নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিই! আমি বিশেষ কিছু....

রাশেদুল ইসলাম রুশো

পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নেই তো ...

রাশেদুল ইসলাম রুশো › বিস্তারিত পোস্টঃ

মটো...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

কারো কারো জিবনে সুনির্দিষ্ট কিছু মটো থাকে যেগুলো ছাডা লাইফ লীড করা ইম্পসিবল হয়ে পডে।
সেই মটোগুলো পালন করতে গেলে আমাদের সর্বদায় যোগ-বিয়োগের ধাধায় আটকাতে হয়। জীবনে আমি বা আমরা যখন মটোগুলোর সঠিক প্রয়োগে ব্যার্থ হই, তখন সেটা আর একার ব্যার্থতা থাকে না! হয় সকলের ব্যার্থতা!
তাই সময়ের অপ্রাসঙ্গিক টকিজ্ গুলো খুব প্রাসঙ্গিক হয়ে পড়ে।হোক না সেটা পারিবারিক, সামাজিক কিনবা রাজনৈতিক।
#অফটপিক:::
যেমন ধরো তুমি কাউকে খুব বেশী সময় দাও। সে তোমাকে খুব কেয়ারিং ভাবে। কিছুদিন যাওয়ার পর একটা সময় সে তোমাকে বেকার, অকর্মণ্য এবং নিডিকিসিমের লোক ভাববে।
অপরদিকে তুমি কারো অভিব্যাক্তিতে এতটাই বিরক্ত যে,তাকে এড়িয়ে চলো। অপরদিকে সেও তোমাকে হিংসুটে,অহংকারী এবং আত্মক্ষেন্দ্রিক ভাববে!
না এটা মোটেও তোমার বা কাউন্টারপার্টের দোষ নয়! কিছু করার নেই। সকল ক্ষেত্রে মটো প্রকাশের দৈনতা প্রকাশ পায়! সম্পুর্ন জৈবিক.....,মানুষতো নাকি?

বড় বড় কবি লেখকেরা তাদের সুনিপুণ লেখনীতে যতই নিন্দুকের পজিটিভ উপমা দিক...."আসলেইতো সে নিন্দুক"

তাই নিন্দুককে এভাবে প্রেটেন্ড করা উচিত..."দেখো! আমি শান্তিতে আছি.....একা এবং বোবা!

সাথে সাথে তাকে এটাও প্রেটেন্ড করাও যে, তুমি অন্ধ কিনবা পঙ্গু নও!!!

সম্মানজনক লাইফ লীড করার জন্য এর থেকে বড় মটো আর হতে পারে না!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.