নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিই! আমি বিশেষ কিছু....

রাশেদুল ইসলাম রুশো

পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নেই তো ...

রাশেদুল ইসলাম রুশো › বিস্তারিত পোস্টঃ

নোবেল চাই!!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১১

একটা নোবেল আমারও প্রাপ্য।
কারো কারো ফেসরিডিং আর হার্ট রিডিং নিয়ে এতটাই গবেষনা করেছি যে, নোবেল কর্তৃপক্ষ চাইলে আমাকে প্রস্তাব করতে পারে। দীর্ঘ সময় এই বিষয়ে গবেষনার পরেও অকৃতকার্য হওয়ায় সময়ের বিস্তৃতিতে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অথিরিটি চাইলে আমার নামটা জুড়ে দিতে পারে নির্ধিদ্বায়!
আমি জুলিও কুরি পেতে পারি!
আমি একুশে পদকও পেতে পারি!

কিন্তু আমি চাই না।
কারো ফেস রিড কিনবা হার্ট রিড করা এটা আমার পেশা নয়! এটা আমার স্বভাব বলতে পারো।
সেই ছোটবেলা থেকেই কারো সাথে বন্ধুত্ব করার আগে কুড়িবার ভেবেছি সে আমার যোগ্য কিনা নাকি আমি তার অযোগ্য। এই একটা ব্যাপারে আমি আজো কুতকুতে! সবাই বলে আমি নাকি একঘেয়ে। ভাবতেই পারে, সবাইতো আর আমার মত চিন্তা করে না। ঈশ! এই চিন্তার জন্য একটা নোবেল কি আমি পেতাম না?

যাহোক, হুট করে কাউকে বন্ধু বলি না। এই বাস(দুর্গন্ধ) আর বাশেঁর শহরে কাউকে বন্ধু বানানোর আগে তাকে রিড করে নেওয়া জরুরী!

কারো কারো ক্ষেত্রে গিয়ে আমি রিড করতে পারি নাই, হয়তো কারিগরি ত্রুটি ছিল(দিল/দিমাগে)। আর যখন প্রবলেম দেখা দেয় আর কোন অর্গান কাম করে না। সবচেয়ে বেস্ট হয় রেস্টে চলে যাওয়া। ডাক্তারের পরামর্শে তাই রেস্টে আছি!

বাউন্ডুলে টাইপের পোলা পরের এডভাইজ গিলতাছে এটাও তো বিশ্ব রেকর্ড!
ভাই, আমারে নোবেল দেয়া হোক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৯

রুদ্র জাহেদ বলেছেন: অপেক্ষায় থাকেন...নোবেলের জন্যে কাজ করিতে থাকেন

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

ফান তুফান বলেছেন: আমি যখন পাবো তখন সবাইকে দিয়ে দিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.