![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।
একটা বুলেট ধেয়ে এলো নীরবে
উথাল পাথাল হৃদপিন্ডের বেড়া ছিঁড়ে
-ঢুকে গেলো খুব সঙ্গোপনে
এপার-ওপার তোলপাড় হলো
পুড়ে গেলো সব, উড়ে গেলো ছাই
এভাবেই প্রতিটা মুহূর্ত নিজেকে হারাই
মস্তিষ্কের অলিতে-গলিতে-
ব্যাথা নামক দুর্বৃত্তরা করে ছুটোছুটি
তুমি কিন্তু কোরো না শোক
যদি বের হয় কখনো খবরের পাতায়
'দুর্বৃত্তের হাতে নিহত যুবক'!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাবধানে চলাফেরা করতে হয়। মৃত্যুর পর কিছু করার থাকে না।