নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

বান্ধবীর বাবাকে বললাম শাহবাগে আপনার দরকার নাই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬







বান্ধবীর বাবা প্রশ্ন করলেন ,তোমাদের এই আন্দোলন আমি সমর্থন করি কিন্তু এটা ছাড়াও তো বাংলাদেশে অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে কিছু বলছ না কেন ? পদ্মা সেতু দুনীতি,হলমার্ক,সাগর রুনি,ইলিয়াস আলী গুম,শেয়ার মার্কেট ধস,পিলখানা হত্যাকন্ড,দ্রব্যমুল্যের উর্ধগতি,আইন শৃংখলার অবনতি,ছাত্রলীগের সন্ত্রাস,টেন্ডাবাজী আরো কত কি ।এগুলো নিয়ে যেদিন তোমরা আন্দোলন করবা সেদিন আমিও তোমাদের সাথে যাব ।



আমার উত্তর : আপনার আসার দরকার নাই চাচা মিয়া ।আন্দোলনে সবাইকে দরকার হয় না ।জানেনইতো পলাশী যুদ্ধে যখন উমিচাদ আর রায় দুর্লভ ব্রিটিসদের বিরুদ্ধে দেশের জন্য মরনপন যুদ্ধ করছিল মীর জাফর আর জগত শেঠ কিন্তু তখন পাশেই মোছে তা দিচ্ছিল ।২৫ বছর আপনারাও পার করছেন,কি করছেন তখন হিসাব দেন !গত ৪২ বছরে কেবল সাদা চুলে জট ফালাইছেন কিন্তু দেশের জন্য কি করছেন ।আপনারা কিছুই করেন নাই,মুরগীতে ডিমে তা দেয় আপনারা তাও দেননি কেবল রানীক্ষেত মুরগীর মতো ঝিমাইছেন ।যে যখন পেরেছে আপনাদের পুটু মেরে দিয়েছে আর আপনারা পাছার কাপড় উদলা করে তেলের বাটি এগিয়ে দিয়েছেন ।এখন

বড় বড় তালগাছের মতো কথা বাদ দেন !বাংলাদেশে সব অন্যায়ের বিচার চাইতে আমারা আসি নাই ।সব রোগের অসুধ আমাদের কাছে নাই ।স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যার্থতার দায় গুনতে হচ্ছে এই প্রজন্মেকে।কেউ ওয়ান ব্যংকে দুর্নীতি করে,কেউ সোনালী ব্যাংকে করে,কেউ পদ্মা সেতু নিয়া করে,কেউ খাম্বা কম্পানী নিয়া করে,কেউ বিডি ফুডসে করে কেউ হলমার্কে করে ।শালা প্রত্যেকটা লোকই ধান্দাবাজ ।খোচাতে খোচাতে বাংলার বুকে ঘা করে ফেলেছে ।কেউ প্রতিবাদ করেন নি ।৫ বছর পরপর ঠিকই ভোটকেন্দ্রে গিয়া সিদ্ধান্ত দিয়ে আইছেন এবার কে আপনাকে ধর্ষন করবে ।বাংলাদেশকে স্বর্গস্থান বানানোর দায়িত্ব আমাদের না ।আমরা আমাদের চেতনা,অনুভুতি আর দেশপ্রেম থেকে স্রেফ একটি বিচার চাইতে এসেছি ।আপনারা শুরু করতে পারেন নাই আমরা করে গেলাম ।আমাদের দেখানো পথে বাকী সমস্যা হয়ত সামনের প্রজন্ম করবে ।যদি পারে মিছিলে আসেন ।বালছাল ধুনফুন বুঝাইয়া লাভ নাই ।সারাজীবন হয় চুলরে বাল বানাইয়া দেশ উদ্ধার করছেন নয়ত পাইক্কা মুজরায় কোমড় দুলাইয়া এখন বাতের ব্যাথায় কুই কুই করতাছেন।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

বিপদ সংকেত! বলেছেন: বান্ধবির বাবা বইলা কথা। দেশের সবথাইক্যা ভি.আই.পি লোক হইলো বন্ধবির বাবা। তার সাথে কি কথপোকথন হইল তাতো ব্লগে ল্যাখতেই হইবো। হা হা হা.........

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

কাকপাখী বলেছেন: কি আর করমু কন ?ইদানিং সবাই বলগার হইয়া জাতে উঠতে চায় ।আমিও একটু স্বরবর্ন ব্যঞ্জনবর্ন এক কইরা কিছু লিক্খা দিলাম ।তয় সত্যি কথা এইরকম কড়া ভাবে বলি নাই ।তবে যা বলছি তারে অনু পরমানুতে ভাগ করলে এই জিনিসটাই দাড়ায় ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

পীরসাহেব বলেছেন: মুগুর ভালা হৈছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

কাকপাখী বলেছেন: মুগুর আর দিলুম কোথায় !বান্ধবীর বাপ বইলা কথা ।হাতুরি বাটলেই কাজ সারলাম আর কি !

