| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকপাখী
Better to reign in Hell than to serve in Heaven"
![]()
ফেসবুকের বেশীর ভাগ জনপ্রিয় পেজগুলো ছাগুদের দখলে ।বুঝে না বুঝে অনেক নিরীহ ফেসবুকার স্রেফ মজার জন্য এই সকল পেজে লাইক মারে ।এসকল পেজের এডমিন গুলো বেশ উচ্চ শিক্ষিত এবং সাধারন মানুষের মনস্তাত্বিক ভাষা বুঝতে সক্ষম ।যার ফলে একজন নিরীহ ফেসবুকার আস্তে আস্তে ম্যনুপুলেট হতে হতে একসময় বড়সড় ছাগুতে পরিনত হয় ।এসক পেজের কর্মপ্রক্রিয়ার ফ্লোটা মুলত নিম্নরুপ :
১৮+ অশ্লীল পোষ্ট >>>> এইসব পোষ্ট দেয়ার মুল উদ্দেশ্য হল পেজের ফ্যান সংখ্যা বাড়ানো ।
কিছু দেশাত্মবোধক পোষ্ট >>>> এইসব পোষ্টের উদ্দেশ্য হল নিরপেক্ষ ফ্যানদের এটা বোঝান যে আমরা ১৮+ এর ভক্ত হতে পারি কিন্তু দেশ প্রেমের কমতি নেই ।এই পর্যায়ে এসে পেজটি সাধারন ফেসবুকারদের বিশ্বাস অর্জনে সক্ষম হয় ।
ধর্মীয় পোষ্ট >>>> এই স্টেজে এসে এডমিনরা সব থেকে স্পর্ষকাতর জায়গা অর্থাত ধর্মের ব্যাবহার শুরু করে।ইরাক,ফিলিস্তিন,আফগানিস্থান সর্বশেষ মিয়ানমার মুলত তাদের লাইক ব্যাবসার প্রধান হাতিয়ার ।ইহুদী নাসারা আম্রিকা ইসরাইলের গুষ্টি উদ্ধার পুর্বক জিহাদী চেতনামুলক পোষ্ট আসতে থাকে ।ইরানী প্রেসিডেন্টের বোগল ছেড়া জামাও তাদের লাইক ব্যাবসার অন্যতম হাতিয়ার ।আক্রান্ত এলাকার আহত নিহত শিশুর বিভতস ছবি আপ করে তারা লাইক কামায় আর নিজেরা দেবোনায়ার ব্লগের নিয়মিত আপডেট নেয়।সকালে বাচ্চাদের জায়নামায কিংবা মোনাযাতের ছবি দিয়ে রাতে কোন মেয়ের নগ্ন ছবি পোষ্ট করে দুদল সমর্থকের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে ।দিনে দিনে এদের লাইকার সংখ্যা বেড়ে যায় ।
সরকারী ব্যার্থতামুলক পোষ্ট >>> এই স্টেজে তারা সরকারের বিভিন্ন ব্যার্থতা ফলাও করে প্রচার করে ।ছাত্রলীগের চাদাবাজি,আবুলের দুর্নীতি,কিংবা হলমার্ক তানভীরের কীর্তিকে তারা রসিয়ে রসিয়ে সরকারের ব্যার্থতা বলে জাহির করে ।শেয়ার বাজার,সার্বিক অর্থনীতি,দ্রব্যমুল্যের বৃদ্ধি এগুলো নিয়েই তারা সরব থাকে।সংগত কারনে নিরীহ ফেষবুকার তাদের সমর্থন দিতে থাকে ।এতদিনে এডমিনরা লাইকারদের বিশ্বাস পুরোপুরি অর্জন করতে সক্ষম হয়েছেন ।
রাজাকারের বিচার আমরাও চাই তবে তা নিরপেক্ষ হতে হবে >>> এই ধাপে এসে এডমিনরা মুলত তাদের লেজ বের করে দেন ।তাদের প্রিয় উক্তিগুলো হল রাজাকারের বিচার আমরাও চাই তবে তা নিরপেক্ষ হতে হবে,কিংবা শেখ হাসিনার বেয়াই রাজাকার তারও বিচার করতে হবে ।তারা তাদের নিজেস্ব বিভিন্ন ওয়েব সাইট ব্লগ ইত্যাদির লিংক সরবরাহ করে এসব যুক্তির যর্থার্থতা ব্যাক্ষা করে ।সবথেকে মজার বেপার হল এরা গোলাম আযম নিজামীর পক্ষপাত মুলক সরাসরি কোন পোষ্ট দেয় না তবে সাইদীর পক্ষে জোরাল অবস্থান নেয় ।সাধরন ফেসবুকার না চাইলেও এসবের অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য হয় ।আর এভাবেই একজন নিরীহ ফেসবুকার ছাগুতে পরিনত হয় ।
অতএব বুঝে শুনে লাইক দেন ।পিসি আপনার ,ইন্টারনেটের বিল আপনার,মাউসও আপনার হাতে কিন্তু মানসিকতা যেন কার দ্বারা বিভ্রান্ত না হয় ।পাগল ছাগল কুত্তা এদের দিয়ে দুরে থাকুন ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
কাকপাখী বলেছেন: জেব্রা বাইর কইরা ধইন্যবাদ দিলুম ।
২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
নেংটি ইদুর বলেছেন: বাহ চাগোলের চোবিতা টও ডারুন সুনডোর
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
কাকপাখী বলেছেন: ডিসিটাল চাগল বাইয়া চুন্দর তো অবেই !
৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
কাকপাখী বলেছেন: কি অনুভুতিপ্রবন হাসিরে বাবা ! আমি হাসতে হাসতে শ্যাষ ।
৪|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
আলো আঁধার বলেছেন: রাজাকারের বিচার আমরাও চাই তবে তা নিরপেক্ষ হতে হবে >>> এই ধাপে এসে এডমিনরা মুলত তাদের লেজ বের করে দেন ........চরম কইলেন
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
কাকপাখী বলেছেন: এই চরম কথাটা তারা পায়জামা গরম কইরা কয়
৫|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
অস্তিত্বহীন একজন বলেছেন: ছাগলের ছবিটা ব্যাপক হয়েছে।
ভালো লাগলো লেখাটা
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই ।
৬|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
জেমস বন্ড বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
কাকপাখী বলেছেন: আরে জেমস বন্ড নি ?
৭|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
লোনলিফাইটার বলেছেন: ভালো পোস্ট+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
কাকপাখী বলেছেন: ধইন্যা
৮|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
কাকপাখী বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধারুন