নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

যা লিখছি কেন লিখছি

২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৮

সামুতে লেখার একটা অদ্ভুতরকম নেশা আছে কিন্তু!

মাঝে বেশ দীর্ঘসময়ের বিরতি নিয়েছিলাম। ব্লগের লেখাগুলোও পড়া হয়নি। হুট করে সেদিন নিজের প্রকাশিতব্য বইয়ের প্রচারকাজ চালাতে হাজিরা দিয়েছিলাম।

প্রচার কাজ চালানোর সময়ে একটা প্রশ্ন শুনে থমকে গিয়েছিলাম। ভাবছিলাম, প্রশ্নটা হয়ত এড়িয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু পরমুহূর্তেই ভাবলাম, অন্য কারো জন্য নয় নিজের জন্য হলেও কিছুটা সাফাই দেয়ার প্রয়োজন আছে। নইলে কী লিখছি কেন লিখছি এটাই যদি নিজের কাছে পরিষ্কার না হয়, তাহলে লেখালেখির আর ভবিষ্যত কী!

আমাকে এক ভাই অভিযোগ (বক্তব্যও হতে পারে) জানালেন যে, আমার লেখা পড়ে কে কী শিখবে! আমি তো হত্যা বা অপহত্যাকে প্ররোচিত করছি!

মারাত্মক অভিযোগ। খণ্ডাচ্ছি না, বরং বলতে পারেন আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু কথা বলতে চাচ্ছি।

আমার সর্বশেষ প্রকাশিত গল্পগ্রন্থ 'রোদ্দুর খুঁজে ফিরি'র জন্য আমি কিছু গল্প লিখেছিলাম যেগুলো আমাদের সমাজের গোপন পাপ হিসেবে হরহামেশাই সংঘটিত হচ্ছে। যেমন হত্যা, পরকীয়া, লাশ গুম ইত্যাদি। এগুলো তো আমরা নিজেরাই জানি তাই না? আমি আমার লেখাতে এই বিষয়গুলো এনেছিলাম। কারণ আমার সেই বইটির উপজীব্যই ছিল এমন কিছু তুলে আনা যেগুলোতে সচরাচর আলো পড়ে না। সেগুলো আলোতে আসার জন্য গুমরে কাঁদে।

গল্পে মেসেজ রাখার চেষ্টা ছিল বৈকী! যদি আমার গল্প পড়ে কারো কাছে মনে হয়, এসব ঘটনা ডালভাত। এগুলো করা বা ঘটানো আদৌ দোষের কিছু না, তাহলে মেসেজ পৌঁছে দিতে আমি নিঃসন্দেহে ব্যর্থ।

আর তারপরেও যদি সুনির্দিষ্ট কোনো গল্পের নাম উল্লেখ করে সুস্পষ্টভাবে বলা হয় যে প্রশ্নকর্তা কী বলতে চাইছেন তাহলে হয়ত আমার সেটার উত্তর দিতে সুবিধা হয়। :)

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১২

রানার ব্লগ বলেছেন: আমার মতে মানুষ লেখে নিজের জন্য

২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

ফাহমিদা বারী বলেছেন: নিজের জন্য লিখি সেটা ঠিক আছে, তবে লেখাগুলো যাতে অর্থহীন না হয়ে যায়! এই চেষ্টা থাকা জরুরি :)

২| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এমন বিষয়গুলো নিয়েই বেশি লেখালেখি হওয়া উচিত যা সবাই এড়িয়ে যেতে চায়...

২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

ফাহমিদা বারী বলেছেন: আমার নিজের কাছেও তো সেটাই মনে হয় ভাই। ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



লেখায় সমসাময়িক সমাজের চিত্র না থাকলে, উহা আসলে লেখা হতে পারে না।

২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

ফাহমিদা বারী বলেছেন: পুরোপুরি সহমত।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৭

রানার ব্লগ বলেছেন: আমার কাছে যা অর্থবান আপনার কাছে তা অর্থহীন!!

