নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশের ইলহাম (সমাজ ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ)

আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ

ময়না বঙ্গাল

মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি

ময়না বঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

শূহর হারাম এবং অন্যান্য হারাম প্রসঙ্গ

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

হে রহমাতুললিল আলামীনের উম্মতগণ ! তোমরা সকলেই অবগত আছ যে, আল্লাতালা আমার আসমানি কিতাব সমুহে স্পষ্ট ও দ্বার্থহীনভাবে হিংসা বিদ্বেষ লোভ লালসা মিথ্যা সুদ ঘুষ ব্যভিচার গীবত চোগলখোরী জুয়া মদ অপকর্ম জনিত কারণে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে শূহর ভক্ষণসহ। কিন্ত লক্ষণীয় যে ব্যাপার তা হলো- তোমরা কেউ না কেউ কোন না কোন ভাবে মিথ্যাকে অসংকোচে প্রয়োগ করছো, হিংসাবিদ্বেষে আচ্ছন্ন হয়ে আছ, লোভ লালসার জিহ্বাকে প্রসারণ করেই চলেছ, সুদঘুষ খাওয়াকে ডাল ভাত হিসেবে নিয়েছ,ব্যভিচারকে কাম শক্তির প্রতীক হিসেবে গণ্য করছ, মদজুয়াকে পানির মত ব্যাবহার করছ, গীবতচোগলখোরীকে গল্প আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় করে নিয়েছ। অথচ আশ্চার্যজনক হলেও সত্য যে, শূহরের গোশত ভক্ষণ না করার ব্যাপারে তোমরা সকল মুসলমান সম্প্রদায় এক পায়ে দন্ডায়মান। বল। মুসলমানদিগদের শূহরের গোশত ভক্ষণ না করার আমল দেখে স্বয়ং আল্লাপাক বিচলিত এবং অবাক হয়ে পড়েছে !
বল। হে দুম্বা এবং গরু খাওয়া মুসলমান সমাজ ! তোমরা যারা হিংসা বিদ্বেষ লোভ লালসা মিথ্যা সুদ ঘুষ ব্যভিচার জুয়া মদ গীবত চোগলখুরীতে মাতোয়ারা, তোমরা যারা আল্লাহ কর্তৃক কোরানে নিষিদ্ধ কর্মগুলো দেদারসে আমল করে যাচ্ছো। তারা যদি পুনরাবৃত্তি না করার কন্ডিশনে আল্লার কাছে খালেস দিলে ক্ষমা চেয়ে নিয়ে কাফ্ফারা স্বরুপ এক বাটি অথবা একটুকরো মশলাদার শূহরের মাংশ ভক্ষণ কর। তবে তোমাদের অপকর্মের জন্য পৃথিবীতে যে প্রায়াশ্চিত্য করতে হতো তা আল্লা সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। স্মরণ কর বিষ দিয়ে বিষ নামানোর কৌশলের কথা! নয়ত পৃথিবীর এক তিলবিন্দু সময়কালেই আল্লা অপকর্মের মজা লোটার সাধ মিটিয়ে দিবেন। তখন মর্মে মর্মে জীবদ্দশাতেই অনুধাবন করতে পারবে যে- অপকর্মের মজা লোটার অপরনাম নাম দিল্লিকা লাড্ডু ! বল। মৃত ভায়ের গোস্ত ভক্ষণ অর্থাৎ গীবতচোগলখোরী করার চেয়ে শূহরের গোস্ত ভক্ষণ ভালো !
বল। হে আল্লা তুমি দয়াবান মেহেরবান। তুমি আমাদের উপর বিশেষ রহম করলে যে, অপকর্মের শাস্তির দুনিয়াকালীন প্রায়াশ্চিত্ত করার সুযোগ পাপাচারের পুনরাবৃত্তি না করার শর্তে মাত্র একটুকরো মশলাদার শূহরের গোস্ত ভক্ষণ দ্বারা উসুল করার সুযোগ দিলে অথচ বনী ইসরাইলদের অপকর্মের প্রায়াশ্চিত্তের জন্য পরষ্পরকে হত্যা করার হুকুম নাযিল করেছিলে। হে আল্লা তোমার কাছে নিলডাউন হয়ে আকুল আবেদন করছি যে, তুমি আখেরাত পরবর্তী শাস্তি থেকেও আমাদের নাজাত প্রদান কর। বল । চিন্তাশীলদের এখানে চিন্তার পর্যাপ্ত রসদ
আছে !




মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শূহর কি? শূহর বুঝলাম না।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

ময়না বঙ্গাল বলেছেন: সরি ভাই । লোকজন শূহরের বাচ্চা বলে গালি দেয় । সেখান থেকেই শূহর শব্দটি চয়ন করা হয়েছে । এই লেখাটির উদ্দেশ্য হলো আমরা মুসলমানরা ঐ প্রাণীটির গোস্ত ভক্ষণ ছাড়া আদার কোরানে নিষিদ্ধ পাপ গুলোর ব্যপারে অতটা সিরিয়াস নই । যেন আমরা আরও সিরিয়াস হতে পারি আল্লা এ তৌফিক দেন । আমীন ।

২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, শূহর নামে কিছু নাই তো মনে হয়।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

ময়না বঙ্গাল বলেছেন: সরি ভাই । লোকজন শূহরের বাচ্চা বলে গালি দেয় । সেখান থেকেই শূহর শব্দটি চয়ন করা হয়েছে । এই লেখাটির উদ্দেশ্য হলো আমরা মুসলমানরা ঐ প্রাণীটির গোস্ত ভক্ষণ ছাড়া আদার কোরানে নিষিদ্ধ পাপ গুলোর ব্যপারে অতটা সিরিয়াস নই । যেন আমরা আরও সিরিয়াস হতে পারি আল্লা এ তৌফিক দেন । আমীন ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ময়না ভাই শুকরকে শূহর বলে চালিয়ে দিয়েছেন,
অথচ অভিধানে শূহর বলে কোন পশু বা শব্দ নাই।
শিরোনামটি শুদ্ধ করে দেবার জন্য ময়না ভাইকে
অনুরোধ করছি।
কেন শুকরের মাংশ নিষিদ্ধ মুসলমানদের জন্যঃ
পিবিত্র কুরআনে শুকরের মাংস খাওয়া নিষেধ অন্তত চারটি স্থানে উল্লেখ করা হয়েছে ২:১৭৩, ৫:৩, ৬:১৪৫, এবং ১৬:১১৫।
সুরা বাকারায় বর্ণিত হয়েছে, ‘নিষিদ্ধ করা হলো তোমাদের জন্য (খাদ্য হিসেবে) মৃত জন্তুর মাংস, প্রবাহিত রক্ত, শুকরের মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়।’
ইসলাম ছাড়া অন্য ধর্মের অনেকের কাছেই প্রিয় শুকরের মাংস। কিন্তু মুসলমানরা এ মাংস খান না। অনেকেই এটা নিয়ে তিরস্কার করেন মুসলিমদের। কিন্তু শুকরের মাংস কেন হারাম করা হয়েছে সেটা জানলে সবাই বলবে এটা নিষিদ্ধ হওয়াই উচিত। কারণঃ
১। শুকর মাংস মারাত্মক রোগের কারণঃ শুকরের মাংস ভক্ষণ কমপক্ষে সত্তরটি রোগের উদ্ভব ঘটাতে পারে।
২। এতে চর্বি উৎপাদনের উপাদান প্রচুর যা হাইপার টেনশান এবং হার্ট এটাকের অন্যতম কারণ।
৩। শুকর নোংরা ও পঙ্কিলতম প্রাণী। এরা নিজেদের বিষ্ঠা, মানুষের মল ও ময়লাপূর্ণ জায়গায় বাস করতে পছন্দ করে।
৪। নির্লজ্জ পশু। শুকর পৃথিবীর একমাত্র পশু যেটা তার স্ত্রী-সঙ্গীর সাথে সংগম করার জন্য অন্যান্য পুরুষ-সঙ্গীদের ডেকে নেয়। যার প্রভাব আমেরিকানদের মধ্যে দেখা যায়।

৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

ময়না বঙ্গাল বলেছেন: সরি ভাই । লোকজন শূহরের বাচ্চা বলে গালি দেয় । সেখান থেকেই শূহর শব্দটি চয়ন করা হয়েছে । এই লেখাটির উদ্দেশ্য হলো আমরা মুসলমানরা ঐ প্রাণীটির গোস্ত ভক্ষণ ছাড়া আদার কোরানে নিষিদ্ধ পাপ গুলোর ব্যপারে অতটা সিরিয়াস নই । যেন আমরা আরও সিরিয়াস হতে পারি আল্লা এ তৌফিক দেন । আমীন ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

অগ্নিবেশ বলেছেন: ৪। নির্লজ্জ পশু। শুকর পৃথিবীর একমাত্র পশু যেটা তার স্ত্রী-সঙ্গীর সাথে সংগম করার জন্য অন্যান্য পুরুষ-সঙ্গীদের ডেকে নেয়। যার প্রভাব আমেরিকানদের মধ্যে দেখা যায়
Serbia*
China/HK/Macau
European Union
Taiwan
Korea, South
Belarus
United States
Vietnam
Norway
Bahamas, The
Australia
Canada
New Zealand
Singapore
Chile
Russia
Japan
Mexico
Ukraine
Uruguay
Philippines
Ecuador
Panama
Brazil
Argentina
Macedonia
Cuba
Dominican Republic
Colombia
Angola
Croatia**
Bosnia and Herzegovina
Guatemala
Kazakhstan
Honduras
Armenia**
South Africa
Venezuela**
Haiti
El Salvador
Cote d’Ivoire
এই সব দেশেও সুহর খায় আর স্ত্রী-সঙ্গীর সাথে সংগম করার জন্য অন্যান্য পুরুষ-সঙ্গীদের ডেকে নেয়।

৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা শুকর হবে শব্দটি। ময়না ভাই ঠিক করে দিন বানাটি। ৩ ও ৫ নং মন্তব্য সঠিক তাই সহমত প্রকাশ করছি।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

ময়না বঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই । পরবর্তীতে লেখাটি প্রকাশের সাহস হলে তখন শুকর' শব্দটি উল্লেখ করব ।

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুটা এলোমেলো। আপনার লজিক ঠিক আছে। আপনি বলতে চেয়েছেন, আমরা যেখানে শুকরের মাংস খাওয়ার থেকেও বড় বড় গুনাহ করে চলেছি সেটা থেকে আমাদের বাঁচতে হবে - এই তো!
কিন্তু শূকরের মাংস খেলে অন্যান্য অপরাধের শাস্তি কমবে এটা কই পেলেন? নাকি কোন রিভার্স গেম?

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

ময়না বঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই । আসলে শুকর না খাওয়ার ব্যপারে আমরা যতটুকু সিরিয়াস গীবত না করার ব্যাপারে অতটা সিরিয়াস নয় । অথচ আল্লা কোরানে বলছে গীবত করা মৃত ভায়ের মাংশ খাওয়ার ন্যায় । আল্লা আমাকে ক্ষমা করুন ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

কাউয়ার জাত বলেছেন:
ছাগলের প্রলাপ। ইয়াবাখুরি ইলহাম। আলোচিত হওয়ার ধান্ধায় কত মানুষ কত বিচিত্র কাজ করে বেড়াচ্ছে বর্তমান দুনিয়ায়! কেউ জমি বেচে, বাচ্চাকাচ্চা অনাহারে রেখে প্রধানমন্ত্রীর জন্য পালঙ্ক বানাচ্ছে! কেউ আবার একবিংশের এলহাম ব্লগে বিতরণ করছে। ব্লগ তো নয় ভারচুয়াল সার্কাসের লীলাভূমি।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

ময়না বঙ্গাল বলেছেন: আপনার একজন শুভাকাঙ্খী হিসেবে আমাকে নিবেন ভাই । ইলহাম তো আর অহী নয় । ভূলভ্রান্তি আল্লা মাফ করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.