নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা আখি

Life is still young , really young ...

ফারজানা আখি › বিস্তারিত পোস্টঃ

অভাজনের টিপস :: ব্রেক-আপের পর কি করবেন , কি করবেন না.. :-)

০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১



-- নারীপুরুষ নির্বিশেষে প্রত্যেকের জীবনেই প্রেম আসে । হয়তোবা কখনো বড়ই অযাচিতভাবে দমকা হাওয়ার মত , আবার কখনো
নিভৃতে , সংগোপনে এসে সুতীব্রভাবে রিহদয়ের দরজায় কড়া নেড়ে যায়। আসুক না , ক্ষতি কি ?? প্রত্যেকটা পরিনত মানুষের ই
তো বেঁচে থাকার জন্য ভালোবাসার অবলম্বন দরকার হয় ,তাইনা ?

--আমি বিশ্বাস করি , সত্যিকার প্রেম কখনো বলে-কয়ে ,প্ল্যান করে হয়না । স্রেফ হয়ে যায় । আবেগপ্রবন , প্রেমময়, স্বর্ণালী মুহূর্তগুলো যে কিভাবে পার হয়ে যায় আমরা বুঝতেই পারিনা। কিন্তু , সমস্যাটা হয় তখনি , যখন ইন্সিডেন্টালি ব্রেকাপ হয়ে যায়। তখন প্রত্যেকটা
মানুষকেই তীব্র মানসিক দহন , পীড়ন ও জটিল ক্লান্তিকর পথ পরিভ্রমন করতে হয় । ইটস রিয়েলি টাফ টাইম , রিয়েলি টাফ ।

--পুরোনো স্মৃতিগুলো যখন আমাদের দোরে সজোরে কড়া নাড়ে , আমরা এলোমেলো হয়ে যাই । সেই দুঃসহ , দুর্মর স্মৃতিকাতরতার ভার বইতে না পেরে আমরা আরো কিছু ভ্রান্তিতে জড়িয়ে পরি । যেমন , আমরা অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যাই ,তাকে ফিরিয়ে আনার জন্য নিজের আমিত্ব বিসর্জন দেই ,প্রান সখার ওপর প্রতিশোধপরায়ন হয়ে যাই অথবা তাকে ভুলতে অল্টারনেসন খুঁজতে গিয়ে নতুন আরেকটা সম্পর্কে জড়িয়ে পরি । In my opinion , it's really wrong concept .Let's give me a chance to clear it out...:-)

--প্রথমত : যাকে মন-প্রান উজাড় করে ভালোবাসেন , তাকে কখনোই নিজের কাছে আটকে রাখতে জোর-জবরদস্তি করবেন না।
কোন অবস্থাতেই আত্মমর্যাদা বিসর্জন দেবেন না !! ভুল বোঝাবুঝি হতেই পারে । সেও যদি আপনাকে সমানভাবে ভালোবাসে,আপনার
প্রতি শ্রদ্ধাশীল ও সম্পর্কটার প্রতি দায়বদ্ধ হয় , সে ফিরবেই ।নইলে না , It's simple !!

--দ্বিতীয়ত : এই সুন্দর জীবনটা আপনার , শুধুই আপনার । আপনি আশরাফুল মাখলুকাত । সৃষ্টির সেরা জীব । আপনাকে ঘিরে
আপনার বাবা-মা , আত্মীয়-পরিজন , বন্ধু -স্বজন অনেকগুলো মানুষ ,সম্পর্ক ও তাঁদের স্বপ্নগুলো আবর্তিত হয় । কেন শুধু একজন ভুল
মানুষের জন্য , নেশার ঘোরে এতো চমৎকার প্রানের অপচয় করবেন , বলুনতো ?

