নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তালহা বিডি

তালহা বিডি › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিবুরের জীবন হরণের কারন জনপ্রিয়তা নাকি স্বৈরাচারিতা ?

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারকে হত্যা করে সেনারা। লাশ দাফনকারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায় ।



# ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় লাশ এসে পৌঁছায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে



# প্রথমে তাকে গোসল ও জানাযা না পড়ি্য়ে কবর দিতে বল হয়



# পরে ১৫ মিনিটের মধ্যে গোসল করিয়ে জানাযার নামাজের পর দাফনের নির্দেশ দেওয়া হয়



# বঙ্গবন্ধুকে বহনকরী কফিনটি খোলার জন্য ডাকা হয় কাঠ মিস্ত্রী আয়ুব আলী



# ৫৭০ সাবান কিনে এনে লাশের গোসল করান তোতা মিয়া



# রেডক্রিসেন্ট অফিস থেকে রিলিফের একটি সাদা কাপড় দিয়ে পরানো হয় কাফন



# জানাযায় মাত্র ২৫ থেকে ৩০ জন অংশ নেওয়ার সুযোগ পায়



তার পতন কি এভাবে হওয়া উচিত ছিল ?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মুদ্‌দাকির বলেছেন:

যা হবার তাই হয়েছে !! আরো খারাপও হতে পারত !!

২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

লেখোয়াড় বলেছেন:
আমি যদি বলি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভাল লোক ছিলেন, তাহলে তো আপনার সহ্য হনে না। আবার যদি বলি তিনি খুব খারাপ লোক ছিলেন, তাও কি আপনার মন সান্ত্বনা পাবে? যদি পায় তো আপনার জন্য ভাল!!!!

খুব দুঃখ লাগে আপনাদের জন্য যে, আপনাদের একজন এমন লোক নেই। এখানে যে পয়েন্টসগুলো লিখেছেন সেগুলোতে কেউ কেউ এসে সমর্থন দিয়ে যাবে ভিতরে অনেক জ্বালা নিয়ে, এটা কিন্তু অতি সত্যি, এই রকম লিখে লিখে আপনারা মনের জ্বালা কখনো নিভাতে পারবেন না।

যদি পারেন তো ভাল আপনাদের জন্য।
ধন্যবাদ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৯

কলাবাগান১ বলেছেন: হত্যার পর কয়দিন কারফিউ ছিলেন জেনে নিয়েন।

আপনি আছেন উনার 'করুন' মৃত্য নিয়ে 'উপহাস' এ ব্যস্ত। উনার অবদান যা আছে, তা আপনার মত ব্যক্তি অনুধাবন করার মত ক্ষমতাও আল্লাহ দেয় নাই।

আপনাদের মত লোকদের সবাই চেনে....... আপনারা ১৯৭১ কেন হল তা নিয়ে বড়ই বিষন্ন।

পারলে শুধু ৭ই মার্চের ভাষন টা শুনে দেখবেন তার পর চিন্তা করবেন কেন এখন পাকিস্হানের চেয়ে ভালো আছেন

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩২

াহো বলেছেন:


