![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন আমি অনেক ছোট তবে বয়সে নয় আমার সমসাময়িক বন্ধু যারা তাদের থেকে। কাব্যিক মানসিকতা হওয়ায় রাস্তায় হাটার সুবাদে কাকরাইল,রমনা পার্ক,সংসদভবন, ইত্যাদি জায়গায় নেল পালিশ, লিপিস্টিক, মেকআপে নৈশ পাখির খদ্দেরের জন্য বিশ্রামহিন বিচরণ। পুরুষের আভাষ পেলেই চমৎকার হাঁসি, তখন অনেক কিছুই বুঝতাম না কিন্তু কালের বিবর্তনে জ্ঞানের জায়গা থেকে অনুধাবন করার ক্ষুদ্র প্রয়াস আমার। কতিপয় মানুষ বাঘের ন্যায় গোধূলিলগ্নে কাকরাইল,রমনা পার্ক,সংসদভবনে হরিণ শিকারের জন্য আপেক্ষা বা ঘুরাঘুরি করে তখন খুব অবাক লাগত। আজ আমাদের নৈতিকতা কোথায় ?
আমার কথা সেটা নয়, এই সমস্ত পতিতাদের/(মা-বোন) দেখলে কিছু মানুষের থুঃ থুঃ ফেলার জায়গাটও সংক্রিন্ন মনে হয়, গুটিকয়েক লোক গালাগালি দিতেই ব্যাস্ত, কেউ হয়তোবা বলেই বসে এদের গাঁয়ে এত দুর্গন্ধ কেন ? কথাগুলি তখন নাড়া দেয় মনে। ঐ রাতের পাখিরা যখন নিজের ক্ষুদা নিবারনের জন্য নিজের দেহ জলাঞ্জলি দেয় তখন আমরা থুঃ থুঃ ফেলার জায়গা পাই না, আমরা কি কখনোও ভেবে দেখেছি যে আমদের পরিবারের কর্তা বা সামাজের রাঘোব বোয়ালরা লাল ফিতার দৈরত্য করে সেটা কি আদ্যও পতিতাবৃত্তির থেকে কম নয়। রাঘোব বোয়ালরা সবাইকে শুষে নেয় কিন্তু রাতের জোস্নারা/পাখিরা নিজেকে বিলিয়ে দেয় অন্যের মাঝে দুমুঠো খাবারের কারনে এখানেই হয়তবা তাদের সার্থকতা !!!
©somewhere in net ltd.