--তৃতীয়ত : আমরা আরেকটা সম্পর্কে জড়িয়ে পরি । দেখা যায় , যার সাথে সম্পর্কে জড়াই তাকে ভালোবাসিই না !! শুধু প্রিয়জনকে,
তার স্মৃতিগুলোকে ভুলতে আর একটা মানুষের সাথে ,সম্পূর্ণ নতুন একটা সম্পর্কে জড়াই । আমরা কি বুঝতে পারি , নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমরা নতুন ঐ মানুষটাকে এক্সপ্লয়েট করছি ? আমরা মুখে তার সাথে প্রেমের স্তবগীতি রচনা করি, আর আমাদের
রিহদয়ে পুড়তে থাকে আরেকজনের নাম । এভাবে আমরা জড়িয়ে পরি আরো জটিলতার আবর্তে , যার ফল কখনো শুভ হয়না !!

--আমি বলছি না যে , ব্রেক আপের পরে নতুন সম্পর্কে জড়ানো যাবেনা । কিন্তু , তার আগে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা ভালো যে , এটা ক্ষণিকের মোহ বা টাইম পাসিং না ।দ্বিতীয়জনকে আমি সত্যিই অন্তর দিয়ে ভালবেসেছি !!

-- তারচেয়ে বরং এসব বিবেকবহির্ভূত জটিলতায় না গিয়ে , প্রানের মানুষটার প্রতি যে প্রগাড় ভালোবাসা আপনি নিজ রিহদয়ে গভীরভাবে লালন করছেন , তাকে পজিটিভলি কাজে লাগান । এটাকে সোর্স অফ ইন্সপিরেশন করুন । নিজেকে সৃষ্টিশীল অন্য কোন কাজে ব্যস্ত রাখুন। ইন্টারনেটের সুবাদে আপনার হাতের কাছে আছে অবারিত দুনিয়া । আধ্যাত্মিকতা , সঙ্গীত , কাব্য , চিত্রকলা , টেকনোলজি , মুভি , পড়াশোনা ,ইতিহাস , ভ্রমন , অজস্র বই , নিজেকে কল্পলোকে হারাতে কি নেই বলুনতো ?? নিজেকে ভালোবাসুন ও ম্যাচিউরডলি হ্যান্ডেল করে কর্মে সুনিপুন , মানবিক ও যোগ্যতায় আরো উৎকর্ষতা আনুন । দেখবেন , পুরো পৃথিবী আপনার পাশে থাকবে । আপনি অনেক ভালো থাকবেন , সত্যি বলছি ... :-D

পাদটীকা :: আমি এ বিষয়ে কিছু লিখতে চাইছিলাম না । কারন , কাউকে সাজেশন দেয়া অভাজনদের কম্ম নয় !! একজন সু-বন্ধুর পীড়াপীড়িতেই লিখতে হোল !! বলে রাখা ভালো ,যদি আপনাদের লেখাটা ভালো না লাগে , তবে ,পুরো দায়ভার টা তাঁরই ...:-P --

মন্তব্য ৮৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

উদাস কিশোর বলেছেন: অসাধারন একটি পোষ্ট :)

প্রিয়তে

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

ফারজানা আখি বলেছেন: সত্যিতো !!!! সত্যি ?... ব্লাশিং রিয়েলি ... :-D
কিশোর ভাইয়া ,আপনাকে এতো , এতো ধনিয়া পাতা ও থানকুনি পাতা ২টাই ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

নিকষ বলেছেন:

চমৎকার লিখেছেন। পড়তে পড়তে মনে হচ্ছিল; পরবর্তী প্রজন্মের মেহতাব খানম, সারা যাকেরকে এই জাতি পেয়ে গেছে। শতাধিক প্লাস। অসাধারণ, অসাধারণ।

(অতীতকাল হলে, আশা করা যেত এই পোস্টে হিট আর লুলীয় কমেন্টের বন্যা বইবে। দেখা যাক, এখন কি হয় - ফিলিং নস্টালজিক)

