![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
বলুক সবাই সৃষ্টিছাড়া,
বলুক সবাই কী কাজ তোরে ।
বল্ রে, আমি কেহই না গো,
কিছুই নহি যে হই-না গো ।
শুনে বনে উঠবে হাসি,
দিকে দিকে বাজবে বাশি-
বলবে বাতাস ভালোবাসি
*
এখানে সমুদ্র নেই,
আছে শুধু এঁদো ডোবা,
উইঢিপি সগৌরবে জুড়ে রয়
পর্বতের স্থান ।
এবং জ্ঞানীর পার্টে মুর্খ ভাঁড়
কুড়োয় বাহবা প্রতিদিন দ্বিধাহীন,
অফুরান দু:স্বপ্নের প্রেত করে আনাগোনা,
চেয়ে থাকি বোবা ...
©somewhere in net ltd.