নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা প্রথম অনুবাদ গল্পগ্রন্থ

০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৮

মাঝে কিছু সময় গেল...

আসলেই কিছু সময় ফুড়ুত করে উড়ে গেছে। সামুতে আসা হয়নি। ভাগাভাগি করা হয়নি আমার বইপ্রকাশের গল্পগুলো।

আমি ২০২৩ সালে বিশ্ববিখ্যাত লেখকদের কিছু অত্যন্ত জনপ্রিয় গল্প নিয়ে একটি গল্পগ্রন্থ বের করেছি। বইটি আমার আশাকে ছাড়িয়ে পাঠকদের কাছে ছড়িয়েছে। প্রচুর রিভিউ পেয়েছি বইটির। সম্পূর্ণ নতুন একটি প্রকাশনী 'সাইলেন্ট পাবলিকেশন্স' থেকে বইটি প্রকাশ করেছি। এই প্রকাশনীর একজন কর্ণধারের (রূপা খানম) সাথে আমার পরিচয় হয় 'চৈতন্য' থেকে বই আনার সুবাদে। সে তখন স্টলে বসত। হাসিখুশি চটপটে মেয়েটি একদিন মেসেঞ্জারে নক দিয়ে বলে, 'ওহ আপা, ইংরেজি কেমন পারেন?'
বললাম, 'পারি, কাজ চলে যায়। ঠেকে থাকে না। কেন বলো তো?'
তখন সে বলল, 'তাহলে একটা অনুবাদের বই আনেন দেখি! আপনার লেখা দিয়েই প্রথম যাত্রা শুরু করি!'

আমিও কেমন জানি নেচেই উঠলাম। 'উঠ ছুড়ি তোর বিয়ে'র গতিতেই গল্পবাছাই, অনুবাদ সবকিছু চলল সমান তালে। যথাসময়ে বইটিও এলো।

বইটি নিয়ে সংক্ষেপে জানিয়ে গেলাম।

বই: চেনা মুখ অচেনা অবয়ব
অনুবাদিকা: Fahmida Bari Bipu
জনরা: সাসপেন্স থ্রিলার
প্রকাশনায়: সাইলেন্ট পাবলিকেশন্স
প্রচ্ছদ: লর্ড জুলিয়ান

