![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
আমি পৃথিবী হয়ে ডাকি তোমায়,
একটু সাড়া দিও,
ও চাঁদ! তুমি বৃষ্টি সেজো,
আমি মাটি হয়ে ভিজবো!
আমি একটি সবুজ পাতা,
তুমি আমার শিরায় হেঁটো,
ও চাঁদ! তুমি পবন হয়ো,
আমি সবুজ সাগর হবো!
আমি খোলা মাটির উঠোন,
শীতল...
-মা, আমি একটু বাইরে যাই?
-কেন রে, মা? এতো রাতে?
-একটু দরকার ছিলো।
-তাড়াতাড়ি এসে পড়িস।
-আচ্ছা।
নীতি খুব সুক্ষ্ম সাবধানতার সাথে চোখটা মুছে ঘরের বাইরে বেরিয়ে আসে। সময় তখন রাত আটটা। শহরটা আস্তে আস্তে...
ঘরের ভেতর বিকেলের হেলে পড়া ক্লান্ত সূর্যের আলোয় জেগে উঠেছে আলস্যের পাখনা। কী ভীষণ নরম রোদ! গায়ে মেখে দুই হাঁটু ভাঁজ করে চুপটি করে বসে থাকতে ইচ্ছে করে। ছাদে গিয়ে...
এক টুকরো রোদ হয়ে যাও,
একটা কয়লা মাখা রাতের শেষে।
ফোঁটা কয়েক বৃষ্টি ঝরাও,
কঠিন অণুর বরফ গলে।
আমি স্নান করবো -
জ্যোৎস্নাধারায়,
জলে গলা সূর্যের আলোয়,
পাতায় জমা শিশির ফোঁটায়,
আর,
"তুমি" হয়ে ছুঁয়ে যাওয়া একলা একা বৃষ্টিজলে।
প্লিজ...
©somewhere in net ltd.