নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর বান্দা কেউ আছেন ? আমারে একটু হেল্পান !সাময়িক জরুরী একটা টেকি পোষ্ট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

গতকাল থেকে আমার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারছি না ।ফেসবুকে আমার মেইল আইডি ছিল [email protected] ।কিন্তু গতকাল হটাত করে লগ ইন করতে গিয়ে দেখি হচ্ছে না ।মেইল চেক করে দেখলাম আমার ফেসবুকের মেইল একাউন্ট নাকি পরিবর্তন করা হয়েছে ।এবং পরিবর্তিত মেইল আইডি হল [email protected] ।অথচ আমি এর কিছুই জানি না ।বিগত চার বছর যাবত Jannathul Ferdous নামে একাউন্টটি চালিয়েছি ।সপ্তাহখানেক আগে নামটি পরিবর্তন করে ডানা ভাঙ্গা সুখপাখি করি ।এখন সেই নামেই আছে অথচ আমার বন্ধুরাও আমাকে ডি একটিভেট অবস্থায় পাচ্ছে।আমার ইউজার নেম Ferthause ।মেইল বক্সে এটা দিলে একাউন্টটি খুজে পাওয়া যায় কিন্তু লগইন করতে পারি না ।বলে ভুল পাসওয়ার্ড কিনবা পুরাতন পাসওয়ার্ড দিচ্ছেন ।[email protected] এটা দিয়ে লগিন করলে একাউন্ট পাওয়া যায় কিন্তু পাসওয়ার্ড ভুল বলে ।সেখেত্রে ফরগট পাসওয়ার্ড অপশনটি ইউজ করলে যাবতিয় ইনফরমেশন [email protected] এ চলে যাবে ।কিন্তু আমিত উক্ত একাউন্টের পাসওয়ার্ড জানি না ।এখন কিভাবে আমার একাউন্টটি ফেরত পেতে পারি ।কেউ যদি জানেন তবে জানাবেন প্লিজ ।খুব বিরক্তকর অবস্থায় আছি ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

মিত্রাক্ষর বলেছেন: আপনার [email protected] মেইল এড্রেসটা কি আপনি বানিয়েছিলেন?
কারণ আপনার ফেবু আইডি যে হ্যাক করেছে সে আপনার [email protected] এই মেইলের পাস জানত এবং ফেবুর প্রাইমারি মেইল আইডি [email protected] এই আইডি তে নিয়ে ফেলেছে। :-*

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কাকপাখী বলেছেন: মেইল একাউন্টটি অনেক আগে করেছিলাম ।প্রায় ৫ বছর আগে ।তখন নিরাপত্তা নিয়ে এত ভাবিনি ।হয়ত কেউ জেনে থাকতে পারে ।কিন্তু এখন আমি কি আমার ফেসবুক আইডিটা ফিরে পেতে পারি না ?

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

রিফাত হোসেন বলেছেন: Somvob kintu ja Korache SA jodi jhanu public hoy ta hole somvob. Na. Akta process Ache ' jani.

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

কাকপাখী বলেছেন: একটু বলবেন প্লিজ !খুব দরকার একাউন্টটি ফিরে পাওয়া ।আমার সমস্ত লেখা ফেসবুকেই লিখি ।কোন ব্যাকআপ রাখি না ।প্রায় ৫ বছরের লেখা ।খুব কষ্ট হচ্ছে ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

রিফাত হোসেন বলেছেন: ব্লগে বলা ঠিক কিনা বুঝতে পারছি না । :)

সামুতে এই কারনে একবার পোষ্ট সরানো হয়েছিল । আপনি ফোরামে আসেন । :)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

একিউমেন বলেছেন: মনে হচ্ছে আপনার ফেবু এর সিকিউরিটি খুব ভাল ছিল না। আপনি মেইল দিয়ে কিছু ক্রতে পারবেন না। আপনার মোবাইল নাম্বার যদি হ্যাকার পরিবর্তন না করে থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে আকাউন্ট ফিরে পেতে পারেন।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

রিফাত হোসেন বলেছেন: সাহেব এইটারে হ্যাক বলতে আমি নারাজ, কারও পাস চুরি করা কত সহজ .... এইটারে হ্যাক বলতে টোটালি নারাজ,
কারন এইটাতে সাধারন কি লগার কিংবা ভিন্ন পিসিতে বসলেই বা আপন থেকে লিক হওয়া সম্ভব ।

হ্যাক এইটাকে বুঝি যেটা হ্যাকের মত হ্যাক হয়, ফোর্স করা ।
আর হ্যাকার যদি আসলেই হ্যাকার হয়ে থাকে তাহলে প্রবলেম । কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না এই লেখক রোষানলে পড়ে থাকবে ।

কারন লেখক কোন বিশেষ ব্যক্তিত্ব কেউ না ।

পুরান ফেবু আইডির অনেক দাম , দেশী াল ছাল বিজ্ঞাপন তথা লাইক ইট !
হেন তেন , এইটা পাইবার জন্য অনেকে মরিয়া হয়ে ফুট ফরমায়েশ করে .. কি লগার বসায়, বা পরিচিতের থেকে চুরি করে !

এইটারে হ্যাকিং বললে আসল হ্যকারদের লজ্জা দিতে হয় !

--------

আমিও একবার এই সমস্যা পড়ে ছিলাম, সম্ভবত হ্যাক হয়েছিল আসল হ্যাকার দ্বারা ! মানে গন হারে হ্যাকিং কবলে যে ভাবে পরে, কারন পাসওয়ার্ড টা ছিল সহজ টাইপের সংখ্যা দিয়ে ! ৬৫৪৩২১৪২০ কিন্তু পরে আমি পরিবর্তন করে উদাহরন হিসেব : ৮৮এবিসিডি৪৪_৮৫_কিউটি এইকম কিছু, এইটারে হ্যাক করতে গেলে জান পড়ান আলাদা হয়ে যাবে ! =p~ . পড়ে পরিচিতের ছবি রিকগ. করে ইন করেছিলাম !

এইটা পুরানো সিস্টেম ।

লিংক নীচের টাতে ।



অনুরোধ ......... দুইটা লিংক যা নিচে কমেন্টে দিলাম, কপি করার পর মুছে ফেলবেন :)

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

রিফাত হোসেন বলেছেন: Click This Link

Click This Link

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

একিউমেন বলেছেন: @ রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। @ লেখক, আপনার ইমেইলে if this is not you...... click this link থাকার কথা। ভাল করে আপনার মেইল টা পড়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.