‘চেনা মুখ অচেনা অবয়ব’ ফাহ্‌মিদা বারীর প্রথম অনুবাদ গল্পগ্রন্থ যা ২০২৩ অমর একুশে গ্রন্থমেলায় সাইলেন্ট পাবলিকেশন্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে।
‘চেনা মুখ অচেনা অবয়ব’ এর গল্পগুলো নেওয়া হয়েছে ছয়টি অবিস্মরণীয় গল্প থেকে। গল্পগুলো পাঁচজন বিখ্যাত লেখকের, যারা থ্রিলার ও সাসপেন্স গল্পের জগতে নিজের নিজের সময়ে রাজত্ব করেছেন এবং করছেন। গল্পগুলোর সরাসরি অনুবাদ না করে ভাবানুবাদের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে গল্পের ভাষা হয়েছে পরিশীলিত এবং প্রাঞ্জল। মূল লেখকের ভাবনা এবং গল্পের মূল সুরটা যাতে নষ্ট না হয় সেদিকে অনুবাদক দৃষ্টি রেখেছেন।
রোল্ড ডালের গল্প ‘ল্যাম্ব টু দ্য স্লটার’ অবলম্বনে ‘ল্যাম্বপিস’ গল্পটার কথাতেই আসা যাক। মেরি ম্যালোনি আর তার স্বামী প্যাট্রিক ম্যালোনির গল্প এটি। মেরি প্রতি সন্ধ্যায় তার স্বামীর ঘরে ফেরার পথ চেয়ে থাকে। ম্রিয়মান দিনগুলোর মধ্যে এটুকু সময়ই মেরি প্রাণভরে উপভোগ করে। প্রতি বৃহস্পতিবারে তারা দুজন বাইরে খেতে যায়। সেদিনও ছিল বৃহস্পতিবার। প্যাট্রিক ঘরে ফিরল ক্লান্ত বিপর্যস্ত হয়ে। আজ তার বাইরে যেতে ইচ্ছে করছে না। মেরি রাঁধতে বসল এক বিশাল ল্যাম্বপিস। কেমন জমেছিল সেদিন খাওয়াটা?
রোল্ড ডালের দ্বিতীয় গল্প ‘দ্য টেস্ট’ অনুসরণে অনূদিত গল্প ‘স্বাদ’। মাইক স্কোফিল্ডের বাসায় সেদিন ডিনারের আমন্ত্রণে ছয়জন একত্রিত হয়েছিল। চল্লিশোর্ধ ভোজনরসিক বিশেষত পানীয় বিশারদ রিচার্ড প্র্যাট পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ে আসা ক্লারেটের নাম বলে দিতে পারে। রিচার্ডের মজবুত দক্ষ টেস্ট বাড কখনওই ধোঁকা খায় না! মাইক বাজি ধরে বসে। বাজিতে জিতলে মাইক পেতে পারে রিচার্ডের দু দুটো বাড়ি! কিন্তু হারলে নিজের কচি মেয়েটাকে ঐ বুড়ো ভামের সাথে বিয়ে দিতে হবে! তারপর?
ডাব্লিউ ডাব্লিউ জেকবসের লেখা তার জীবনের সেরা গল্প ‘দ্য মানকিজ প’ অনুসরণে অনূদিত গল্প ‘বানরের থাবা’। মন্ত্র পুরে রাখা এই বানরের থাবাটি নাকি তার মালিকের তিনটি ইচ্ছে পূরণ করতে পারে। ইচ্ছেপূরণ হয় ঠিকই, কিন্তু তা রেখে যায় সারাজীবনের অনুতাপ!
এডোগাওয়া রানপো’র গল্প ‘দ্য হিউম্যান চেয়ার’ অনুসরণে অনূদিত গল্প ‘মানবচেয়ার’। বিখ্যাত জাপানি লেখিকা ইয়োশিকো তার এক ভক্তের কাছ থেকে একটি চিঠি পায়। ভক্তের নিজের জীবনের অভিজ্ঞতার গল্প। অথচ সেই গল্পতে জড়িয়ে আছে ইয়োশিকো নিজেই! কীভাবে?
শার্লি জ্যাকসনের গল্প ‘দ্য পসিবিলিটি অফ ইভিল’ অনুসরণে অনূদিত গল্প ‘অশুভ সম্ভাবনা’। কিছুটা মনস্তাত্ত্বিক ঘরানার এই সাসপেন্স গল্পের নায়ক সত্তর বছর বয়সী অ্যাাডেলা স্ট্রেঞ্জওর্থ। নিজের শহরটিকে খুব ভালোবাসেন তিনি। ভালবাসেন এই শহরের মানুষদেরকে। তাই তো শহরের সবরকম অশুভ সম্ভাবনাকে তিনি নিশ্চিহ্ন করে দেন। কীভাবে করেন এই কাজ আর কতটুকুই বা সফল হন এতে?
অ্যান্ডি উইয়ারের লেখা গল্প ‘দ্য সেফ’ অনুসরণে অনূদিত গল্প ‘সেফ’। ডরিস দুর্ঘটনার পরে হাসপাতালে কথা বলছে তার ডক্টরের সাথে। ডক্টরের প্রশ্নের জবাবে ডরিস নিজের জীবন নিয়ে অনেক কথা বলে। কিন্তু যা বলছে সব কি সত্যি? দেখা যাক!

আমার রকমারি আইডি লিংক এড করে দিচ্ছি। এখানে আমার প্রকাশিত বইগুলো পাবেন। আগ্রহী হলে নিতেও পারেন :)

https://www.rokomari.com/book/author/70305/fahmida-bari

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা।

০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৮

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৯

এইচ এন নার্গিস বলেছেন: অনেক শুভেচ্ছা ।

০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৮

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। এই বই আগেই প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে। এর পরে আরো তিনটা বই প্রকাশিত হয়েছে আমার।

৩| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



ভালো।

আপনি কোথায় বড় হয়েছেন, গ্রামে, নাকি শহরে?

০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৬

ফাহমিদা বারী বলেছেন: শহরে। বাংলাদেশের বিভিন্ন মফঃস্বল শহরে। আমার বাবা সরকারি চাকুরে ছিলেন। সেই সুবাদেই দেশের নানা জায়গায় থেকেছি। জীবনের উল্লেখযোগ্য একটা সময় কেটেছে রাজশাহীতে। পরে বুয়েটের দিনগুলো থেকে ঢাকায় থেকেছি।

৪| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



রূপা খান কি ইন্জিনিয়ার, আমেরিকায় ছিলো ও চাকুরী করেছিলো?

