![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিপু সুলতানের সেই যুদ্ধ যাত্রার সুর এখনো কানে বাজে.....
সবাই তো নিজেকে ম্যাকগাইভার ভাবতাম.....
এটা কোন সিরিয়াল বলুন তো?
রবিনহুডের সেই তীর ছোড়া ভোলা যায় না.....
রোবোকপ না দেখলে কি ঘুম হতো ঠিকমতো?
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫
এরিক ফ্লেমিং বলেছেন: বি.টি.ভি তে প্রচারিত এই সিরিয়াল গুলো বয়স নির্বিশেষে সবাই পছন্দ করতো।
২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১১
মিজভী বাপ্পা বলেছেন: সব গুলাই প্রেয় ছিল ধন্যবাদ ++++++++++
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
এরিক ফ্লেমিং বলেছেন: অপনাকেও ধন্যবাদ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪
বোকামানুষ বলেছেন: সিন্দাবাদ আর রবিনহুড দেখেছি অনেক পছন্দের ছিল কিন্তু পরে সিন্দাবাদের নায়িকা আর রবিনহুডের নায়ক চেঞ্জ হয়ে গিয়েছিল তখন আর ভাল লাগতো না টিপু সুলতান অনেক ছোট বেলায় বিটিভি তে দেখেছি অল্প অল্প মনে পড়ে ভাল করে খেয়াল নাই
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২০
এরিক ফ্লেমিং বলেছেন: আমি পোস্টারে যাদের দিয়েছি এরাই পছন্দের ছিল তাই তো?
৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ওনেকগুলা বাদ দিয়েছেন
ম্যানিমেল
নাইট রাইডার
দ্যা এ টীম
দ্যা গার্ল ফ্রম টুমরো
অশিন
ফেয়ারি টেল থিয়েটার
আরও অনেক আছে মনে পরছে না।
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
এরিক ফ্লেমিং বলেছেন: অপনার শেষ কথাটার সাথে একমত- "আরও অনেক আছে মনে পরছে না"
আমারও মনে পড়ছিল না।
ম্যানিমেল, দ্যা গার্ল ফ্রম টুমরো, অশিন, ফেয়ারি টেল থিয়েটার এগুলো আমি বোধহয় দেখিনি।
তবে নাইট রাইডার (সম্ভাবত টিম নাইট রাইডার) এবং দ্যা এ টীম আপনাকে দেখে মনে পড়েছে।
৫| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩
প্রবাসী পাঠক বলেছেন: সব গুলোই প্রিয় সিরিয়াল ছিল
আরও কিছু সিরিয়াল ছিল অনেক জনপ্রিয়- মিস্টেরিয়াস আইল্যান্ড, ডার্ক জাস্টিস, দি এ টিম, এক্স ফাইলস, আলিফ লায়লা, দি গার্ল ফ্রম টুমরো, রেভেন, হারকিউলিস, আকবর দ্যা গ্রেট আরও অনেক ।
পোস্টে ভালো লাগা রইল।
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২
এরিক ফ্লেমিং বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি মূলতো: শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদ পরবর্তি সিরিয়াল দেখার সুযোগ পেতাম তাই ওগুলো প্রাধান্য দিয়েছি। এই তালিকায় আলিফ লায়লা, আকবর দ্যা গ্রেট এবং থিফ অব বাগদাদ ঢুকবে।
৬| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
খাটাস বলেছেন: সুন্দর।
আপনি কি মাল্টি?
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৭
এরিক ফ্লেমিং বলেছেন: "আপনি কি মাল্টি?"- কথাটার মানে কি মি. খাটাস?
৭| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৩
বলেছেন: ++++++++
৮| ১০ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৯
রাজিব বলেছেন: অনেক বছর পর আবার ওশিন দেখতে পাচ্ছি ফেইসবুকের কল্যানেঃ
https://www.facebook.com/OshinEng
৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: কতো কিছু মনে পরে গেলো ভ্রাতা !
আরও একটা সিরিজ ছিল - দ্যা নাইট রাইডার নামে , মনে আছে ?
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭
মাহবু১৫৪ বলেছেন:
সবগুলোই আমার কাছে অসম্ভব প্রিয় ছিল। মুগ্ধ হয়ে দেখতাম তখন