![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক শিয়াল যাচ্ছিলো বনের মধ্য দিয়ে মনের সুখে গুনগুন করে গান গাইতে গাইতে। হঠাৎ তার নাকে এলো একটা মিষ্টি ঘ্রাণ। একটু এদিক ওদিক তাকাতেই খুঁজে পেলো সুঘ্রাণের উৎস। দেখেই মন টা চনমন করে উঠলো। পাশেই একটি গাব গাছ, গাছ ভর্তি পাকা মিষ্টি গাব, গাছ তলাতেও পড়ে আছে অনেক গাব। কতদিন পাকা গাব খাওয়া হয় না! আজ মন ভরে গাব খাবো। শিয়াল মজা করে গাব খাওয়া শুরু করলো, যত খায় আরো খেতে ইচ্ছা করে। গোগ্রাসে খেতে খেতে হঠাৎ গাবের একটা আটী তার গলায় বেধে গেল। শিয়াল পড়ে গেল মহা বিপদে। অনেক চেষ্টা করেও কোনো কাজ হলো না। এখন একজনই ভরসা, স্রষ্টা। শিয়াল প্রার্থনা শুরু করলো, প্রভু, বহু বছর তোমাকে ডাকি নি, তোমার অবাধ্য হয়েছি, তোমার আদেশ নিষেধ না শুনে অনেক দুষ্টামি করেছি, আজ আমি মহা বিপদে, জানি তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমি আর কোনো দিন লোভ করবো না। শিয়াল বার বার বলতে লাগলো 'গাব তলায় যাবো না, গাবের আটি খাবো না' 'গাব তলায় যাবো না, গাবের আটি খাবো না'.........হঠাৎ তার গলা থেকে আটী সরে গেল। শিয়াল তো মহা খুশি। আনন্দে নাচানাচি শুরু করে দিলো। পরক্ষণেই সে প্রার্থনার কথা ভুলে গেলো, আবার গাব খাওয়া শুরু করলো, বলতে লাগলো, 'গাব খাবো না তো খাবো কী' 'গাব খাবো না তো খাবো কী'.......
গল্পের চরিত্র একটা শিয়াল হলেও মানুষের ক্ষেত্রে গল্পটা বেশি সত্য।
(সংগৃহীত)
২| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: গল্পের চরিত্র একটা শিয়াল হলেও মানুষের ক্ষেত্রে গল্পটা বেশি সত্য।
হুম
৩| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
গোধুলী রঙ বলেছেন: অবশ্যই কথা সত্য।
৪| ২০ শে জুলাই, ২০১৫ রাত ২:১৬
আজমান আন্দালিব বলেছেন: মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কথা সত্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
প্রামানিক বলেছেন: চমৎকার গল্প। ধন্যবাদ