![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেনাপতি এমএজি ওসমানী বাকশাল গঠন করার পর পদত্যাগ করছিলেন।
মুক্তিযুদ্ধের উপ সেনাপতি একে খন্দকার পাকিস্তানি রাজাকার ও আইএসআই এর এজেন্ট ছিলো।
জিয়া/তাহের/জলিল ছিলেন সেক্টর
কমান্ডার।
জিয়া ছিলেন রাজাকার ও আইএসআই এর এজেন্ট।
তাহের/জলিল যখন বঙ্গবন্ধুর সরকারের বিরোধিতা করে গণ বাহিনী গঠন করেছিল, তখন তারা ছিল পাকিস্তানি আইএসআই ও চীনের এজেন্ট।
বঙ্গবীর কাদের সিদ্দিকী, কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, সাদেক হোসেন
খোকা বীর প্রতীক, মেজর হাফিজ বীর
প্রতীক, শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম এরা সবাই রাজাকার্।
গোলাম আজমের আজ বড় সুখের দিন।
সে সরকারি এসি তে শুয়ে শুয়ে ভাবে- মুক্তিযুদ্ধের সেনাপতি/ উপ সেনাপতি/ সেক্টর কমান্ডার/ বীর উত্তম/ বীর বিক্রম রাও রাজাকার! আর আমিও রাজাকার। দূর আমারে ঠেকাই কে আমরা সবাই সমান সমান।
তাহলে প্রশ্ন হল; শালা যুদ্ধটা করলো ক্যাডা? রাজাকার না গোলাম আজম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
নিরন্তর যাত্রা বলেছেন: আমিও ভাবতে ভাবতে কোটা খালি কইরা পেললাম। ছি: ছি: নির্লজ্জ এদের বলতে কোন লাজ নাই।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
মাহমুদ তূর্য বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধ করছে এদেশের সাধারণ জনগন। যারা ক্ষমতার লোভ করে নাই, লোভ করে নাই কোন কিছু পাবার। তারা দেশকে ভালোবেসেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
নিরন্তর যাত্রা বলেছেন: এদেশের জনগণ অন্যায়ের বিরুদ্ধে জাপিয়ে পড়ছে কারো কথার ঠেলাঠেলিতে নয়। নিজেদের সাহসে, নিজ উদ্যোগে। সবাই নিজ স্বার্থে মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে আজ!
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
ঢাকাবাসী বলেছেন: আমার নাতনীডা করসিল মনে অয়!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
নিরন্তর যাত্রা বলেছেন: নাতিডারে আমার লগে বিয়া দিয়েন!
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
হরিণা-১৯৭১ বলেছেন: মুক্তিযুদ্ধ করে শেখ হাসিনা , জয় ও শেখ সেলিম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
নিরন্তর যাত্রা বলেছেন: তাদের কে আমার সালাম দিয়েন।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
হরিণা-১৯৭১ বলেছেন: তবে, আপনি শিবিরের লোক, মুক্তিযুদ্ধ আপনার জন্য দু:খ ব্যতিত কিছু নয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২
নিরন্তর যাত্রা বলেছেন: আপনারে মুক্তিযুদ্ধার সার্টিফিকেট দিয়ে দিলাম, আর আমি শিবিরের সার্টিফিকেট নিয়া নিলাম যেমন ভাবে বঙ্গবীর কাদের সিদ্দিকি, একে খন্দকার, আর সাদেক হোসেনরা নিয়েছেন।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
ভিটামিন সি বলেছেন: সিডাই তো ভাবতেছি, শালা যুদ্ধটা করলো ক্যাডা? রাজাকার না গোলাম আজম।
আর বাদবাকি উনারা তো ভারতে পলায়া গিয়েছিলেন।