নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

ফ্ল্যাশ ফিকশন

২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬



নাম তার ফ্ল্যাশ ফিকশন। অল্প কথায় বড় কোনো ভাব তুলে ধরা। আর্নেস্ট হেমিংওয়ের সেই বিখ্যাত ফ্ল্যাশফিকশনটা পড়েছেন কি?

'FOR SALE: BABY SHOES. NEVER WORN.'

আমিও কিছু লেখার চেষ্টা করেছিলাম। সেগুলো তো আর হেমিং সাহেবের মতো হবে না! তবু পড়ে দেখতে পারেন।

#একগুচ্ছ_ফ্ল্যাশ_ফিকশন

১) আশ্চর্যরকম হালকা অনুভূতি নিয়ে ঘুম থেকে ওঠার পর লোকটি দেখতে পেল, পাশ টেবিলে অনেকগুলো ঘুমের অষুধের খালি প্যাকেট ছড়ানো আর বিছানাতে তারই মত দেখতে একজন কেউ...

২) মৃত্যুর খেলায় সঙ্গীর এগিয়ে দেওয়া রিভলভারের ট্রিগার মাথায় টেপার ঠিক আগমুহুর্তেই তার মনে হল, ইতিমধ্যেই পাঁচবার ট্রিগারটি টেপা হয়ে গিয়েছে।

৩) সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মেয়েটি স্বামীর সাথে গল্প করতে করতে বাড়ি ফিরে দেখতে পেল, তাদের ছোট্ট ছেলেটি দাদুর সাথে তার বাবার কবর জিয়ারত করতে যাবার জন্য তৈরি হয়ে বসে আছে।

৪) দোতলা বাসাটির নীচতলায় প্রথম রাতটা নির্ঘুম কাটলো। দোতলার বাসায় মনে হয় সারা রাত পার্টি চলেছে। কিন্তু বাড়িওলা তো বলছিল, দোতলাটা নাকি এখনো ভাড়াই হয়নি!

৫) শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বেহাল নতুন জামাই একা পেয়ে ফাঁকতালে বউয়ের কানে কানে কিছু বলতেই ঘর থেকে আওয়াজ ভেসে আসলো, ‘এই, তুমি আমার যমজ বোনের কানে কানে কী বলছো?

৬) আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’...ফরেনসিক রিপোর্টে প্রমাণ হলো, হাতের লেখাটা একজনের হলেও কাগজটা দুটো হাতের স্পর্শ পেয়েছিল!

৭) ট্রাফিক জ্যামের মধ্যে ধাক্কা লাগিয়ে একজনের মানিব্যাগটা মেরে দিয়ে একটু দূরে গিয়ে প্যান্টের পকেটে ঢোকাতেই বুঝলাম সেটাও এইমাত্র কে জানি সুকৌশলে কেটে ফেলেছে। ভেতরটা গড়ের মাঠ!

৮) একসময় অনেক পয়সা বানিয়ে দিয়েছি যাকে, আমার সেই প্রাক্তন প্রকাশকের কাছে আজ আমি রদ্দি মাল। ভীষণ অবহেলা ভরে হালের ক্রেজ রাইটারের ছবিটা দেখাল আমাকে। চমকে উঠে দেখি, ঘাড় থেকে নামাতে না পেরে একদিন এই ছোঁড়ার পাণ্ডুলিপিটাই এক প্রকাশককে গছিয়ে দিয়েছিলাম! বলেছিলাম, ‘ডাস্টবিনে ফেলে দাও। রদ্দি মাল!’

৯) নারীদিবসে ফেসবুকে জ্বালাময়ী একটা পোস্ট দিয়ে স্ত্রীর বানানো চা মুখে দিতেই খেঁকিয়ে উঠলাম। ছেলেকে পড়াতে ব্যস্ত স্ত্রীকে গরম গলায় বললাম, সারাদিন তো বসেই থাকো! যাও গিয়ে আরেক কাপ বানিয়ে আনো!’

১০)সন্তানসম্ভবা মেয়ের শশুরবাড়িতে রান্না করে পাঠিয়ে শাশুড়ি ছেলের বউকে বলে, ‘মেয়েটার না জানি এখন মায়ের হাতের রান্না খেতে কত মন চায়!’ সন্তানসম্ভবা ছেলের বউটি তখন কল্পনাতে মায়ের হাতের শর্ষে ইলিশ দিয়ে এক গামলা ভাত খাচ্ছে!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

সমুদ্রদেবতার ত্রিশূল বলেছেন: ভয়ংকর!

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:১৮

ফাহমিদা বারী বলেছেন: কেন?

২| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:০৪

শায়মা বলেছেন: সবগুলোই কিন্তু ভূতুড়ে!!!

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:১৮

ফাহমিদা বারী বলেছেন: কই আপু না তো!

৩| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: পরমাণু গল্প সমগ্র!!

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:১৮

ফাহমিদা বারী বলেছেন: হ্যাঁ নানা নামে ডাকা হয় :)

৪| ২৩ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অণুগল্প, অণু কবিতা পড়েছি। আপনার ফ্ল্যাশ ফিকশন অণু গল্পের চেয়েও অনেক ছোট হওয়ায় এই নামই মনে ধরল।

৫| ২৪ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাথা এলোমেলো থাকলে এমনটা হতে পারে,
...............................................................................
ভাই/বোন আপনি তাড়াতাড়ি ডাক্তারের শরনাপন্ন হতে পারেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.