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

দেখতাছি বলেছেন: আপনার সাহসের প্রশংসা করতে হয় । আপনার বান্ধবীর বাবার সাথে আপনি যা বলছেন তা অনন্য সাধারণ । বিশেষ করে চুলের নানা রূপের কথার প্রশংসার দাবি রাখে ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

কাকপাখী বলেছেন: আমার কি দুষ কন ?হিন্দি সিরিয়াল দেখতে দেখতে চুল গুলারে বাল বানাইয়া ফেলছে ।আমিও তাই কইছি ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

করাত বলেছেন: কাজটা ঠিক করেন নাই। বড় দের সাথে এইভাবে কথা বলা ঠিক না, যারা এই ভাবে বড়দের সাথে কথাবলে তাদের কে যেন বড়রা কি বলে ডাকে ;) , এখন মনে পরতেছে না , পরলে জানাব।

মানুষ তার কাছেই যায় , যার কাছে আশা করা যায়। তাই বলে কাওকে যা তা বলার কোন অধিকার আপনার নাই, যদি না পারেন বলবেন আমাদের ক্ষমতা বা সাহস নাই ওইগুলার বিচার চাওয়ার , যত টুকু আছে তাই চাইতেছি। X( X( X( X(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

কাকপাখী বলেছেন: উখে এরপর থেইক্কা নরম গলায় হাত বুলাইয়া কমু তাও আপনি টমের মতো রাগ কইরা থাইকেন না ।ভয় পাইছি তো

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

তাজুল_ইসলাম বলেছেন: অশ্লীল ভাষা । উনারা মুক্তিযুদ্ধ দেখে মাথার চুল পাকাইছে। আর আপনার কথায় মনে হয়, মায়ের কাছে মামার বাড়ির গল্প শুনাচ্ছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

কাকপাখী বলেছেন: জানি অশ্লীল ভাষা হইছে ।আগেই বলছি এভাবে বলিনি ।তবে সারমর্ম একই । যারা আমাদের পথ দেখাবে তারা যদি এমন নির্বিকার থাকে তবে কষ্ট লাগে ভাই ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ৫ বছর পরপর ঠিকই ভোটকেন্দ্রে গিয়া সিদ্ধান্ত দিয়ে আইছেন এবার কে আপনাকে ধর্ষন করবে ।
একেবারে আমার মনের কথাডা কইছেন ভাই! :| :| :| :|

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

কাকপাখী বলেছেন: আমাদের সবার মনের কথাই এক ।আমি আগে প্রকাশ করলাম আর কি ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ঠিক কইছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

স্বাধীন_০৮ বলেছেন: আমরা হইলাম রক্ত গরম জাতি। শাহাবাগ এ গিয়া গলা ফাডাইয়া চিতকার কইরা গ্রাল ফ্রেন্ডের! কাছে গল্প মারব য়ুউ নো আজ আমি শাহাবাগ গিয়া সাউট করে গলা বসে গেছে য়ুউ নো।

অথচ সাত জন বীরশ্রেষ্ঠের নাম জিগাইলে য়ুউ নো য়ুউ নো করতে থাকবে।

আমারা আমদের আসল উদ্দেশ্য থেকে দূরে গিয়া এখন ছগু হান্ড এন্ড ফাইট ,নাস্তিক আস্তিক এই সব নিয়া আছি। আপা আর ম্যাডাম দের মত বেলুন না উড়ায়া ঐটাকা একজন মুক্তিযোদ্ধার জন্য খরচ করলে বলতাম না আমরা আসলেই অন্যরকম আন্দোলন করছি।

আন্দলন হবে আন্দলনের মত,যেখানে দলের আগে দেশ হবে। জয় বাংলা জয় বাংলা কইয়া গলা ফাডায়া ফেললেও বাংলার জয় এই ভাবে হবে না।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

নীড় হারা পাখি বলেছেন: কাজটা ঠিক হয়নাই। জাষ্ট বেয়াদবী হইছে। আমার নিজস্ব মতামত

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কাকপাখী বলেছেন: উখে কাইলকা দিয়া আদব শিখবে কিশোর কন্ঠ পড়মু নে

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

বাদল দিনের গান বলেছেন: বান্ধবীর বাপের সাথে আলোচনা ভালো হইছে!

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

কলাবাগান১ বলেছেন: আপনার আসার দরকার নাই চাচা মিয়া ।আন্দোলনে সবাইকে দরকার হয় না ।জানেনইতো পলাশী যুদ্ধে যখন উমিচাদ আর রায় দুর্লভ ব্রিটিসদের বিরুদ্ধে দেশের জন্য মরনপন যুদ্ধ করছিল মীর জাফর আর জগত শেঠ কিন্তু তখন পাশেই মোছে তা দিচ্ছিল

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

মতিউর রহমান১০০ বলেছেন: তুই ছাগু না তো........।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

কাকপাখী বলেছেন: কস্কি মমিন !

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

টয় বয় বলেছেন: -

হ, বান্ধবীর বাবারে দরকার নাই, বান্ধবীরে দরকার শাহাবাগে ;);)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

কাকপাখী বলেছেন: টয় ভাই আপনি কিন্তু আপনারে চিনি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.