নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জঙ্গিবাদী

জঙ্গিবাদী › বিস্তারিত পোস্টঃ

অস্কার ২০১৮ ও আমার ভবিষ্যদ্বাণী- ৯০তম অস্কারের জন্য সম্ভবনাময় ১৬টি মুভি

০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

দুদিন আগেই হয় গেল ৮৯তম একাডেমী এওয়ার্ড।তা নিয়েই রয়ে গেছে নানান আলোচনা। কম বয়েসী ডেমিয়েন সেজেলের "লা লা ল্যান্ড" মাতালো এবারকার অস্কার।প্রথমবারের মতন অস্কার জিতলো অভিনেত্রী এমা স্টোন।প্রথম মুসলিম হিসেবে সহ অভিনেতার ট্রফি হাতে নিলেন মাহারশেলা আলী।ক্যাসি এফ্লেক এর সেই নারীরা যৌন হয়রানির ইস্যুতেও অনেক কথা হয়েছে।আর সবচেয়ে বেশি কথা হচ্ছে সেরা চলচ্চিত্র ঘোষনা নিয়ে।"লা লা ল্যান্ড" কে পুরস্কার দেবার পর ভুল শুধরে আবার "মুনলাইট" কে দেয়া হলো।এমনটা অস্কারের ইতিহাসে হয়নি।চলুন এবার এ বছরের কথা বাদ দিই।চলুনতো দেখি সামনের বছরের ৯০তম অস্কার মাতাবে কোন মুভি গুলো।২০১৮ সালের অস্কার নিয়ে আমার ছোট্ট একটা ভবিষ্যদ্বাণী:

নিচে মুভি গুলোর নাম দেয়া হলো:

১: ডানকির্ক (Dunkirk)


পরিচালক: ক্রিস্টিফার নোলান
অভিনয়ে: টম হার্ডি, মার্ক রিলেন্স, কিনেথ বার্তা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরম্ভের সময়কার ঘটনা নিয়ে নির্মিত মুভিটি।যখন স্বজাতীয় এক বাহিনীকে জার্মান সৈন্য ডানকির্ক সৈকতে ঘিরে রেখেছে।

২: কল মি বাই ইওর নেইম (Call me by your name)


পরিচালক:লুসা গুয়াডাগনিনো
অভিনয়ে: আর্মি হ্যামার, টিমোথে চালামেথ

আশির দশকে সতেরো বছরের এক কিশোর ও তার বাবার এক যুবক অতিথির মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে।মুভিটিতে দুর্দান্ত কাজ করেছে হ্যামার।মুভিটিকে ইতিমধ্যেই 100% ফ্রেশ রেটিং দিয়েছে রোটেন টমেটো।


৩: ব্যাটেল অফ দ্য সেক্সেস (Battle of the sexes)


পরিচালক:জনথন ডেটন, ভ্যালেরি ফ্যারিস
অভিনয়ে: এমা স্টোন, স্টিভ কারের

Battle of the sexes গেম এর ঐতিহাসিক ম্যাচ হয়েছিল 1973 এ বিলি জিন কিংস এবং ববি রিগজ এর মধ্যে। সে ম্যাচকে ঘিরেই নির্মিত হচ্ছে মুভিটি

৪: ডার্কেস্ট আওয়ার (Darkest Hour)

পরিচালক: জো রাইট
অভিনয়ে: গ্যারি ওল্ডম্যান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর তৈরী হচ্ছে মুভিটি।যখন উইনস্টন চার্চিল এডলফ হিটলারের সামনাসামনি জীবনে কঠিন সময় পার করছিলেন। এই মুভিতে আমরা ওল্ডম্যানকে চার্চিল এর ভূমিকায় দেখতে পাবো।

৫: মল্লি'স গেইম (Molly's game)

পরিচালক: এরন সরকিন
অভিনয়ে: জেসিকা চেস্টেইন, ইদ্রিস এলবা

Molly's game বইটির ওপর নির্মিত হচ্ছে মুভিটি।আমার পছন্দের জেসিকা অভিনয় করছে মল্লি চরিত্রে।চরিত্রটি বেশ প্রমিসিং।

৬: আনটাইটেলড ডেট্রয়েট প্রজেক্ট (Untitled Detroit project)

পরিচালক: ক্যাথরিন বিগেলো
অভিনয়ে: উইল পল্টার, জ্যাক দেনার,জন বয়েগা

সাতষট্টির ডেট্রয়েট দাঙ্গার ওপর নির্মাধিন চলচ্চিত্রটি। এখনও টাইটেল নির্ধারণ না হলেও মুভিটি সারা ফেলবে নিঃসন্দেহে।নভেম্বরের দিকেই হয়তো মুক্তি পাবে মুভিটি।

৭: ডাউনসাইজিং (Downsizing)

পরিচালক: আলেক্সান্ডার পাইন
অভিনয়ে: ম্যাট ড্যামন, ক্রিস্টেন উইগ

ড্যামন এর "গ্রেট ওয়াল" বিফল হলেও।কমেডিতে সে বাজিমাত করবেই। গল্পটা এমন যে, একজন ব্যার্থ লোক ভেবে পায় যে, সে যদি খাট হয়ে যায় তবে তার জীবন ভালো হওয়া সম্ভব।এটার একটা প্রসেস আছে।তবে শেষ মূহুর্তে তার স্ত্রী পিছিয়ে যায়। মুভিটা একটা ড্রামা কমেডি।মুভিটি খুব শিগগিরই মুক্তি পাবে।কি এক্সাইটেড?

