নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

নতুন বইয়ের খবর

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:১১



এসে গেলাম নতুন বইয়ের খবর নিয়ে। বেশ লম্বা একটি সময় পরেই নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে আমার। এবারের বইটি সমকালীন উপন্যাস। 'বিস্মরণের জলছাপ' বেশ দীর্ঘ উপন্যাস। ২০৮ পৃষ্ঠার মোটাসোটা এই উপন্যাসটি প্রকাশিত হতে যাচ্ছে 'চৈতন্য' প্রকাশনী থেকে। বইটির মলাটমূল্য ৫০০ টাকা। বর্তমানে বইটির প্রি অর্ডার চলছে। প্রি অর্ডারে বইটি সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ ৩৫% ছাড়ে। অবশ্য ডেলিভারি চার্জ প্রযোজ্য।


সংক্ষেপে বইটির কাহিনী জেনে নেওয়া যাক,

আশির দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম অঞ্চলে বেড়ে ওঠে একজন কুখ্যাত সন্ত্রাসী মজিদ তরফদার। খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ... এমন কোনো অপরাধ নেই যা মজিদ তরফদারের আওতার বাইরে ছিল। সামান্য একজন বন্দরের শ্রমিক থেকে মজিদ তরফদার হয়ে ওঠে শহরের ত্রাস। নাম লেখায় শীর্ষ সন্ত্রাসীর তালিকায়... একেবারে প্রথম সারিতে। তার অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পুলিশের জানা, তবু মজিদ তরফদার থাকে ধরাছোঁয়ার বাইরে। তার কাছে ডাক পড়া মানুষ আর ফিরে আসে না কখনও।

কিন্তু কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একদিন এই দুর্ধর্ষ খুনিকেও ধরা পড়তে হয়। নিজের খুব কাছের মানুষ, তার দেহরক্ষীই সবিস্তারে বর্ণনা দেয় তার হত্যাকাণ্ডগুলোর। দেশীয় বিচারব্যবস্থায় ফাঁসিতে মৃত্যু হয় মজিদ তরফদারের। সমাপ্তি ঘটে তার বিপুল পরাক্রমশালী সন্ত্রাসের সাম্রাজ্যের।

কিন্তু সবকিছুই কি এত সহজে শেষ হয়? পাপ কি এত চটজলদি মুছে ফেলতে পারে তার কদর্য জলছাপ?

উপন্যাসটি বর্ণিত হয়েছে মজিদ তরফদারের বড়ছেলের বয়ানে। পিতার পাপ আর স্বেচ্ছাচারিতা কীভাবে তাদের জীবনটাকে একটু একটু করে শুষে নিয়েছে সেই গল্পই বলতে চেয়েছি 'বিস্মরণের জলছাপ' উপন্যাসে। এই পরিভ্রমণে আপনাকে সাদরে আমন্ত্রণ জানাই।

বইটির প্রিঅর্ডার চলছে। প্রি অর্ডার করতে পারবেন বুকলি, প্রজ্ঞা, বইপরী, ধী, এবং রকমারি থেকে।


মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩২

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন।
আপনি কি চট্টগ্রামে বড় হয়েছেন?

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩৯

ফাহমিদা বারী বলেছেন: জি না :) অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম। ভালো লাগল।

অভিনন্দন অনেকেই জানায়। তবে বই খুব বেশি মানুষ পড়ে না। পড়লে খুশি হব। ভালো থাকবেন।

২| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০০

সোনাগাজী বলেছেন:



আমি এখন বাহিরে; দেশে এলে কিনে পড়বো।

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৯

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৫

ডঃ এম এ আলী বলেছেন:



প্রকাশের অপেক্ষায় প্রবাহধীন উপন্যাসটির সার্বিক সাফল্য,
বহুল প্রচার , প্রসার, পঠন ও পাঠক প্রিয়তা কামনা করছি ।
কাহিনী সংক্ষেপ হতে প্রতীয়মান হলো উপন্যাসটিতে
একজন দুর্ধষ্য পাপিষ্টের বিভিষিকাময় করুন পরিনতির
লোমহর্ষক দিকগুলি তার আত্মজের জবানীতে প্রকট হয়ে
ধরা দিয়েছে লেখাঠির ভিতরে ।

লেখিকার প্রতি শুভেচ্ছা রইল

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৮

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩২

বাকপ্রবাস বলেছেন: অভিনন্দন, ব্লগ পাঠকদের আরো রিভিও আসবে আসা করি

৫| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: ব্লগারদের বই বের হলে আমার খুশি লাগে।
আপনার বইইটি পাঠকপ্রিয়তা পাবে নিশ্চিত।

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩২

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ আপনাকে। সংগ্রহে রাখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.