নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক আগ্নেয় পাহাড়

সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর

ফজলে রাব্বানি

"Truth has come, and falsehood has perished. Surely! falsehood is ever bound to perish." AL QUR'AN 17:81 ফেইসবুক: https://www.facebook.com/RafiApece

ফজলে রাব্বানি › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষনঃ এই মূহুর্তে যা যা আমরা চাচ্ছি আপনাদের কাছে, রানা প্লাজায় নিয়ে যাবার জন্যে।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

পোষ্টটাকে স্টিকি করেন



পানি, খাবার ও রক্ত পর্যাপ্ত পরিমানে আছে দূর্গতদের জন্যে।



এই মূহুর্তে যা সবচে' প্র্য়োজন তা হল কাটিং টুলস। কমপক্ষে আড়াই ফুট ব্যাসের গর্ত করে করে জীবিতদের উদ্ধার করা্র জন্যে।



রিহ্যাব থেকে বেশ কিছু কাটিং টুলস ওখানে গেছে। আরো প্রয়োজন।



আজ বিকেল সাড়ে চারটায় একটা গাড়ি কাটিং টুলস নিয়ে বনানীর ৪ নম্বর রাস্তা, বাড়ি # ১০৫, ব্লক-এ থেকে সাভারে যাবে। কাল সকাল ৮ টায় আরেকটি গাড়ি যাবেঃ



যদি কেউ কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫' ও ১০ ' দেয়াল কাটা যায়) পাঠাতে আগ্রহী হন তবে নীচের ঠিকানায় অনুগ্রহ করে যোগাযো করুনঃ



Design Alliance Ltd

http://www.designallianceltd.com/

House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.



যোগাযোগঃ



১। সফিকুর রহমান, অফিস এসিস্টেন্টঃ 01714787824

২। রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষকঃ 01718194950



এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারেনঃ ত্রিশোনকুঃ 01979700009, 01715036547.



দুর্ঘটনাস্থলে ত্রাণ কাজে নিয়োজিতদের কাছ থেকে ওখানে এ মূহুর্তে প্র্য়োজনীয় জিনিসগুলোর তালিকা পাওয়া গেছে কিছুক্ষণ হল(যা আমরা নিয়ে যাবো এবং যা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন) তালিকাটি নীচে দেয়া হল (প্রয়োজনের অগ্রগন্যতা অনুযায়ী):



১। কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫' ও ১০ ' দেয়াল কাটা যায়) ।

২। বৈদ্যুতিক তারো, তার টেনে বাতি জ্বালানো ও টুলস চালানোর জন্যে।

৩। টর্চ লাইট (গতকাল পর্যাপ্ত পরিমানে ছিল আজ খুঁজে

পাওয়া যাচ্ছে না)।

৪। অক্সিজেন বহনের জন্যে প্লাস্টিক পাইপ।

৫। সেইফটি গগলস, ধাতব সামগ্রী কাটার সময়ে প্রয়োজন।

৬। ডিসপোজেবল মেডিক্যাল গ্লাভস।

৭। এয়ার ফ্রেসেনার (ওখানে মানুষ পঁচার প্রচন্ড দুর্গন্ধে ত্রাণ

কাজে নিয়োজিতদের কাজ করতে বেগ পেতে হচ্ছে)।

৮। ডেটল (স্যাভলনের চেয়ে কার্যকরী)।

৯। সাবান।



মনে রাখবেন বাহাত্তর ঘন্টা পার হতে খুব বেশি সময় নেই। সে সময়ের পর আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা নেই।



মূল পোস্ট

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

খাটাস বলেছেন: পোস্ট টা স্টিকি তে যুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.