নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

চারটি আপেল আর পাচজন বুভুক্ষ ! (ফান পোস্ট) মাইন্ড করলে নিজ দায়িত্বে করবেন!

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪





চারটি আপেল যদি পাচ জনের মধ্যে ভাগ করতে দেয়া হয় তবে যে যা করবে :



আওয়ামীলীগ :প্রথমে চারজন মিলে একজন নেতা নির্বাচন করবে ।তারপর নেতাই চারটি আপেল তার শালা সম্মুন্ধীদের মধ্যে ভাগ করে দেবে ।বাকী চারজন কিছু না পেয়ে বজ্রকন্ঠে আওয়াজ তুলবে সব বিরোধী দলের ষরযন্ত্র !



বিএনপি :পরের বাড়ীর পিঠা সর্বদাই মুখে মিঠা লাগে ।তারাও নিজের আপেল রেখে জামায়াতে আপেলের দিকে মন দেবে ।এই সুযোগে জামায়াত নিজেদের আপেরে বিষ মিশিয়ে বিএনপির ঘরে পাঠাবে ।বিএনপিও গদগদ হয়ে বিষাক্ত আপেল খেয়ে মরবে ।জামাত তখন বিএনপির চারটি আপেল নিজেদের পাচ জনের মধ্যে সুষম ভাগ করে খাবে ।মাঝখান থেকে বিএনপির ইন্ননিল্লাহ ।



জাতীয় পার্টি :সংরক্ষিত মহিলাদের জন্য ৩টি আপেল বরাদ্দ থাকবে ।বাকীটা এরশাদ সাহেব নিজের পেটেই চালান করবে ।আর একজন কাদের আম্লিগের আপেলের বিচি গুনবে ।



জামায়াত :পাকিস্তান পাঠাবে একটা,সেীদি পাঠাবে একটা,জেলখানায় পাঠাবে একটা আর একটা আপেল কেটে বিচি বের করে গাছ লাগাবে ।



বামপন্থী দল : পাচ জন বাম কখনও এক জায়গায় থাকতে পারে না ।



হেফাজত :একটা আপেলও ধরে দেখবে না ।বলবে এই আপেল ইহুদী নাসারা আর নাস্তিকদের আপেল ।এই আপেল মাথায় পইড়া নিউটন না কি ফেরাউন, সে মধ্যাকর্ষন শক্তি আবিস্কার করল ।অর্ধেক খাওয়া আপেল দেখাইয়া ইশটিপ জবস না কি ফবস মুবিল ফোন বানাইল ।শয়তান এই আপেল দিয়া মা হাওয়ারে ধোকা দিসিল !এই আপেল খাওয়া মুসলমানদের জন্য হারাম ।



প্রজন্ম চত্তর : চারটা আপেল এক জায়গায় করে পাচ জনরে ডাকবে ।বলবে দেখ ,এই খানে পাচটা আপেল আছে ।যে পাচটার কম দেখবা তার মধ্যে চেতনার ঘাটতি আছে ।সব থেকে ভাল হয় এখন আমের সিজন আম খাও,আপেলের উপর চাপ কমাও ।তারপর থেকে আর আপেলের খোজ পাওয়া যাবে না ।



সিদ্দিক পাগল :ধুর বাল !মানুষ পাচ জন আপেল চাইরডা ।একটারে শোয়াইয়া দিলেই তো হিসাব বরাবর

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

জাতির চাচা বলেছেন: সিদ্দিক পাগলেরটা সেরাম হইছে।
শাহবাগীরা আরেকটা কামও করতে পারে আপেল একটা কম কেনো কাকপাখীর ফাঁসী চাই ।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

কাকপাখী বলেছেন: না ! যা কইছি ঐডাই সই !খেক খেক

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

s r jony বলেছেন: খুবই ভাল লাগল ++++++++

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

মদন বলেছেন: সিদ্দিক পাগল :ধুর বাল !মানুষ পাচ জন আপেল চাইরডা ।একটারে শোয়াইয়া দিলেই তো হিসাব বরাবর =p~
সেইরাম :)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

কাকপাখী বলেছেন: পাগল তো পাগলই ! ;)

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

মাক্স বলেছেন: :P

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

কাকপাখী বলেছেন: :P

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

বাংলাদেশী দালাল বলেছেন:

সিরাম হইছে।
চুচিলসমাজ রেও আসা করছিলাম।

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

ইয়ার শরীফ বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

জ্যাক রুশো বলেছেন: কারে কমু মুলা চোর X( সবার হাতে এক আটি B:-)

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

দি সুফি বলেছেন:

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার লিখেছো +++

=p~ =p~ =p~ =p~ =p~ =p~


ধুর বাল ! মানুষ পাচ জন আপেল চাইরডা। একটারে শোয়াইয়া দিলেই তো হিসাব বরাবর

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ।

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

বাংলার হাসান বলেছেন: চরমমমমমমমমমমমমমমমমমমমমম

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপক বিনোদিত ।
আপেল রেখে আম খাই
আম্র ফলের তুলনা নাই

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: সুন্দর হইছে।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৩

পিয়ার আহসান বলেছেন: Darun laglo! :)

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬

নরাধম বলেছেন: হেহে, ব্যাপক! শেয়ার দিলাম ফেবুতে।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহা চরম হৈছে

১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: ধুর বাল !মানুষ পাচ জন আপেল চাইরডা ।একটারে শোয়াইয়া দিলেই তো হিসাব বরাবর

১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

মুহসিন বলেছেন: আপেল একটা কম কেনো কাকপাখীর ফাঁসী চাই । --এটাও খারাপ হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.