মুজিব রাষ্টনায়ক হিসেবে ব্যর্থ ছিলেন বলে যারা গ্যাজান শুধু তাদের জন্যে এই পোষ্ট,


আপনাকে এমন একটা দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া হল,
১। যে দেশী মাত্র যুদ্ধ বিধ্বস্থ- বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী,
ক) ৬০ লাখ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ( ৬০ লক্ষ x ৫ জনের পরিবার= ৩ কোটি মানুষের আবাসস্থল)
খ) ২৪ লাখ কৃষক পরিবারের কাছে জমি চাষের মতো গরু বা উপকরণও নেই
গ) পরিবহনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, পুল-কালভার্টের চিহ্নও নেই এবং অভ্যন্তরীণ নৌ-যোগাযোগেও অনেক বাধাবিঘ্ন।
ঘ) লক্ষ মুক্তিযোদ্ধা আর হাজার দালালের কাছে আগ্নেয়াস্ত্র অসংখ্য উপদল, বিপ্লবী
ঙ) দেশে পুলিশ, সেনা বা কোন আইন শৃঙ্খলা বাহিনী নেই।
চ) ফেরত আসা কোটি শরনার্থী
ছ) খাদ্যের ফাকা গুদাম, ব্যাংকে কোন রিজার্ভ নেই, যারা সরকারী চাকুরী করে তাদের বেতন দেবার মতো কোন তহবির আপনার হাতে নেই। (যুদ্ধের শেষদিকে পাকিস্তানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো কার্যত প্রতিটি ব্যবসা ক্ষেত্রই পাকিস্তানিদের দখলে ছিল তাদের সব অর্থ-সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করে দেয়। যুদ্ধ শেষে চট্টগ্রামে পাকিস্তান বিমানের অ্যাকাউন্টে মাত্র ১১৭ রুপি জমা পাওয়া গিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী ব্যাংক নোট ও কয়েনগুলো ধ্বংস করে দেয়। ফলে সাধারণ মানুষ নগদ টাকার প্রকট সংকটে পড়ে। রাস্তা থেকে প্রাইভেটকারগুলো তুলে নেওয়া হয়, গাড়ির ডিলারদের কাছে থাকা গাড়িগুলো নিয়ে নেওয়া হয় এবং এগুলো নৌবন্দর বন্ধ হওয়ার আগমুহূর্তে পশ্চিম পাকিস্তানে পাচার করে দেওয়া হয়।)
জ) মুদ্রা ছাপানোর মতো পর্যাপ্ত স্বর্ণ বা বিদেশী মুদ্রার তহবিল নেই।
ঝ) সামগ্রিক শিল্প উত্পাদন ব্যবস্থা শুণ্য
ঞ) নৌবন্দরে মাইন, বিমান বন্দর ধ্বংশপ্রাপ্ত


=============================


==============================


শেখ মুজিব মৃত্যুর 10 দিন পরে, বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ইউএসএ শেখ মুজিবের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে.পুরো বাংলা পড়ুন. লিঙ্ক শেষে.

মুজিব।। স্থপতির মৃত্যু ---টাইম সাময়িকী USA
আগষ্ট ২৫,১৯৭৫

তাঁর প্রশংসনীয় উদ্যোগঃ
স্বাধীনতার পরের তিনবছরে ৬০০০ হাজারের ও বেশী রাজনৈতিক হত্যাকান্ড ঘটে । সহিংসতা সারাদেশব্যাপি ছড়িয়ে পরার আশংকা তৈরী হলে মুজিব রাষ্ট্রীয় জরুরী অবস্থা ঘোষনা করেন । চরমবাম ও চরম ডানপন্থী সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়, পত্রিকাগুলোকে নিয়ে আসা হয় সরকারী নিয়ন্ত্রনে এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয় ।
এ উদ্যোগগুলো বৃহত্তর জাতীয় স্বার্থে গৃহীত হলেও অনেকেই সমালোচনামুখর হয়ে উঠেন । সমালোচকদের উদ্দেশ্যে মুজিব তার স্বভাবসুলভ ভংগীতে বলেনঃ-'ভুলে যেওনা আমি মাত্র তিনবছর সময় পেয়েছি । এই সময়ের মধ্যে তোমরা কোনো দৈব পরিবর্তন আশা করতে পারোনা' ।
যদি ও শেষ সময়ে তিনি নিজেই হতাশ ও বিরক্ত হয়ে কোন দৈব পরিবর্তন ঘটানোর জন্য অধৈর্য্য হয়ে পড়েছিলেন ।
সন্দেহাতীতভাবেই মুজিবের উদ্দেশ্য ছিলো তার দেশ ও দেশের মানুষের উন্নয়ন ঘটানো । শেষ মুহুর্ত পর্যন্ত মুজিব একটা 'সোনার বাংলা' গড়তে চেয়েছিলেন, যে 'সোনার বাংলা'র উপমা তিনি পেয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে, ভালোবেসে মুজিব সেই 'সোনার বাংলা'র স্বপ্নকে তার দেশের জাতীয় সংগীত নির্বাচন করেছিলেন ।
Click This Link

পুরো বাংলা link
http://www.sachalayatan.com/hasan_murshed/7973


===========================


আমি এ সব 1971/1972 সংবাদপত্রে জিয়ার নাম খুঁজে পাচ্ছি না.
নিউ ইয়র্ক টাইমস
নিউজউইক
টাইম ম্যাগাজিন ইউএসএ
টাইমস সংবাদপত্র ইউকে


======================


বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ইউএসএ

1) পাকিস্তান এখন শেষ --শেখ মুজিব---15 মার্চ 1971

2)শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন --Apr. 05, 1971
--The World: Pakistan: Toppling Over the Brink