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

ফারজানা আখি বলেছেন: নিকষ রে , এ আপনি কি বললেন রে !! . মেহতাব খানম , সারা যাকের উনারা নমস্য ব্যক্তি , আর আমি নিতান্তই অভাজন !!!..
আমিতো এতোটাই ফুলে গেছি যে , আমার আর মাটিতে পা পরছেনা যে !! :-P...যদি , লুলীয় কমেন্ট না হয়, সত্যিই অন্তর থেকে বলে থাকেন আমার আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই... :-)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
:-< :-< :-< |-) |-)

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

ফারজানা আখি বলেছেন: ওমা !! সেকি আরমান ! কি হোল আপনার ?? কাঁদছেন কেন ?... :-D :-P

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৭

মুনেম আহমেদ বলেছেন: প্রেম ভালবাসার প্রতি আগ্রহ নেই।প্রেমে পড়ার অভিজ্ঞতাও নেই আর পড়তেও চাই না যা হোক তবে ব্রেকআপের পর ছেলে পেলেদের কর্মকান্ড দেখলে খুব কষ্ট লাগে তাদের জন্য ভাল লিখেছেন।শুভকামনা রইল।

আর রিপ্লাই সিষ্টেমের দ্ধারা মন্তব্যের জবাব টা দিলে সম্ভবত ভাল হয়।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

ফারজানা আখি বলেছেন: ধন্যবাদ ভাইয়া , কমেন্ট করার জন্য ।
দেখেন , আমি কতবড় গাধা যে আলাদা করে যে রিপ্লাই করা যায় , এটা খেয়াল ই করিনি !! আর যাতে বোঝা যায় কাকে উত্তর দিচ্ছি ,তাই নাম মেনশন করে কমেন্ট করছিলাম ।আসলে ,ব্লগে আমি একেবারেই নতুন ও অল্প সময়ের জন্য বসি তাই এখনো অনেক কিছুই শিখে উঠতে পারিনি !!...

দোয়া করি , আপনার প্রেমহীন জীবন মধুময় হোক ... :-D

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

খেয়া ঘাট বলেছেন:


++++++++++

সূত্রে সুত্রে শুধু অঙক মিলে, গণিতের হিসাবেও বলে তা,
মনের হিসাব এক জটিল হিসাব কিছুই বুঝতে পারিনা।
গড়া কিন্তু ভাই অনেক কঠিন, ভেঙগে যায় নিমিষেই
মানুষের হৃদয়ে বিশ্বাসই বড়,তা বুঝতে হয় নিবৃতেই।
হৃদয় মন্দিরে সেই বড় যার গোপন মন করে রোদন
দুই মন যদি একসাথে না কাঁদে,সে ভালোবাসা অলক্ষণ।
জোর করে কি ভালোবাসা হয়?যেখানে দু হৃদয়ের নেই প্রয়াস
এমন ভালোবাসা শুধু দুঃখই বাড়ায়, যে যেন অন্তঃশীল দীর্ঘশ্বাস।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

ফারজানা আখি বলেছেন: আপনার লেখা যত পড়ছি , ততই মুগ্ধ হয়ে যাচ্ছি । অতি চমৎকার একটা কবিতা ... :-) এত্তোগুলা থানকুনি ও ধনিয়া পাতা কমেন্ট করার জন্য ... :-)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ব্রেক আপ হয়েছে :( :( :(

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

ফারজানা আখি বলেছেন: ইটস ওকে ... এটা হতেই পারে । নদীর এ'কুল গড়ে , ও'কূল ভাঙ্গে এইতো নদীর খেলা । প্রেম ও তেমনি । ভাঙ্গবে আবার নতুন পত্রপল্লবে সুশোভিত হবে , এটাই নিয়ম ।শুধু খেয়াল রাখতে হবে , আমরা নিজের জীবনের ওপর ভ্রান্তিকর কোন আটেম্পট না নিয়ে নেই !! ধনে পাতা ।। :-D

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

একজন আরমান বলেছেন:
কাঁদি নাই। পড়তে পড়তে ঘুম আসছিল। /:) /:) /:)

