![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের খ্যাতনামা মানবহিতৈষী আবদুল সাত্তার ইদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোটি রুপি দান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইদি ফাউন্ডেশনের মুখপাত্র আনোয়ার কাজমি মঙ্গলবার বলেন, 'মোদিকে ধন্যবাদ দিয়েছেন আবদুল সাত্তার ইদি। তবে তিনি আর্থিক সহায়তা গ্রহণ করতে বিনীতভাবে অস্বীকৃতি জানিয়েছেন।' কাজমি বলেন, ইদির ছেলে ফয়সাল ইদি পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। মোদি সোমবার ইদি ফাউন্ডেশনে কোটি রুপি দান করার কথা ঘোষণা করেন। বাকপ্রতিব্ন্ধী বালিকা গীতার পরিচর্যা এবং ভারতে ফেরত পাঠানোর স্বীকৃতি হিসেবে মোদি কোটি রুপি দান করার কথা ঘোষণা করেন। মোদি তার টুইটবার্তায় বলেন, ইদি পরিবার যা কারেছে তা অমূল্য বিষয়। আমি খুশিমনে ফাউন্ডেশনকে কোটি রুপি দান করার কথা ঘোষণা করছি। কিন্তু ইদি নরেন্দ্র মোদির কোটি রুপি দান গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
তথ্য সূত্র: Click This Link
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩
এরিক ফ্লেমিং বলেছেন: এক্ষেত্রে বিষয়টা তেমন না।
এখানে দেশ বা ধর্মের কোনো বিষয় নেই।
বাবা ইদি তথা ইদি ফাউন্ডেশন এধরনের ডোনেশন গ্রহন করে না। আমি যতদূর জানি জিয়াউল হক যখন পানিস্থানের প্রেসিডেন্ট ছিলেন তিনি ইদি ফাউন্ডেশনকে এরথেকেও অনেক বড় অংকের চেক পাঠিয়েছিলেন। বাবা ইদি সেই চেক প্রত্যাখান করেন। প্রেসিডেন্ট জিয়াউল হক এঘটনায় রুষ্ঠ হন এবং ইদিকে হুমকি দেন, বাবা ইদি জিয়াউল হককে পাল্টা হুমকি দিয়ে বলেন- তিনি হিন্দুস্থানে চলে যাবেন।
আসলে ইদি ফাউন্ডেশন চলে স্ব-অর্থায়নে, সর্বসাধারনের স্বতস্ফূর্ত সহযোগীতায়। প্রকৃত অর্থেই তারা জনকল্যাণে নিবেদিত।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানীরা মনে প্রাণে ভারতকে ঘৃণা করে; তারা অন্য ধর্মের মানুষকে শত্রুই মনে করে।