![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
কুঁড়ে ঘরে কখনো সুখ থাকেনা,কুঁড়ে
থাকে দুঃখ, কষ্ট, অভাবে জর্জরিত
দেহ, না পাওয়ার শত হাহাকার!!
.
কুঁড়ে ঘরে সুখ থাকে গল্পে, উপন্যাসে,
বাস্তবে না!আর সেই সব উপন্যাস
গল্প লেখা হয় বোকা, আহাম্মকদের
লজেন্স হিসেবে!!
.
যে লজেন্স চুষে চুষে বোকারা মিথ্যে
শান্তনা খোঁজে, কিন্তু পায়না।শেষে
বোকারাও বুঝে যায় যে সুখ কখনো
কুঁড়ে ঘরে থাকেনা!!
.
সুখ থাকে অর্থ- বিত্তে, বিলাসিতায়,
প্রাসাদে- অট্টালিকায়।আর সুখও অত
ঠুনকো জিনিস না, যে বিশাল অট্টালিকা
রেখে ছোট্ট কুঁড়ে ঘরে এসে বসতি ঘড়বে!!
.
আর সুখেরও বাপ দাদার ছ্রাদ্য না যে,
ভবেতে এত এত বিশাল বিশাল
অট্টালিকা রেখে কুঁড়ে ঘড়ে এসে পড়ে
থাকবে!!
©somewhere in net ltd.