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

ফারজানা আখি বলেছেন: ওহ !! লেখাটা বোরিং লেগেছে বুঝি ?? তাই , ঘুম আসছিলো ?...:-P
ধনে পাতা ... :-D

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

ইখতামিন বলেছেন:
ভালো পোস্ট

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

ফারজানা আখি বলেছেন: আপনাকে অজস্র ধনিয়া পাতা ও থানকুনি পাতার নির্যাস ... :-D

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: এখনো কোন প্রেমই করতে পারলাম না আর আপনি ব্রেকআপ টিপস নিয়ে রঙ্গ করেন!

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

ফারজানা আখি বলেছেন: হলি কাউ !!

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

লেখোয়াড় বলেছেন:
আপনার লেখাটি ভাল হয়েছে। সুন্দর বিশ্লেষণ।

কিন্তু এসব দিয়ে কোন কাজ হয়না।
ভালবাসা হলো বমির মতো, জোর করে কন্ধ করলে বন্ধ হয়ে যায়।

ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

ফারজানা আখি বলেছেন: আপনাকে কমেন্ট করার জন্য অজস্র ধন্যবাদ । আমি আমার চারপাশে অনেক উদাহরন দেখেছি ,যারা ব্রেকাপের পর কনফিউজড হয়ে যায় । সুইসাইডাল বা নিজের জন্য হানিকর কোন ডিসিশন নিয়ে নেয় । এক্ষেত্রে , আমি আমার মত দিয়েছি মাত্র !! ভিন্নমত থাকতেই পারে !

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

নীল-দর্পণ বলেছেন: :) :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ফারজানা আখি বলেছেন: :-P :-P
থানকুনি পাতার বাহার ... :-D

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: যদি আমি হলি কাউ হই, তাহলে আপনি হচ্ছেন "কাউ গার্ল"

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ফারজানা আখি বলেছেন: It really hurts your attitude !But , I have no intention to hurt you anyhow !If something surprises me , I simply utter holy cow!Nothing more than that !
Anyway , I would like to add here , if you don't like my writings anyhow , please leave me alone , I won't mind !!! Happy ending...:-)

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

জিরো গ্রাভিটি বলেছেন:
কিছু মানুষ আছে যারা শুধু লেখা পড়ে .....
ভালো হোক আর খারাপ হোক কোন কমেন্ট করে না .।
ভালো হলে ধন্যবাদ দেয় না আর খারপ হলেও সমালোচনা করে না........
আমি হলাম সেই কোয়ালিটির পাঠক .।

এক কথায় বলতে পারেন কমেন্ট কৃপণ লোক .।
.।
আপনার লেখা পড়ে এতো ভালো লেগেছে যে কমেন্ট করতে বাধ্য হলাম .।

আপনার এই লেখাটা কে কতটুকু বুঝতে পেরেছে আমি জানি না .।
আমি যা বুঝেছি তা হলো বর্তমান ও ভবিষ্যতে প্রজন্মের জন্য খুব গুরুত্ব পূর্ণ একটি লেখা .।

মানুষের জীবনে ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ .।
এই ভালোবাসা কে কেউ এভোয়েড় করতে করতে পারে না .।।
প্রত্যেকের জীবনে একবার হলেও ভালোবাসা আসবে .।
এই ভালোবাসা আসলে তার সাথে ঝগড়া ,মান-অভিমান ও ব্রেকাপ কথাটা চলে আসে .।
এই ব্রেকাপ কথাটা আমি যত সহজে বললাম .।
ব্যপারটা তত সহজ নয়
এই ব্রেকপ যে কোন ব্যক্তির জীবন গতিপথকে সম্পূর্ণ রুপে পরিবর্তন করে দিতে পারে

এই পরিবর্তন প্রায় সময় নেগেটিভ দিকে প্রবাহিত হয় ..
যার ফলে নষ্ট হয় অনেক প্রতিভা ----

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

ফারজানা আখি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :-)

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার আসলে কোনো ব্রেক আপ হয়নি, আমার মনে মনে প্রেম, মনে মনে ব্রেক আপ :(

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

ফারজানা আখি বলেছেন: ললয ...

