| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
view this link
বইঘরে ইবুক প্রকাশিত হলো। বইঘর ইবুকের আরেকটি প্লাটফর্ম।
'চৈতন্য' থেকে প্রকাশিত আমার গল্পগ্রন্থ 'রোদ্দুর খুঁজে ফিরি' তে তেরটি গল্প আছে। গল্পগুলো থ্রিলার ও সামাজিক ঘরানার।
সংক্ষেপে বইটি নিয়ে বলা যায়,
''ছোটগল্পের ভুবনটা আমার কাছে সবসময়ই বড়। জীবন বলতে আমি বুঝি আশ্চর্য এক জাদুর আয়না। সেই জাদুর আয়নায় কতভাবেই না প্রতিফলিত হয় নানা রঙের প্রতিচ্ছবি! আর সেই প্রতিচ্ছবিকে অল্প কিছু কারিকুরি মিশিয়ে ঝাঁকিয়ে বাঁকিয়ে ইচ্ছেমত বানিয়ে ফেলা যায় মুখরোচক সব জীবনের গল্প। হয়ত তারা নামেই ছোটগল্প...কিন্তু এদের মাঝেই মিশে থাকে সমুদ্রের বিশালতা... ফেনিল গর্জন। এই জাদুর আয়নার খাঁজে খাঁজে কিছু গুপ্ত কুঠুরি আছে। সেই গুপ্ত কুঠুরিগুলোতে কখনো সূর্যের আলো এসে পৌঁছায় না। বিবর্ণ জংধরা কুঠুরিগুলোতে ধুঁকে ধুঁকে শ্বাস নেয় জীবনের অন্যপ্রান্তের কিছু অশ্রু গল্প। সেই গল্পগুলো কেউ কাউকে বলে না। অথবা বলতে চায় না। তবু তারা বেঁচে থাকে। প্রত্যাশী করে চলে আলোতে আসার। ‘রোদ্দুর খুঁজে ফিরি' দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা সেই অন্যপ্রান্তের ১৩টি গল্প নিয়েই। কিছুটা আলো ফেলতে চেয়েছি তাদের ওপরে। সবটুকু পেরেছি কি? বিচারের ভার পাঠকের ওপর।''

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪১
ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ আপু।
২|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কয় ফর্মার বই? ছোট মনে হচ্ছে।
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪২
ফাহমিদা বারী বলেছেন: ১৩টা ছোটগল্প (৩০০০+ শব্দ) আছে। একেবারে ছোট না তো। ফর্মা মনে নাই।
৩|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
কামাল১৮ বলেছেন: ছোট গল্পই আমার প্রিয় বিষয়।উপন্যাস কেমন বোরিং লাগে।জিবনের যতটা ঘভীরতা খুঁজি সেটা বর্তমান লেখকদের মাঝে পাই না।বয়ষের কারণে হয়তো।
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২২
ফাহমিদা বারী বলেছেন: আচ্ছা! হতে পারে। তবে না পড়লে তো কারো লেখাতে জীবনবোধের গভীরতা আছে কী না সেটা বোঝাও যাবে না। এজন্য পড়াটা জরুরি। সামুতে গল্প দিই। পাঠক তেমন পাওয়া যায় না। এত বড় গল্প কে পড়বে? তার চাইতে বরং একটা কুটকচালির কিছু লিখি, হুমড়ি খেয়ে সবাই এসে যাবে।
সময়টাই এমন। কেমন যেন অস্থির। এখন সবাই অস্থিরতার মাঝেই স্বস্তি খোঁজে।
৪|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৯
হাসান মাহবুব বলেছেন:
কিনে ফেললাম।
বইঘরে আমারও বই আছে।
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:০২
ফাহমিদা বারী বলেছেন: অনেক অনেক খুশি হলাম। হামা ভাই আমার বই কিনেছেন। আপনার বই আছে দেখেছি। ধীরে ধীরে কিছু কিনে ফেলব ইনশাআল্লাহ। বইটইয়ের চেয়ে বইঘরের গেটাপ সেটআপ ভালো লেগেছে। বইগুলোকেও মানসম্মত মনে হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপুনি!!!