| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
FATIH SOLAIMAN
instagram.com/fatih.solaiman facebook.com/Fatihsolaimanofficial

ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি থাকা দুইটি বহুতল ভবনের একটির বারান্দা থেকে দু'জন নারী-পুরুষ লাঠির মতো কিছু একটি হাতে নিয়ে পাশের ভবনের বারান্দায় কিছু করার চেষ্টা করছে।
..... ভালো কিংবা মন্দ আপনার যেকোন কিছুই মনে হতে পারে, কিন্তু যদি একটু গভীর ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে যা দেখতে পাবেন-
পাশের ভবনের উক্ত ফ্ল্যাটের বাসিন্দারা কয়েকদিনের জন্য সপরিবারে কোথাও গিয়েছে। ফলে তাদের বারান্দায় থাকা টবের গাছ গুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। এটা দেখে পাশের ভবনের ঐ দম্পতি গাছ গুলোকে বাঁচিয়ে রাখার জন্য এক টুকরো প্লাস্টিক পাইপ জোগাড় করে ঐ টবগুলোতে যুক্ত করে এপাশ থেকে পানি ঢেলে দিচ্ছেন।
কয়েকদিন লক্ষ্য করার পর এই অসামান্য মানবীয় বিষয়টি ক্যামেরায় ধারণ করেন অন্য ভবনের একজন বাসিন্দা।
শিক্ষাঃ
আমরা প্রতিনিয়ত আমাদের চার পাশে অনেক কিছু ঘটতে দেখি এবং শুনি, কিন্তু ভালো ভাবে পর্যবেক্ষণ না করেই আমরা সে সম্পর্কে আমাদের মনগড়া মন্তব্য করতে থাকি যার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর আমরা রূপান্তরিত হই মিথ্যাবাদীতে।
রাসুল সাঃ বলেছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ঠ যে, সে যা শুনবে কোন প্রকার যাচাই করা ব্যতীত তাই বলতে থাকবে!!
তাই কোন কিছু বলার আগে আমাদের উচিৎ সে বিষয় সম্পর্কে ভালভাবে জানা অতঃপর মন্তব্য করা।
ফাতীহ মুহাম্মাদ সোলাইমানঃ-
©somewhere in net ltd.