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মিজভী বাপ্পা বলেছেন: পেরেম এখনো আসে নাই তো জেবনে
বুঝতে কেমতে কি হইয়াছে :((

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ফারজানা আখি বলেছেন: ললয ২ ... :-P

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি আ ভেরি গুড ব্লগার।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

ফারজানা আখি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আমার লেখার ওপরে বিশ্বাস স্থাপনের জন্য ।আমি আসলেই বুঝতে পারিনি সবার কাছ থেকে এতো ভালো রেসপন্স পাবো ।ভালো ব্লগার কি সত্যিই হতে পারবো ?? তেমন পাণ্ডিত্য , অগাধ জ্ঞান , পড়াশোনা কি আমার আছে ?
আমি সন্দিহান ।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুধু লিখলেই হবে না, অন্যদের লেখা পড়তে হবে, কমেন্ট করতে হবে। তাহলে দেখবেন নতুন নতুন আইডিয়া পাবেন।

ভেরি গুড উইশেস।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

ফারজানা আখি বলেছেন: লেখক বলেছেন: যথার্থই বলেছেন । এটাই সত্যি কথা । আমি যাই কিছু করিনা কেন , তার প্রতি রিহদয়ের যোগ রাখি ,১০০ভাগ কমিটেড থাকি । আর , ভালো লেখা পড়া ও লেখালেখিটা আমার নেশা , ভালোলাগার , আবেগের একটা বিষয় । কিন্তু , এইমুহূর্তে আমি আসলেই একজন ডিভোটেড ব্লগার হতে পারবো না ।কারন , এজন্য আমাকে যে সময়, ডেডিকেশন এপ্লাই করতে হবে তা আমার কাছে নেই !!

-অফিস ও বাসার কাজ , পড়াশোনা , পরিবারকে দেখা সব মিলিয়ে একদম ত্রিশঙ্কু অবস্থা !!... :-( জুন মাসের পর হয়তো লম্বা সময়ের জন্য ফ্রি হব , আপনাদের চমৎকার সব পোস্টে কমেন্ট করতে পারবো আর নতুন পোস্ট দিতে পারবো !!... :-( টিল দেন হ্যাপি ব্লগিং ... :-)

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

মশিকুর বলেছেন:
সুন্দর বিশ্লেষণ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

ফারজানা আখি বলেছেন: এক গুছো ধন্যবাদ ...:-)

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

শ্রাবণ জল বলেছেন: জনকল্যাণ মূলক পোস্ট :)

হ্যাপি ব্লগিং, আঁখি।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ফারজানা আখি বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণ ... :-)দোয়া করবেন , এমন জনকল্যাণমূলক আরো কিছু ভালো পোস্ট আপনাদের উপহার দিতে পারি...হ্যাপি ব্লগিং ...:-)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

ইখতামিন বলেছেন:
থানকুনির নির্যাজ দিয়ে কী করে? :-* :||

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ফারজানা আখি বলেছেন: ও আমিও জানি বুঝি , কি করে!!...:-P. শুভকামনার আপডেট ভার্সন ...:-D

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

বেঈমান আমি. বলেছেন: ;) ;)

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ফারজানা আখি বলেছেন:
:-D কমেন্ট করার জন্য ধনেপাতা ..।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

শাহরিয়ার নীল বলেছেন: ভালো লাগল

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

ফারজানা আখি বলেছেন: অশেষ ধন্যবাদ ...আপনাদের ভালোলাগাই আমার প্রাপ্তি আর
এই লেখাটার প্রকৃত সার্থকতা ...:-)

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

ইখতামিন বলেছেন:
ভালো. ভালো
আপনার একটা পোস্ট মনে হয় ড্রাফটে নিয়েছেন B:-)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

