![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
এক টুকরো রোদ হয়ে যাও,
একটা কয়লা মাখা রাতের শেষে।
ফোঁটা কয়েক বৃষ্টি ঝরাও,
কঠিন অণুর বরফ গলে।
আমি স্নান করবো -
জ্যোৎস্নাধারায়,
জলে গলা সূর্যের আলোয়,
পাতায় জমা শিশির ফোঁটায়,
আর,
"তুমি" হয়ে ছুঁয়ে যাওয়া একলা একা বৃষ্টিজলে।
প্লিজ নিঃশ্বাস হয়ে এসো,
আমি তোমায় নিয়ে বাঁচবো বলে!
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: উৎসাহিত করার জন্য সাধুবাদ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
কাবিল বলেছেন: শুরুটা রঙিনই হয়েছে। শুভ ব্লগিং।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: রঙিনে বিশ্বাসী,শুভ্র আকাশে বসতি,কালোতে কলঙ্ক শুষাই!
ধন্যবাদ অসংখ্য।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্যোৎস্নাধারায়,
জলে গলা সূর্যের আলোয়,
পাতায় জমা শিশির ফোঁটায়, সুন্দর !!
নিঃসন্দেহে একটি প্রথন শ্রেণীর কবিতা ।
চমৎকার একজন কবির সাথে পরিচিত হলাম । অভিনন্দন নিন কবি ।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: চেষ্টা করি টুকটাক। উৎসাহপ্রার্থী!
৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় ব্যক্ত ইচ্ছে অনুভূতিগুলো এক কথায় অনবদ্য। সুন্দর কবিতা।
ব্লগে সুস্বাগতম!
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ,স্যার।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
মোঃ হৃদয় শেখ বলেছেন: "তুমি" হয়ে ছুঁয়ে যাওয়া একলা একা বৃষ্টিজলে।
প্লিজ নিঃশ্বাস হয়ে এসো,
আমি তোমায় নিয়ে বাঁচবো বলে!
কবিতার ছন্দে অনুভূতিগুল অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে সুন্দর কবিতা শুভকামনা রইলো
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: শুভকামনা শুভ্রতার সাথে সঞ্চিত হল!
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩
শামছুল ইসলাম বলেছেন: কবিতায় ইচ্ছে গুলো পাখা মেলেছে অনায়াসে, সুন্দরের আকাংখায়।
সুন্দর সুন্দর ইচ্ছের ভেলায় চড়ে কল্পনার চমৎকার জগত গড়েছেন কবিতায়।
ভাল থাকুন। সবসময়।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: বাস্তব জীবন বর্তমানে এতটাই যান্ত্রিক যে কল্পনার রাজ্যের আকাশে ইচ্ছেঘুড়ি ওড়ানো ছাড়া উপায় নেই।
ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন।
৮| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৪
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: চমৎকার লিখছেন কবি। শুভ কামনা রইলো
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: প্রথমবারের মত আমার ব্লগে আসলেন, স্বাগতম।
শুভেচ্ছানন্দিত মন্তব্যের জন্য ধন্যবাদ অসংখ্য।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেমেজর্জর প্রতিটি মন জানে কাছে পাবার আকুলতা কত বিধুর। এই লগ্নে, যাই চোখে লাগে তাতে প্রেম ঝরে যায়। কল্পনার প্রিয়জনের ঠিকানায় সটান পত্রলেখায়। এই কবিতার দলিলাদি, তাতে সেই কথাই লেখা!
খুব ভাল হয়েছে!
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮
কিরমানী লিটন বলেছেন: চমৎকার,শুভকামনা রইলো ...