![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম হয়েছে অজানা পার হয়ে,
তাই আজ অজানার পথে যাওয়া
জীবন বাতির আশা ফুরিয়ে,
একদিন দেখব মৃত্যু জগতের মাত্রা।
কারণ, জন্মই আমার মরার জন্যে,
তাই মরণকে ভেবেই কাজ,
অমর হবার কোন সুযোগই নেই,
রেখে যাব চিহ্ন আজ।
কোন একদিন নতুন কেউ, অজানা থেকে এসে,
জড়িয়ে নিবে আমার এই তেজ, খুব ভালোবেসে,
এভাবেই, আত্মার আগুন ছড়াবে সবদিকে,
ঝলসে উঠবে বুকের তাজ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩
ফারাঈদ মুবীন দীপন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: বাহ! খুব সুন্দর!