ফারজানা আখি বলেছেন: হমম ..... :-)

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর লিখেছেন। লিখতে থাকুন একদিন ভাল করবেন।






ধন্যবাদ। ভাল থাকবেন।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

ফারজানা আখি বলেছেন: হমমম , হয়তো । ধন্যবাদ ।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

দুঃখিত বলেছেন: :)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

ফারজানা আখি বলেছেন: ধন্যবাদ ।

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

জেরিফ বলেছেন: ভালো লাগলো :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

ফারজানা আখি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ... :-)

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

জুন বলেছেন: কাউকে সাজেশন দেয়া অভাজনদের কম্ম নয় !! একজন সু-বন্ধুর পীড়াপীড়িতেই লিখতে হোল B:-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

ফারজানা আখি বলেছেন:
ধন্যবাদ জুন , কমেন্ট করার জন্য ।
প্রসঙ্গত উল্লেখ্য : বিষয়টা আসলে কিছুই নয় ।
আমি ব্লগে ৪/৫ মাস জয়েন করলেও , এসেছি অল্প
কয়েকবার ।আর আমার একটা স্বভাব হচ্ছে , কিছুদিন
পরপর ফেবুর আইডি টা ডিএক্টিভেট করে পুরো
ভার্চুয়াল জগত থেকে লম্বা সময়ের জন্য ডিসকানেক্টেড
হয়ে যাওয়া । এই অবস্থায় ক্লোজ ফ্রেন্ড দের
হয়তো কেউ কেউ ফোন করে খবর নেয় , আমি বেঁচে
আছি না মরে গেছি , তায় !!!... :-P

-তো এইরকম একজন ফোন করেছেন , তার সাথে
বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে গিয়ে এই বিষয়ে
কথা উঠলো । দেন , আমি আমার এই রিলেটেড
অপিনিওন টা দেই ।তারপর , তিনি হটাত করেই
বললেন , আমার কথাগুলো খুবি চমৎকার । আর ,
এটা নিয়ে একটা পোস্ট দিতে । কিন্তু , তখন আমি ডিএক্টিভেটেড তায় আসতে চাইছিলাম না ।

তখন , তিনি বললেন ,কিছু লজিক দিয়ে বললেন ,
হয়তো কিছু মানুষের জন্য হেল্পফুল হবে কথাগুলো ।
আর পরে আমি ভুলে যাবো তাই এখনি যেন লিখে
ফেলি , এক্টিভেট হয়ে। এই আর কি ।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

মিজানুর রহমান জুয়েল বলেছেন: খুবই ভাল, উন্নত লেখা................অভ্যাহত থাকুক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

ফারজানা আখি বলেছেন:
আমার আন্তরিক ধন্যবাদ আপনাকে ... :-)
নিরন্তর শুভকামনা ।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

না পারভীন বলেছেন: ফারজানা আপু , আপনি শুধু জ্ঞানীই নন , আপনার লেখনীও চমৎকার । যারা লেখায় খুব ভাল কেন জানিনা তারা খুব কম লেখে । আপনি লিখে যান । সুন্দর সুন্দর লেখার প্রত্যাশায় রইলাম । :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

ফারজানা আখি বলেছেন: আপু , আমি এই জীবনে হয়তো অনেক কিছুই
হারিয়েছি , আবার কিছু মানুষের মুল্যবান ভালবাসা ও
পেয়েছি। আমাকে ঘিরে কিছু মন্তব্য আমার
জীবনের সঞ্জীবনী সুধার মত কাজ করে ।
আপনার এই কথা কয়টি ও তেমন লাগলো ... :-)

--লিখিনা , কারন ব্যস্ত থাকি এটাও যেমন সত্যি
আবার এটাও বাস্তবতা যে আমি এখন একটা
বোধশুন্যতার মাঝে বাস করছি । কি নিয়ে
লিখবো , কেনো লিখবো বুঝে উঠতে পারিনা ...

