![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- পছন্দের গুনী ব্যক্তিত্বের সামনাসামনি হলে ভক্তকুল আবেগমথিত হয়ে পাগলপারা হয়ে যান বলে শুনেছি ...
উষ্ণ সাহচর্যের স্মৃতি টাকে স্মরণীয় রাখতে কেউ photograph তুলতে , নিদেনপক্ষে একটা autograph সংগ্রহ করতে কিউ ধরেন ...
---কিন্তু ,আমার অনেকগুলো আনইউজুয়াল স্বভাবের একটা হোল , এই ধরনের situation এ আমার মাঝে কোন বোধ কাজ করেনা ..
. আমি খুব শান্তভাবে বসে থেকে অন্য ভক্তকুলের উন্মাদনা দেখি ... দেখতে ভালোই লাগে ...
---Probably I don't know how to treat with celebrities properly ...
...অথবা সৃষ্টিশীল মানুষ থেকেও তাঁর সৃষ্টিকর্ম , তাঁর কাজ আমার রিহদয় মন্দিরে জোর আন্দোলন তোলে...
---তবে , এই গতকাল ই ডাক্তার জাকির নায়েকের সমসাময়িক লেকচার গুলো পড়ে আমার মনে হচ্ছিলো , যদি কখনো এই অকল্পনীয় স্মরণশক্তিধর জ্ঞান তাপসের সাথে সাক্ষাৎ লাভের সৌভাগ্য মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামীন আমাকে দেন , আমি হয়তোবা তখনো স্থাণুবৎ হয়েই থাকবো।
... তবে তা অটল বিস্ময় আর পরম শ্রদ্ধায় ... !!!...
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
ফারজানা আখি বলেছেন: আপনাকে একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা, সুন্দর জোড়া কমেন্ট ....
২| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
এসএমফারুক৮৮ বলেছেন: শুভ কামনা........
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
ফারজানা আখি বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা ২টাই ... :-)
৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫
যাযাব৮৪ বলেছেন: ভাল
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
ফারজানা আখি বলেছেন: শুভ কামনা .।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
মশিকুর বলেছেন:
আপনি ডা: জাকির নায়েকের লেকচার সমগ্রের কথা বলেছেন নিশ্চই? আপনি পিস টিভিতে লেকচার গুলো দেখতে পারেন। বৃহস্পতি বার রাত এগারোটায় এবং শুক্রবার দুপুর দুইটায়(পুনপ্রচার) দেখায়। আমি একই লেকচার ৩০-৪০ বার করে দেখেছি। প্রতিবারই কিছু না কিছু নতুন পেয়েছি।
"পড়লে আপনি যতটুকু বুঝবেন, অডিও শুনলে এরচেয়ে বেশী বুঝবেন, আর ভিডিও দেখলে মাথায় থাকবে সবচেয়ে বেশী।" এটা আমার কথা না, ডা: জাকির নায়েকের কথা। আমি জানিনা হয়তো আপনি আগে থেকেই দেথেন কি না।
না দেখে থাকলে দেখার আমন্ত্রণ। শুভকামনা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১
ফারজানা আখি বলেছেন: জি , Peace Tv তে লেকচার গুলো দেখা হয়নি ...আমার আসলে এখন তেমন টিভি দেখা হয়না ।তবে ,ইসলামিক টিভিতে যে দেখাতো , আমি জাস্ট stunned হয়ে যেতাম । একজন মানুষ কি করে একাধারে এতো জ্ঞানী , যুক্তিবাদী , ভালো বক্তা ,শ্রুতিধর ও অসামান্য স্মরনশক্তির আধার হতে পারেন !!! সময়টা জানানোর জন্য অনেক ধন্যবাদ । সময় পেলে দেখবো ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
মশিকুর বলেছেন:
ইসলামিক টিভিতে সম্পূর্ণ লেকচার দেখানো হয় না পিস টিভি না দেখেই আপনি যেহেতু তার ফ্যান, দেখলেতো আপনি টিভির সামনে থেকেই উঠবেন না(নিশ্চিত)। যে সময়টা বললাম পুড়ো একটা লেকচার দেখাবে। পরের সপ্তাহে অন্য লেকচার। দেখার পর আপনার অনুভূতি জানাবেন(মাস্ট)।
সময় পেলে না! অন্তত একটা লেকচার অবশ্যই দেখবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
ফারজানা আখি বলেছেন: ললয , ঠিক আছে সামনের শুক্রুবারেই চেষ্টা করবো , ইনশাআল্লাহ্ । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ইচ্ছা আর ভাল পোষ্ট।