3)গত মার্চে পাকিস্তান সেনাবাহিনী ধ্বংসযজ্ঞ চালানোর পর বিশ্বব্যাংকের পরিদর্শকদের একটি বিশেষ টিম কিছু শহর প্রদক্ষিণ করে বলেছিলেন, ওগুলোকে দেখতে ভুতুড়ে নগরী মনে হয়। এরপর থেকে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এহেন ধ্বংসলীলার ক্ষান্তি নেই। ৬০ লাখ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং ২৪ লাখ কৃষক পরিবারের কাছে জমি চাষের মতো গরু বা উপকরণও নেই। পরিবহনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, পুল-কালভার্টের চিহ্নও নেই এবং অভ্যন্তরীণ নৌ-যোগাযোগেও অনেক বাধাবিঘ্ন। ---শেখ মুজিবুর রহমান : বন্দি থেকে বাদশা / টাইম সাময়িকী ১৭ জানুয়ারি ১৯৭২

4)Bangladesh have suffered three consecutive years of natural or man-made disasters—a calamitous cyclone in 1970, the civil war in 1971, and a crop-crippling drought this year. Jan. 01, 1973

5)শেখ মুজিবের সময়কালে ৬০০০ হাজারের ও বেশী মানুষ সহিংসতা নিহত (মুজিব।। স্থপতির মৃত্যু Time Magazine USA আগষ্ট ২৫,১৯৭৫).

6)বাংলাদেশ. "বাস্কেট কেস", নয়, Jan. 01, 1973

৭)বাকশাল ---প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হবে ,একটি নির্বাচিত সংসদ আইন পাস করতে পারেন,
According to Time Magazine USA--Feb. 10, 1975,
Under the new system, executive powers are vested in the President, who will be elected directly every five years, and in a Council of Ministers appointed by him. Although an elected Parliament can pass legislation, the President has veto power and can dissolve Parliament indefinitely.Parliament may remove the President, however, by a three-fourths vote "for violating the constitution or grave misconduct" as well as for physical or mental Incapacity. The amendment also empowers Mujib to set up a single "national party," thus shutting off any political opposition.
http://www.imagesup.net/?di=0140770259211



=================


একাত্তর সালের ২৬ মার্চ
পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান

‘‘শেখ মুজিবুর রহমান কর্তৃক শুরু করা অসহযোগ আন্দোলন (মার্চের প্রথম সপ্তাহ থেকেই শেখ মুজিবের ডাকে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন) রাষ্ট্রদ্রোহিতার সামিল। তিনি এবং তার দল গত তিন সপ্তাহ ধরে আইনসিদ্ধ কর্তৃপক্ষকে অস্বীকার করে চলেছে। তারা পাকিস্তানের পতাকা এবং জাতির পিতার (জিন্নাহ) ছবিকে অসম্মান করেছে। তারা একটি সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করেছে। … এই লোকটি (শেখ মুজিব) এবং তার দল (আওয়ামী লীগ) পাকিস্তানের শত্রু এবং তারা দেশ থেকে পূর্ব পাকিস্তান অংশটুকু ভেঙে সম্পূর্ণ আলাদা করতে চায়। তারা দেশের ঐক্য ও সংহতির উপর আঘাত হেনেছে। এই অপরাধের শাস্তি পেতেই হবে।’’


৫| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১০

নিষ্‌কর্মা বলেছেন: াহো কিছু কথা বলেছেন। এর একটা ছিল, ১৯৭১ - ৭২ সালের পত্রিকায় জিয়ার নাম খুঁজে পান নাই। মুজিব যেখানে প্রধানমন্ত্রী, সেখানে জিয়ার নাম কেন আসবে? ভালো কথা, ২০০৯ সাল থেকে শেখ সাহেবের আরেক পুত্রের (হো মো B-)) :#) :-B দিয়ে নামের শুরু) নাম কেন ১৯৭২-৭৫ সালে তেমন উচ্চারিত হয় নাই?? যেখানে শেখ সাহেবের এমন গুণধর পুত্রের নাম নেই, সেখানে জিয়ার নাম কেন আসবে? ভালো কথা সেই সময়ে কি হাছিনা বেগমের নাম ছিল ঐ সব পত্রিকায়?? :P :P

খিয়াল কৈরাঃ
4)Bangladesh have suffered three consecutive years of natural or man-made disasters—a calamitous cyclone in 1970, the civil war in 1971, and a crop-crippling drought this year. Jan. 01, 1973

কেন রে ভাই সিভিল ওয়্যার? এইটা কি আমাদের মুক্তিযুদ্ধ না? তারমানে তো পাকিস্তানীদের প্রচারণাকেই মেনে নিলেন াহো ভ্রাতা!

এই না হলে মুজিব প্রেম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.