--দোয়া করবেন আমার জন্য ,যাতে শীঘ্রই
writer's block কাটিয়ে উঠতে পারি ।
বাসনা রাখি ,এমনি করেই পাশে থাকবেন সবসময় ... ।
নিরন্তর শুভকামনা ... :-)

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

একজন ঘূণপোকা বলেছেন: দেখেব ব্রেক আপের কত্ত উপকার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

ফারজানা আখি বলেছেন:
ধন্যবাদ ঘুনপোকা , লিঙ্ক দেয়ার জন্য ... :-)

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

ফারজানা আখি বলেছেন: আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত একলা ফড়িং ,
অসাবধানতাবশত ও অনিচ্ছাকৃতভাবে আপনার
কমেন্টটা ডিলিট হয়ে গেছে ... :-(

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

না পারভীন বলেছেন: সুন্দর প্রতিউত্তর । কথা দিলাম ভ্রমন কাহিনী বাদ দিয়ে যা লিখেন সব পড়বো । অনুসারিত করেছি ত আগেই । আর হারানোর কথা যদি বলেন , তাহলে বলতে হয় না হারিয়ে মানুষ মানুষ হয়েছে এরকম কম আছে । :) কেউ সব কিছু হারিয়ে যে কস্ট পায় অনেকে আবার একটা পেন্সিল হারিয়ে গেলে সে কস্ট পায় ।

জীবনের সমীকরণ এমনই । :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

ফারজানা আখি বলেছেন: ধন্যবাদ আপু , প্রতিউত্তরের প্রতিউত্তর করার জন্য ... :-)
জি , ঠিকই বলেছেন আমাদের সবাইকেই কমবেশি হারানোর বেদনায় পুড়তে হয় । যারা আমাকে অনুসারিত করেছেন , সবাইকেই আন্তরিক কৃতজ্ঞতা ।

-- আহা !! ভ্রমন কাহিনী পড়বেন না কেন ?? কথা দিচ্ছি ,
যদি কখনো সুন্দর জায়গায় ভ্রমনের সুযোগ হয় , আপনার জন্যই চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী করে উপস্থাপনের চেষ্টা করবো ..

--আপু , জানবেন কেউ কেউ হারিয়ে গেলেও কিন্তু স্মৃতিপট থেকে বিস্মৃত হননা ... ! ভালো থাকবেন সবসময় ... :-)

৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

শাহরিয়ার নীল বলেছেন: সুন্দর লিখেছেন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

ফারজানা আখি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ... ভালো থাকবেন ।

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

এই পোস্টের সময় পার করে ফেলেছি ।
:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

ফারজানা আখি বলেছেন:
আপনার পরবর্তী প্রজন্মের জন্য পোস্টটি তুলে রাখলাম ... :-P
আমার ব্লগে এসে কমেন্ট করার জন্য ধনেপাতা ... :-D

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

নাআআআআ :-&

আমার পরবর্তী প্রজন্মের কোন ব্রেকআপ চাই না :(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

ফারজানা আখি বলেছেন:
হা হা হা ... আমি দুষ্টুমি করছিলাম আপু !!...

-- যদি কোন কাপলের নিদেনপক্ষে একজনের কাছেও
বিষয়টা সিমপ্লি টাইম পাসিং / ইন্টেনশনাল লাভ না হয়ে
পিওর লাভ হয় । তাহলে , অন্তর থেকেই চাইবো প্রজন্ম
থেকে প্রজন্মান্তরে কখনোই কাউকে হৃদয় পুড়ে যাবার
দহনে যেন , অঙ্গার না হতে হয় ... !!! ... :-(

-- শুভকামনা রইলো ... :-)

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B-)) B-)) B-)) B-))


আপনে তো ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন মানুষ!!!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২

