নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তালহা বিডি

তালহা বিডি › বিস্তারিত পোস্টঃ

চেতনা-রে চেতনা !!!

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

কেউ ভারতীয় চ্যানেলে সঙ্গীত প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকার উপর জুতাসহ দাড়িয়ে গান পরিবেশন করে চেতনা উদ্ধা্র করছে !!! আবার পীযুষের স্ত্রী কুকুরের গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দিয়ে চেতনা উদ্ধা্র করছে !!! লাখো কণ্ঠে সোনার বাংলা নামক ড্রামা শেষ হওয়ার পর জাতীয় পতাকাকে পদদলিত করে চেতনা উদ্ধা্র করছে !!! কেউ বা জাতীয় পতাকা হাতে আর মাথায় পরে প্যান্ট খুলে চেতনা দেখাচ্ছে !!! কেউ আইনজীবিকে পতাকার লাঠি দিতে চেতনা বের করছে!!! যে কোন খারাপ কাজ করে শুধু বললেই হবে এটার সাথে মুক্তিযুদ্বো আর চেতনা অতপ্রোতভাবে জড়িত বাস.......... হয়ে গেল চেতনা উদ্ধা্র।!!! ফাঁসির আসামি ও মুক্ত!!! চেতনা-রে চেতনা !!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

ভিটামিন সি বলেছেন: দাদা এইগুলি তো অনেক পুরোনো খবর। আপনার চেতনা এত দেরিতে জাগ্রত হলো কেন? আমাদের এখন সয়ে গেছে। আর কিছু করার নাই।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯

তালহা বিডি বলেছেন: আমার চেতনা দিরিতে জাগ্রত হয় নি। বাঙ্গালিদের তো কিছু মনে থাকে না, তাই মনে করে দেওয়া। আমি কি কোন পোড়ার গন্ধ পাচ্ছি ?

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

নুর ইসলাম রফিক বলেছেন: ভিটামিন টি এর সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.