নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইমেলা সমাগত।
প্রকাশকেরা সানন্দে নিজেদের স্টল নাম্বার শেয়ার করছেন। আমরাও আনন্দ পাচ্ছি। তবে সেই সাথে একটু নড়েচড়ে বসার সময় হয়েছে মনে হচ্ছে।
আমার প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি। আমার প্রথম বই 'পরিধিবিহীন বৃত্ত' আপাতত পাওয়া যাচ্ছে না। বইটি পুনঃমূদ্রিত হয়নি। আমার প্রকাশক নীলসাধুদা বইটি পুনঃপ্রকাশ করতে আগ্রহী হয়েছিলেন। আমি হতে পারিনি। একে তো গল্পগুলো পুরনো, সব অনলাইনে দিয়ে দেয়া...তার ওপরে গল্পগুলো দেখলেই আরেকবার কাঁচি (পড়ুন কলম) চালাতে ইচ্ছে করে। কিন্তু এডিট করতে বরাবরই বিরক্ত লাগে আমার। নিজের লেখা একাধিকবার পড়া খুব বিরক্তিকর।
অন্য চারটি বইই আশা করছি মেলাতে পাওয়া যাবে। আমি বইগুলোর প্রাপ্তিস্থল জানিয়ে দিচ্ছি।
১) উপন্যাস 'নির্লজ্জ' (প্রকাশকাল- ২০১৮ গ্রন্থমেলা)- প্রাপ্তিস্থল 'দেশজ'। স্টল নাম্বার- ৮৫
২) উপন্যাস 'ছায়াপথ'- (প্রকাশকাল-২০১৯ গ্রন্থমেলা)- প্রাপ্তিস্থাল 'চৈতন্য'। স্টল নাম্বার- ৩৩২,৩৩৩
৩) গল্পগ্রন্থ 'রোদ্দুর খুঁজে ফিরি' - (প্রকাশকাল- ২০২০ গ্রন্থমেলা)- প্রাপ্তিস্থল 'চৈতন্য'। স্টল নাম্বার- ৩৩২, ৩৩৩
৪) উপন্যাস 'সেদিন গেছে ভেসে' - (প্রকাশকাল- ২০২১ গ্রন্থমেলা)- প্রাপ্তিস্থল 'জাগৃতি'। স্টল নাম্বার- ১৫৪,১৫৫,১৫৬
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০১
ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব ভাই। 'সেদিন গেছে ভেসে' পড়ার আমন্ত্রণ জানাই। জমাটি উপন্যাস। আশাকরি ভালো লাগাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। প্রকাশনি কিন্তু জাগৃতি।
২| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪০
অক্পটে বলেছেন: আপনার লেখা সুপাঠ্য, কোন একটি লেখা পড়তে শুরু করলে সময় কিভাবে যায় হদিস পাওয়া যায়না। আপনার সাফল্য কামনা করছি।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০০
ফাহমিদা বারী বলেছেন: এত প্রশংসা করলেন! অনেক কৃতজ্ঞতা। কিন্তু বই সংগ্রহ করে পড়লে হয়ত আরো বই আনার সাহসটা পাবো মেলায় আসুন। এবারের প্রকাশনী জাগৃতি।
৩| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৩
রেজওয়ান ইসলাম বলেছেন: আপনার জয়যাত্রা অনি:শেষ হোক।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০২
ফাহমিদা বারী বলেছেন: ''আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না ''' (জীবনানন্দ)
অশেষ কৃতজ্ঞতা।
৪| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: কোন বইয়ের দাম কত। আর ডিসকাউন্ট কত দিবেন
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৭
ফাহমিদা বারী বলেছেন: তাই তো! বইয়ের দামটা বলে দিতে হতো!
এখন সব বইয়ের দাম তো ঠিক মনে নেই। তবে নির্লজ্জ আর ছায়াপথ ২২৫ এবং ২৬০ (২৫% কমিশনে)। রোদ্দুর খুঁজে ফিরির দামও আশেপাশেই।
তবে এবারের বই 'সেদিন গেছে ভেসে' একটু দামী বই। বইমেলায় পাবেন ৩৭৫ টাকায়। তবে পড়ে আশাহত হওয়ার সুযোগ দিব না ইনশাআল্লাহ এটুকু বলতে পারি।
প্রকাশনীর কমিশনই আমার কমিশন। বেশি কি আর দিতে পারব?
৫| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৩
মেহেদি_হাসান. বলেছেন: ঠিক আছে মেলায় দেখা হতে পারে।
৬| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১০:০৬
মলাসইলমুইনা বলেছেন: ধ্যাৎ ----আপনার বইয়ের ফটো স্ক্রল ডাউন করে লেখা পর্যন্ত আসতে আসতে হাত ও হাতের আঙ্গুল ব্যাথা হয়ে গেলো ! এতো বই লেখলেতো মুশকিল ! জাস্ট কিডিং। দুরন্ত সাফল্য কামনা রইলো বই এবং লেখিকার জন্য ।
০৯ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৬
ফাহমিদা বারী বলেছেন: হা হা। এত বই কোথায় দেখলেন?
তবে শুধু দেখলে তো বিপদ! কিছু বুকশেলফেও শোভা পাক
নট কিডিং!
৭| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:২০
কাছের-মানুষ বলেছেন: আপনার বইয়ের জন্য শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: পরপর চার বছর চারটা বই!!! গ্রেট।
আপনার সফলতা কামনা করছি।