৮: দ্য গ্লাস ক্যাস্টেল (The Glass Castle)

পরিচালক: ডেস্টিন ড্যানিয়েল ক্রিটন
অভিনয়ে:ব্রি ল্যারেসন, উডি হ্যারেলসন, নাওমি ওয়াটস

লেখিকা ও সাংবাদিক জিনেথ ওয়ালস এর জীবনের ওপর তৈরী হচ্ছে মুভিটি। ল্যারেসন ই অভিনয় করছে ওয়ালস এর ভূমিকায়।মুভিটি হয়তো বছরের শেষেই মুক্তি পাবে।

৯: দ্যা গ্রেটেস্ট শো-ম্যান (The greatest showman)


পরিচালক: মিচায়েল গ্রেসি
অভিনয়ে: হিউগ জ্যাকম্যান, জ্যাক এফরন, রেবেকা ফারগুয়েনস, মিচেল উইলিয়ামস

গল্পটা আমেরিকার বিশাল সার্কাস পি টি বার্নামের।এই চরিত্রে অভিনয় করছেন হিউগ জ্যাকম্যান।ভাবকায়দায় বলছে, মুভিটি আসছে অস্কারে বেশ ছাপ ছাঁড়বে।মুভিটি মুক্তি পাবে পঁচিশ ডিসেম্বর।

১০: মাদার! (Mother!)

পরিচালক:ড্যাররেন আরনোফস্কাই
অভিনয়ে: জেনিফার লরেন্স, জেভিয়ার বারডেম

একটি অরিজিনাল স্ক্রিনপ্লে ড্রামা, হয়তো কমেডি।গল্প সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। শুধু আমার পছন্দের জেনিফার লরেন্স আছে বলে বলছি না, মুভিটার গন্ধ ভালোই। ১৩ অক্টোবর মুক্তি পাবে মুভিটি।

১১: ফেল্ট (Felt)

পরিচালক: পিটার ল্যান্ডসম্যান
অভিনয়ে: লিয়াম নেলসন

গল্পটা ওয়াটারগেইট কেলেংকারি নিয়ে।এফবিআই এজেন্ট মার্ক ফেল্ট এর ওপর যে "ডিপ থ্রট" নাম দিয়ে সাংবাদিকদের কাছে গোপন তথ্য ফাঁস করতো। মুভিটি শিগগিরই মুক্তি পাবে বলে আশা করছি।

১২: সং টু সং (Song to Song)

পরিচালক:ট্যালেন্ট মালিক
অভিনয়ে: রায়ান গোসলিং, মিচায়েল ফাসবান্ডার, ন্যাটাইলি পোর্টম্যান, রোনি মারা

দুই ছেদযুক্ত ত্রিভুজার প্রেম।গল্পটা দুই সঙ্গীত লেখক, এক মিউজিক মোগালের বাবুর্চি ও এক ওয়েটারেস এর, তাদের ওপরে ওঠার লুলামি পন্থা, অবসেশন, আর ধোকাবাজির।মুভিটির কাস্টিং বেশ রোমান্টিক, তাই না? মুভিটি খুব শিগগিরই ১৩ই মার্চ মুক্তি পাচ্ছে।

১৩: দ্য মারসি (The Mercy)

পরিচালক: জেমস মার্স
অভিনয়ে: কলিন ফার্থ, রেচেল ওয়েজ

গল্পটা অনভীজ্ঞ নাবিক ডোনাল্ড ক্রোহার্স্ট এর যে শুধু মাত্র টাকার লোভে গোল্ডেন গ্লোব রেস এ পৃথিবী ভ্রমণে বেরিয়েছিল, তারপর সব ইতিহাস,,,,,। মুভিটি শীঘ্রই মুক্তি পাবে বলে আশা করা যায়।

১৪: মাডবাউন্ড (Mudbound)


পরিচালক:ডি রিস
অভিনয়ে:ক্যারেই মুল্লিগান, জেসন ক্লাবকে,গ্যারেট হ্যাডলেন্ড

একই নামের উপন্যাসের আদলে তৈরী।একটি পরিবার যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের পুরোনো জায়গা মিসিসিপি তে ফিরে আসে এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে।মুভিটি জানুয়ারি তে মুক্তি পেয়েছে এবং রোটেন টমেটো 96% রেটিং দিয়েছে।মুভিটি অবশ্যই দেখবেন।

১৫: ওন্ডারস্ট্রাক (Wonderstruck)

পরিচালক: টোড হ্যানেস
অভিনয়ে: জুলিয়ানা মুরে, মিচেল উইলিয়ামস

একই নামের উপন্যাসের আদলে তৈরী। খুব বেশি কিছু জানা যায়নি ।শীঘ্রই মুক্তি পাবে।

১৬: বিউটি এন্ড দ্য বিস্ট (Beauty and the beast)


পরিচালক:বিল কনডন
অভিনয়ে: এমা ওয়াটসন, ড্যান স্টিভেন

বিউটি এন্ড দ্য বিস্ট এর গল্প কে শোনে নি? এডাপ্টেড স্ক্রিনপ্লে। আইএমডিবি 8,1/10 মার্ক দিয়েছে মুভিটিকে।

উপরের মুভিগুলোর মাত্র তিনটি মুভি মুক্তি পেয়েছে ।মুক্তির পরই অনেক মুভির সম্ভবনা বোঝা যাবে।সামনে আরো আপডেটেড প্রেডিকশনস পোস্ট করার ইচ্ছা আছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.