২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

ফাহমিদা বারী বলেছেন: বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন কি?

৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

আখেনাটেন বলেছেন:

আপনি তো ভালোই গল্প লেখেন। কোথায় আবার কি ঘটল??

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

ফাহমিদা বারী বলেছেন: :) আমার আগের পোস্টটাতে ঠাকুর মাহমুদ ভাইয়ের কমেণ্টটা দেখলে হয়ত বুঝতে পারবেন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

নেওয়াজ আলি বলেছেন: লেখায় সমাজ এবং মানুষের জীবনের চিত্র ফুটে উঠলে সেটা একরকম মৃত

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৪

ফাহমিদা বারী বলেছেন: ফুটে না উঠলে বলতে চেয়েছেন সম্ভবত :)

৭| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: মুখবন্ধে লিখে রাখবেন, কোনো অর্বাচীন গল্প পড়ে হত্যা বা আত্মহত্যায় প্ররোচিত হলে তার দায়-দায়িত্ব লেখকের নয়, বা এরকম কিছু একটা।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

ফাহমিদা বারী বলেছেন: হা হা হা। এটা তো আরো মারাত্মক হয়ে যাবে!

৮| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩১

আখেনাটেন বলেছেন: দেখলুম........ঠাকুর মাহমুদ ভাই, এখন ঝেঁড়ে কেশে বিস্তারিত লিখুক........আপনিও আপনার বক্তব্য তুলে ধরুন........আমরাও পড়ি ও জানি.....আর আপনাদের মতো গুণী মানুষদের অভিজ্ঞতায় ঋদ্ধ হই.... :D

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০২

ফাহমিদা বারী বলেছেন: ওরে বাবা!

৯| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা---এতো জবাবদিহি না করে একটা গল্প লিখলেই পারতেন ! লেখকের কাছে জবাবদিহি চাইবার কোনো শেষ নেই পাঠকের। আপনি উত্তর দিতে দিতে অবসন্ন হয়ে গেলেও জবাবদিহি চাইবার অবসান হবে না কখনো ।ভালো থাকুন ।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

ফাহমিদা বারী বলেছেন: সেটা অবশ্য ঠিক কথা। জবাবদিহিতার শেষ নেই!

১০| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২২

স্প্যানকড বলেছেন: হুমায়ুন আহমেদ বলেছিলেন " উনি আংগুলের ব্যায়াম করেন তাই লিখেন "। লিখতে থাকেন এইটাই আসল। এখন কেউ মন্দটা নিলে আপনার কি করার।সেইটা তার ইচ্ছে বা মগজ সায় দিছে। ভালো টা নিলেও তাই।চলচিত্রে প্রয়োজনে ধর্ষণের সিন থাকে আবার এর সাজা ও থাকে।এখন আপনি মগজে গাইথা রাখলেন শুধুই ধর্ষণ ! দায়ী কি পরিচালক বা কলা কুশলি? ভালো থাকবেন। জবাবদিহি থাকবে বেশি এইটার প্রতি জোর দিলে লেখাই হবে না।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ ভাই। হুমায়ুন আহমেদের কথাটা জেনে মজা পেলাম। উনি খুব রসিক মানুষ ছিলেন।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: কে কি বলল,সেতা দেখার দরকার নাই।
আপনি লিখে যান।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৮

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করছি লিখে যাওয়ার। তবু মানুষের কথাও তো শুনতে হয়!

১২| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন:


অনেকদিন গল্প পোস্ট করেননি আপু। একটা গল্প পোস্ট দেবার অনুরোধ রইলো।
শুভকামনা।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

ফাহমিদা বারী বলেছেন: সেই ভালো। দিব একটা গল্প ভাবছি। তবে কী জানেন, ইদানিং বড়লেখা লিখছি বেশি। ছোটগল্প বেশ অনেকদিন লিখি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.