![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ মানুষকে ধার্মিক হতে বলেছেন, ধর্মান্ধ নয়। কোরআনের শিক্ষা অনুসারে, কোনো মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না, আবার কোনো সাম্প্রদায়িক লোক মুসলমান হতে পারে না। ইসলাম ধর্মে মানুষের প্রতি যে সচেতনতা দেখানো হয়েছে সেটি এককথায় অসাধারণ। সব ধর্মের, সব বর্ণের এবং দুস্থ নিগৃহীত নিপীড়িত মানুষের প্রতি যে ভালবাসা ও দায়িত্বের কথা এখানে বলা হয়েছে, তা অভূতপূর্ব। কোরআনে বার বার বলা হয়েছে, সৃষ্টির সেবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ এবং এর মাঝেই আছে প্রকৃত সুখ। উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আর অসাম্প্রদায়িক চেতনার একটি অনন্য উদাহরণ এটি।
(বিশিষ্ট পরমানুবিজ্ঞানী ড. এম শমশের আলী স্যারের সাক্ষাতকার থেকে সংগৃহীত)
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০
মাসূদ রানা বলেছেন: পরমানুবিজ্ঞানী ড. এম শমশের আলী স্যারের দর্শন অনুযায়ী, যেসকল বাংগালী মুসলমানরা বাংগালী চেতনা,জাতিত্ববোধ,পতাকা,ভুখন্ড....... এক কথায় বাংগালী সাম্প্রদায়িকতায় বিশ্বাষী তারাও মুসলমান হতে পারে না ...... রাইট?
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩
এরিক ফ্লেমিং বলেছেন: বাঙ্গালী মুসলমান, বাঙ্গালী চেতনা, জাতিত্ববোধ, পতাকা, ভুখন্ড, বাঙ্গালী সাম্প্রদায়িকতা বিষয়গুলো এখানে আসছে কেন?
এখানে বলা হয়েছে, ইসলাম ধর্ম অনুসারে সব মানুষের প্রতি সচেতনতা দেখাতে হবে কারন সব মানুষই এক স্রষ্টার সৃষ্টি। সব ধর্মের, সব বর্ণের এবং দুস্থ নিগৃহীত নিপীড়িত মানুষের প্রতি ভালবাসা ও দায়িত্বের কথা বলা হয়েছে এখানে। আমরা ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে, আবাসস্থল বা জাতিসত্ত্বার ভিত্তিতে মানুষের মাঝে বৈষম্য করতে পারি না। আল্লাহর সকল সৃষ্টির প্রতি হৃদয়ে মমতা সম্মান ও ভালবাসা ধারন লালন এবং প্রদর্শন করাই একজন মুসলমানের কর্তব্য।
মাসূদ রানা ভাই, আমি বোধকরি বিষয়টা বোঝাতে পেরেছি।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩০
মাসূদ রানা বলেছেন: অর্থাত, আপনি বলতে চাচ্ছেন যে :: ইসলামের দৃষ্টিভংগী ধারনকারীরা একজন বাংগালীর প্রতি যতটুকু দায়িত্ব পালন করবে,ভালোবাসা দেখাবে, একজন আরব কিংবা ইংরেজের প্রতিও সমান দায়িত্ব পালন করবে, ভালোবাসা দেখাবে? তাহলে আপনার প্রোফাইলের স্লোগানে "ভালোবাসি বাংলাদেশ"না থেকে থাকা উচিত ছিল "ভালোবাসি পৃথিবী"..... তাই না ?
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
এরিক ফ্লেমিং বলেছেন: আমি আপনার মনস্তাত্ত্বিক প্রবৃত্তি কিনচিৎ বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমার পোষ্টে মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: একমত।