০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৭

ফাহমিদা বারী বলেছেন: জি না এসব কিছুই না। সে এখন একজন প্রকাশক এবং কেয়ারগিভার হিসেবে চাকরিরত আছে।

৫| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৫

এইচ এন নার্গিস বলেছেন: প্রকাশকের ফোন নাম্বার দেয়া যাবে কি

০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫২

ফাহমিদা বারী বলেছেন: আমার ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমার আইডি লিঙ্ক,https://www.facebook.com/fahmida.bipu/

৬| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৯

মাথা পাগলা বলেছেন: অনেক অনেক অভিনন্দন!

০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ তবে এটি পুরনো বই।

৭| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০০

দি এমপেরর বলেছেন: আপনি নিশ্চয়ই ভালো লিখেন। আপনার অনুবাদও ভালো হওয়ার কথা। একটু চেখে দেখার জন্য এখানে একটি অনুবাদ গল্পের কয়েক ছত্র দিলে পাঠকরা নিঃসন্দেহে আপনার অনুবাদের স্বাদাস্বাদন করার সুযোগ পেত। বিষয়টা ভেবে দেখবেন আশা করি।

০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

ফাহমিদা বারী বলেছেন: একটা গল্প পোস্ট করব শিগগির ইনশাআল্লাহ।

৮| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

মৌরি হক দোলা বলেছেন: বইটা পড়ার ইচ্ছে রইল, আপু।

০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

ফাহমিদা বারী বলেছেন: দোলা তোমার জন্য অনেক ভালোবাসা। তুমি সামুতে আছ আমি জানতামই না!

৯| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

মৌরি হক দোলা বলেছেন: মাঝে মাঝে আসি। আবার, আসি না।

১০| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

রাজীব নুর বলেছেন: গ্রেট। খুব ভালো হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১০

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ।

১১| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

অপু তানভীর বলেছেন: বই প্রকাশ সব সময়ই আনন্দের।
বই কেনার রকমারি/বুকশপের লিংকটা যোগ করে দেন তাহলে আগ্রহী পাঠকরা বইটা কিনতে পারবে সহজ।
এই মাসের বই কেনার তালিকায় এইটা আর আপনার ''প্রকৃত নয়, অতিপ্রাকৃত'' এড করে নিলাম।

০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১০

ফাহমিদা বারী বলেছেন: বাহ আপনি আমার সেই বইটির নাম জানেন দেখছি!
কৃতজ্ঞ হলাম।

লিংক এখনই এড করে দিচ্ছি।

১২| ০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৪

আমি তুমি আমরা বলেছেন: বই প্রকাশে অভিনন্দন।

ল্যাম্ব টু দ্যা স্লটার গল্পটা আগেই পড়েছিলাম। সেবা প্রকাশনী থেকে অনীশ দাশ অপুর একটা অনুবাদ গল্প সংকলন বেরিয়েছিল, সেখানে। বাকি গল্পগুলো পড়া হয়নি।

আপনার বইটা পড়ার ইচ্ছা রইল।

০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১১:৫২

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। পড়লে অবশ্যই খুশি হব। আর দুকথা জানালে আরো খুশি হব :)

১৩| ০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অভিনন্দন! আমিও বই লিখেছি অবশ্য ৫/৬ বছর আগে। রিসেন্টলি পাতা বেড়ে যাওয়ায় দুই খন্ডে বের করতে হয়েছে। কিন্তু দঃখের বিষয় এই বইটা আপনাদের দেয়া যাবে না। শেষ বেরিয়েছে পাকিস্তান থেকে এবং এমাজন থেকে। অবশ্য এর পাইরেটেড কপি ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে শুরু থেকেই বিক্রী হচ্ছে। PLAB বর্তমানে UKMLA এর উপর লেখা। আমি গল্প উপন্যাসের ভক্ত। আপনার অনুবাদ গল্প বইটা আজই অর্ডার দিয়ে রাখব ইনশাআল্লাহ।

০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৩

ফাহমিদা বারী বলেছেন: আপনাকে অভিনন্দন। বড় পরিসরের কাজ বোঝা যাচ্ছে।
আমার বইটা পড়লে খুব খুশী হব।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১২:৩২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: Done! এখন হাতে পাওয়ার অপেক্ষায়। রিয়াদ থেকে চলে আসার পর আর কোথাও জয়েন করিনি। একরকম রিটায়ার্ড পার্সন বলতে পারেন। হাতে প্রচুর সময়। জাফর ইকবাল, হুমায়ুন আহমেদের বই অনেক পড়েছি। ইদানিং রান্না শেখা শুরু করেছি। ইউ টিউব দেখে দেখে রান্না করি, যদিও মনমত হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.