নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছান্তে ......

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

সময়ের প্রচ্ছদে, রহস্যের গন্ধ্যে ঘনীভূত
আরেকটি প্রিয় পরিক্রমায়;
চাওয়া এতটুকু-
""যতটুকু পাওয়া হলে পাওয়া হয় সব।''
....সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং সুখের লাস্যময় প্রলোভন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা।

""যতটুকু পাওয়া হলে পাওয়া হয় সব।''

পাওয়ার তো শেষ নেই।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬

কানিজ ফাতেমা বলেছেন: প্রথম মন্তব্যে বিশেষ ধন্যবাদ ।
তবুও কিছু প্রত্যাশা ..................।

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই চাওয়ার আর পাওয়ার মাঝেই যাচ্ছে দিন , আবার নতুনের অাহ্বান। কা্টুক না এবার একটু ভিন্নমাত্রায় , ভাল থাকুন সবচাইতে বেশী ভাল থাকুন এই বার শুভ কামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: এমন প্রাণখোলা শুভ কামনায় কৃতজ্ঞতা ।
আপনার জন্যেও অনেক অনেক শুভাশীষ রইল।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপা,

ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।

হ্যাপি নিউ ইয়ার ।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

কানিজ ফাতেমা বলেছেন: আপনার নতুন বছরটি শুভ, সুন্দর হোক এবং মন্তব্যে কৃতজ্ঞতা ।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

ANIKAT KAMAL বলেছেন: অল্প কথায় অ‌নিন্দ্য সুন্দর

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ।
অশেষ শুভ কামনা রইল ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

জীবন সাগর বলেছেন: "যেটুকু পাওয়া হলেই পাওয়া হয় সব"

জীবন ফুরিয়ে যাবে তবু পাওয়া মিটবে না!
যেটুকু হারিয়েছি সেটুকু আর পাবো না যে তাই!

নতুন বছরের শুভেচ্ছা

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

কানিজ ফাতেমা বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।
মন্তব্যে কৃতজ্ঞতা ।
আপনার কথাটি একদিকে ঠিক আছে কিন্তু অন্ধকার ডিহি গলিতে কখনো কখনো সামান্যই সমস্ত হয়ে ওঠে ।
আর যা কিছু হারিয়েছেন সেক্ষেত্রে এটুকু কামনা রইল, যেন তার চেয়ে বহুগুন সুন্দর আপনি পেয়ে যান ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

জীবন সাগর বলেছেন: হ্যা, আপনার কথাতে আমি একমত না হওয়ার কোন যৌক্তিকতা নাই।
অন্ধকারে সামান্য আলো যেমন আলোকিত করে দিতে পারে চারিধার, ঠিক তেমনি বিষাদিত অন্তরে সামান্য সুখের দেখাও মুখময় করে তুলে তুলে। আপনার প্রতিউত্তরের শেষ লাইনটার জন্য কৃতজ্ঞ রইলাম। শুভকামনা সবসময়

৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

শামীম সরদার নিশু বলেছেন: Happy New Year :P


যাই হোক আমার ব্লগবাড়ীতে দাওয়াত রইল।
আমি ব্লগে নতুন। আমার ব্লগবাড়ী থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

কানিজ ফাতেমা বলেছেন: ব্লগে শুভেচ্ছা এবং অশেষ শুভ কামনা ।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

শামীম সরদার নিশু বলেছেন: ধন্য হলাম বোন।
প্রিয়জন ও পরিবার নিয়ে সুখের দিন যাপন করুন।
এই কামনায়।

ইতি
আপনার এক পিচ্চি ভাই :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.