![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[link||view this link]view this link
বইটইতে আজকে আমার ২১-তম ইবুক প্রকাশিত হয়েছে। এটি একটি উপন্যাসিকা। ইবুকের মূল্য মাত্র ৪০ টাকা।
লিংক ওপরে দিয়ে দিলাম।
সন্ধ্যার মা বইপড়ুয়া মানুষ। তিনি শখ করে মেয়ের নাম রেখেছিলেন সন্ধ্যামালতি। ছোটবেলায় সন্ধ্যা তার মায়ের কাছে জানতে চাইত, কেন তার এমন অদ্ভুত নাম? কেন তার নাম শুনে সবাই অবাক হয়? হাসে?
সন্ধ্যার মা বলতেন, যারা কিছু বোঝে না তারাই হাসে। সন্ধামালতী আর দশটা সাধারণ ফুলের মতো নয়। অন্য ফুলেরা যখন দিনশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, সন্ধামালতী তখন পূর্ণরূপে বিকশিত হয়। ছড়িয়ে যায় নিজের রূপ রস সুরভী।
আলোর মাঝে জন্ম নেওয়া সন্ধামালতীর জীবনটা একদিন সত্যি সত্যিই আর দশটা মেয়ের চেয়ে অন্যরকম হয়। সে তার নামের সার্থকতা পূর্ণরূপে ধারণ করে।
সন্ধ্যার অমনিশার দিকে তাকিয়ে একদিন সে তার অতল গহ্বরে নিজেকে বিলীন করতে চায়।
কিন্তু কেন?
পড়তে পারেন বইটই থেকে।
১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৬
ফাহমিদা বারী বলেছেন: ওহ তাই নাকি? আচ্ছা দেখছি!
২| ১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৩
অপ্সরা বলেছেন: বুঝতে পারছি তার নামের মহাত্ম কিভাবে মিলে গেছিলো। মানে গেস করছি। তবে হ্যাঁ নামটা কিন্তু বড়ই সৌন্দর্য্য!!
১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৫
ফাহমিদা বারী বলেছেন:
ধন্যবাদ আপু।
মনে হচ্ছে ভূমিকাতেই বেশি কথা বলে ফেলেছি
৩| ১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:০২
অপ্সরা বলেছেন: হুম!!!
একদম বুঝিয়ে দিয়েছো টুইস্ট আগেই .......
১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৫
ফাহমিদা বারী বলেছেন:
আসলে টুইস্টসমৃদ্ধ লেখা নয় এটি। এই গল্পের সারবস্তু এর কাহিনীতে। অথবা গল্প বলার ঢঙ্ এ।
৪| ১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর প্রচেষ্টা,
শুভেচ্ছা থাকল নিরন্তর ।
.....................................................................
১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ২০ শে অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এক নিঃশ্বাসে শেষ! মন্ত্রমুগ্ধের মত পড়েছি। একটা যায়গায় আমার ধারণা ভুল হওয়ায় স্বস্তি পেয়েছি। বরং আপনার সমাপ্তিটাই অনেক সুন্দর হয়েছে। শেষ অঙ্কে কাঞ্চনের যায়গায় অন্য কাউকে ভেবেছিলাম! বরং কাঞ্চন হওয়াটাই যেন বেশি ভাল হয়েছে।
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:০৩
ফাহমিদা বারী বলেছেন: হাহা আমি বুঝতে পেরেছি আপনি কাকে ভেবে ভয় পেয়েছিলেন! একবার ভেবেছিলাম ওটা দেখাব। কিন্তু পরে আমার হাত সরেনি সেটা লিখতে।
আমার নতুন গল্পগ্রন্থেও এই গল্পটা আমি রাখব ইনশাআল্লাহ। পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:১১
ফাহমিদা বারী বলেছেন: বইটইতে রিভিউ শেয়ার করার একটা অপশন আছে। আপনার এই কথাগুলোই যদি সেখানে কপি পেস্ট করে দিতেন তাহলে বেশ হতো। রিভিউ দেখেও অনেকে আগ্রহী হয়।
আমি আমার ফেসবুক পেজে অবশ্য শেয়ার করেছি।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১১
শেরজা তপন বলেছেন: ভাল উদ্যোগ। লিঙ্ক উপরে লিঙ্ক অপশনে ক্লিক করে নিয়ম মাফিক দিন।
এটা কপিও করা যায় না কাজও হয় না!!