| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রোজ রাতে বাঁ পাশের রাস্তাটায় সোজা হেঁটে যাই,
রাস্তার মাথায় ভাঙা বেদিতে রোজ এক বেশ্যা বসে
আমায় দেখে দু বাহু প্রসারিত করে দেয় নির্দ্বিধায়
লাল ঠোঁট দুটোর নিচেরটিতে দাঁত বসিয়ে ডাকে আমায়।
আমি ফ্যালফ্যালিয়ে তার দু বাহুর মাঝখানে তাকাই,
অজস্র মমতারা যেন বাসা বেঁধেছে সেই আলিঙ্গনে।
ইস! বেশ্যা যদি আমার মা হতো!
মাঝরাত পর্যন্ত চেয়ে থাকি,
আলিঙ্গনের আশায় উত্তোলিত বাহুযুগল ধরে আসে তার,
ভুরভুর করে অজস্র মমতারা নাকে আসে আমার।
রাত বাকি আরেকটু, তারপরই আরেকটি দিন,মমতাহীন
আমি মমতার আশায় চেয়ে থাকি বেশ্যার দিকে।
শীর্ন, জরাগ্রস্থ এক ক্ষুধার্ত পথিকের আবির্ভাব হয়
পথিক এসেই মুখ বসিয়ে দেয় বেশ্যার লাল ঠোঁটে।
আমি রোজই বেশ্যাকে ধর্ষিত হতে দেখি,
আমি রোজই আমার মাকে ধর্ষিত হতে দেখি,
আমার ভাগের মমতাটুকু বেশ্যা ক্ষুধার্তকে দেয়,
আমি রোজ অভুক্তই ফিরে আসি।
©somewhere in net ltd.