| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছি, ফাগুন এসেছে,তোমায় ছুঁয়েছে?
ছুঁয়েছে কপালের নীলরঙা টিপ?করেছে এলোমেলো?
নতুন সাদা ফুলে বসন্ত জেগেছে,গন্তব্য চৈতালী ভোর।
এখনও নীরব বসে আছো?কেন ভাবলেষহীন?
কেন চুল বাঁধা এখনও?কেন ঠোঁট মলিন এখনও?
এখনও চুলের মধ্যে নদী বইবে,ঠোঁট ভিজিয়ে দেবে।
এখনও আকাশ নীল, এখনও রোদ সোনালী।
শুনেছি ফাগুন এসেছে, গল্প বলেছে?
কানে আলতো "কুক্" দেয়নি?নতুন গল্প বলেনি?
একাধারে সব পেরিয়ে নতুন আগমনের সব গল্প।
বিষাদহীন মুক্ত জীবনের গল্প নিয়ে আসেনি?
তবে নিকুচি করেছি মৌসুমের,যা প্রেম শেখায় না!
শুনেছি ফাগুন এসেছে, তাতে আমার কি?
©somewhere in net ltd.