ্গছে না। আমি মনে মনে ভাবছি আমি পড়ে মরে গেলে সবাই কাদবে , আমার মনে মায়ের মুখ ভেসে উঠল । আমার সাথে পাড়ার এক ছেলের বিবাদ আছে। তার উপর আমার রাগ। হুজুর বলেছে রাগ বা পাপ মনে মৃত্যু হলে সে রাগ বা পাপ সাপ হয়ে ধ্বংসন করে। আমি ভাবছি আমার রাগ থাকা ঠিক না । আমার মনে হল যদি বেঁচে যাই তাহলে বিবাদ মিঠিয়ে ফেলব। মনে মনে আল্লা আল্লা করছি। ডালটা ভাঙ্গল ঠিকই কিন্তু আস্তে আস্তে ভাঙ্গায় ডালের মাথা গাছের গোড়ার সাথে চলে আসল। আমি সে যাত্রা বেচে গেলাম ।

শিক্ষনীয় ঃ জীবনে অনেক সময় আপনাকে শক্ত হয়ে ঝুলে থাকতে হয়, আপনার মনে যদি ভাল চিন্তা কাজ করে তবে বিজয় আপনার সুনিশ্চিত।

আমি আর আমার মেজদা ঢাকায় একসাথে থাকতাম আমি প্রবাসে আসার পর মেজদা একাই ছিলেন কিছু দিন। ব্যাংকে চাকুরি করেন । একদিন অন্য ব্যাংক থেকে সামান্য কিছু টাকা তুলে নিজের অফিসে ফিরছেন । কেউ তাকে নজর রাখছিল । এমন জনকোলাহলের মাঝে মতিঝিলের মত স্থানে সি, এন, জি থেকে তিন জন নেমে তাকে সি, এন, জি তে তুলে মুখে রুমাল চেপে ধরল , তিনি অজ্ঞান হয়ে পড়লেন । তার আর কিছু মনে নেই । তিনি যেহেতু ঢাকায় একা ছিলেন কেউ জানল না তিনি কেন ফিরলেন না। পরদিন মিরপুরের কাছে কোন এক রুমে নিজেকে আবিস্কার করলেন। তার গোঙ্গানির শব্দ শুনে লোকজন তাকে রিকসায় মতিঝিল পাঠিয়ে দিল। তিনি মনে করতে পারলেন না কোথায় সেই জায়গা। লক্ষ লক্ষ মানুষ ঢাকায় একা থাকেন । নিরাপত্তা যদি এত দুর্বল হয় । মানুষ যদি মানুষের দিকে লক্ষ না রাখে , হাজার হাজার মানুষের মাঝে যদি অপহরন হয় তবে তা দুঃখ জনক । জনগণকে সরকারের দিকে তাকিয়ে থাকার অভ্যেস কমিয়ে সামাজিক দায়িত্ববোধে জাগ্রত করতে সুধিজনরা সত্যিই ব্যার্থ । বর্তমান রাজনীতিক পরিস্থিতিতে মৃত্যুভয় কত ভয়ংকর তার কিছু প্রমান আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি । বড় বড় রাজনীতিকের মুখ দিয়ে যখন এই কথাটি বের হয় এবং তা কার্যত হয় তখন সমাজের শৃঙ্খল নিয়ে প্রশ্ন জাগে। কারনে অকারনে মানুষের উপর অমানুষের হামলা সত্যিই বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে। প্রশ্নবিদ্ধ করে মানবতাকে । সমাজের শৃঙ্খল যদি ধর্ম ভীতি , আইনের ভীতি , মানব প্রেমকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তা কোন শুভ ইঙ্গিত নয়। সাধারন মানুষের মনে যে ক্ষতের সৃষ্টি হচ্ছে তার দীর্ঘ মেয়াদি ফল ভয়ংকর।

দেশ এগিয়েছে , তবে তা বিশ্বের সাথে তাল মিলেয়ে নয় কিছুটা ধিরে। তবু ও যে সকল স্বপ্নবাজরা দেশ নিয়ে স্বপ্ন দেখে, অক্লান্ত পরিশ্রম করছেন দেশের জন্য তাদের ত্যাগ ছোট করার কোন সুযোগ নেই। আমি আমরা তাদের কাছে ঋনী । যে দেশ লক্ষ লক্ষ দেশপ্রেমিক জন্ম দেয়। যে দেশের সন্তানেরা নিজের চেয়ে দেশকে বেশি ভালবাসে তাদের কেউ আটকিয়ে রাখতে পারবে না। পারেনি মোগলরা , পারেনি ব্রিটিশরা , পারেনি পাকিস্থানিরা। যে জাতি মৃত্যু ভয় করে না বিজয় তাদের পদতলে ছিল, আছে , থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.