নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বাংলাদেশ

বাংলাদেশ

এরিক ফ্লেমিং

ভালোবাসি বাংলাদেশ

এরিক ফ্লেমিং › বিস্তারিত পোস্টঃ

কাহার কথা করিব বিশ্বাস.........

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রয়াত ড. পিয়াস করিম মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক ছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মুক্তিযুদ্ধের সময় পিয়াস করিমকে পাকিস্তানি আর্মিরা গ্রেপ্তার করে নিয়ে যায় বলেও তিনি জানান।

রোববার দুপুরে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে জুডিশিয়াল অ্যাডমিনেস্ট্রেশন আয়োজিত ‘জুডিশিয়াল মেডিয়েশন স্কিল ট্রেনিং ফর অ্যাকটিভ জাজেস’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘পিয়াস করিমের বাবা এমএ করিম একজন সনামধন্য আইনজীবী ছিলেন। একাত্তরে কুমিল্লায় থাকাকালীন মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ততার কারণে পিয়াস করিমকে পাকিস্তানি আর্মিরা বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন পিয়াস করিমের বয়স ছিল মাত্র ১৩ বছর।’


তিনি বলেন, ‘পরবর্তীতে এমএ করিম সাহেব বন্ড দিয়ে পিয়াস করিমকে পাকিস্তানি আর্মিদের কাছ থেকে ছাড়িয়ে আনেন। তবে একাত্তরের শেষদিকে তিনি (পিয়াস করিমের বাবা) শান্তিকমিটিতে যোগ দেন। এবং তাদেরকে ডান্ডি কার্ড প্রদান করতেন বলে অভিযোগ রয়েছে।’

৮৬ বছর বয়সী ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি বাহিনীর হাতে ড. পিয়াস করিমের বাবা অ্যাডভোকেট এমএ করিম তুলে দিয়েছিলেন এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘অ্যাডভোকেট এমএ করিম ধীরেন্দ্রনাথ দত্তের খুব কাছের বন্ধু ছিলেন। তাকে হত্যার বিষয়ে এমএ করিমের সংশ্লিষ্টতার বিষয়টি একেবারেই ভিত্তিহীন।’

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

ঢাকাবাসী বলেছেন: ভদ্রলোকটার কিছু ভদ্রতাবোধ বিবেক টিবেক আছে মনে হয়!

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১

এরিক ফ্লেমিং বলেছেন: বিশিষ্ট অর্থনীতিবিদ তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ড. আনু মোহাম্মদ বলেছেন- অধ্যাপক পিয়াস করিমকে ‘স্বাধীনতাবিরোধী’ ‘রাজাকার’ বলা খুবই ভুল এবং অন্যায়। কথা বা রাজনৈতিক অবস্থানের সমালোচনা থাকলে সুনির্দিষ্টভাবে সমালোচনা করুন, মিথ্যাচার বা কুৎসা করবেন না। যে তরুণেরা পিয়াস করিম আর সেইসঙ্গে আরও কয়েকজন শিক্ষক, লেখক, সাংবাদিককে শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাদের বলি আপনারা এসব অবাঞ্ছিত তৎপরতা থেকে সরে আসুন। যে মহারথীরা ভুল তথ্য ও উস্কানি দিয়ে কিশোর তরুণদের এরকম অসহিষ্ণুতার পথে ঠেলে দিচ্ছেন তাদের নিন্দা ও করুণা জানাই।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩১

খেলাঘর বলেছেন:

যুদ্ধের সময় ইডিয়ট পিয়াস করিমের বয়স ছিল ১২ বছর; সে ছিল মুসলিম লীগ পরিবারের ছেলে; ওরা বাংলাদেশ চায়নি; বিশেষ করে ওসব পরিবারের ছেলেরা এসব নিয়ে মাথা ঘামানোর মত ছিলা ন।

ইডয়ট আইনমন্ত্রী মিথ্যুক।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

খেলাঘর বলেছেন:

নিজের এনালাইটিক্যাল মনকে বিশ্বাস করবেন।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২

এরিক ফ্লেমিং বলেছেন: এনালাইসিসের জন্য প্রয়োজন তথ্য। আর সঠিক তথ্য পাওয়া এখন সব থেকে কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.