ফারজানা আখি বলেছেন:
জি ভাইয়া , একজন গভীর অন্তরদৃষ্টি ও পর্যবেক্ষণ ক্ষমতা
সপন্ন মানুষকে অভিজ্ঞতা অর্জনের জন্য হয়তো , খুব বেশি বাস্তবতার মুখোমুখি না হলেও চলে ... :-P
--কমেন্ট করার জন্য অজস্র ধন্যবাদ । ভালো থাকবেন ।

৩৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৪

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: মেয়েদের আবার ব্রেকআপ এর ফিলিংস ও আছে নাকি ??? :-/ :-/ :-/ :#>

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬

ফারজানা আখি বলেছেন: অ্যাঁ !!!!. :-D

৩৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৮

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: অ্যাঁ !!!!. ..... নাহ ... বলেন হ্যা ... কারণ মেয়েদের ব্রেক আপ এর ফিলিংস , টিলিংস ,,, আসলেই নাই ... |-) |-) :-< :P

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫

ফারজানা আখি বলেছেন: জি , আঙুর ফল টকতো বটেই !!... :-P
শুভকামনা রইলো , ফিলিংসটা জন্মাক ... :-D

৩৯| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:২১

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: টক তো বটেই :-P ..... আপনার জন্যও এত্ত গুলা শুভকামনা রইল !:#P !:#P ভালো থাকবেন :)

২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১

ফারজানা আখি বলেছেন: ললয , নিরন্তর শুভকামনা । ভালো থাকবেন , আপনিও ।

৪০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যাপুক চিন্তার বিষয়য়।
ভাবতাছি।

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:১৮

ফারজানা আখি বলেছেন: ভেবে কিছু কি পেলেন ??

৪১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা প্রেম করতে হবে তারপর ব্রেক আপ করতে হবে। ;)
হাতে কলমে পোস্ট বুঝা যাবে। একেবারে কারিগরি শিক্ষা।

০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪২

ফারজানা আখি বলেছেন: ্ললয ...ক্যারি অন :-)

৪২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখক বলেছেন: ্ললয ...
কি বুঝাইলেন মাথার উপ্রে (উপর) দিয়ে গেল। :(

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

ফারজানা আখি বলেছেন:
কহিলাম , যাহা করিতে চাহিতেছেন করিয়া ফেলেন ... উইশ ইউ অল দা বেস্ট ... :-)

৪৩| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৫:২০

মুসলিম মাহমুদ বলেছেন: অসাধারণ একটি লেখা
খুব ভাল লেগেছে।
আসলেই বাস্তবতা বুঝা বড় কঠিন বিবেকের কাছে অন্যায় মনে হলেও প্রকৃত পক্ষে সেটা করে দেখানো কষ্টসাধ্য ব্যাপার

২৬ শে জুন, ২০১৫ রাত ১:৫০

ফারজানা আখি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর কমেন্টটি কমেন্ট করার জন্য ...

৪৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

খায়রুল আহসান বলেছেন: লেখাটা অনেকের উপকারে আসবে বলে মনে করি। "প্রিয়"তে নিলাম।
তবে মনে হচ্ছে, লেখার সময় একটু তাড়াহুড়ো করেছেন। আরেকটু ডিটেইলসে গেলে আরো ভালো হতো।

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

ফারজানা আখি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টটি করার জন্য । আমি কথাপ্রসঙ্গে একজন সুবন্ধুর সাথে মতবিনিময় করছিলাম । উনি
হটাতই এই কথাগুলো লিখে ফেলতে বললেন । ঠিকই বলেছেন, অনেকটা উনার পিড়াপীড়িতেই তাড়াহুড়ো করেই
লেখাটা লেখা ।লেখালেখি করা বা করতে চাওয়াটা আমার রিহদয়ের একটি অতলান্তিক গভীর ভালোবাসার বোধ ।
কিন্তু একদমই সময় করে উঠতে পারিনা । হয়তো একটা দিন আসবে ইনশাআল্লাহ্‌ আমি প্রচুর সময় নিয়েই
রিহদয়ের ভাব বিনিময় করতে পারবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.