নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ আহমেদ সৈকত এর বাংলা ব্লগ :)

ফয়েজ আহমেদ সৈকত

জীবন মানেই সুখ আর বেদনা, যাতে সবাই খুজে বেড়ায় বেঁচে থাকার প্রেরণা :)

ফয়েজ আহমেদ সৈকত › বিস্তারিত পোস্টঃ

আবার আসিব ফিরে- জীবনানন্দ দাশ

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির

তীরে – এই বাংলায়

হয়তো মানুষ নয় – হয়তো বা শাঁখচিল

শালিকের বেশে,

হয়তো ভোরের কাক হয়ে এই

কার্তিঁকের নবান্নের দেশে

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব

কাঁঠাল ছায়ায়।

হয়তো বা হাঁস হবো – কিশোরীর -

ঘুঙুর রহিবে লাল পায়

সারাদিন কেটে যাবে কলমীর

গন্ধভরা জলে ভেসে ভেসে।

আবার আসিব আমি বাংলার

নদী মাঠ ক্ষেত ভালোবেসে

জলঙ্গীর ঢেউ এ

ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন

উড়িতেছে সন্ধ্যার বাতাসে।

হয়তো শুনিবে এক

লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের

ডালে।

হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক

উঠানের ঘাসে।

রূপসার ঘোলা জলে হয়তো কিশোর

এক সাদা ছেঁড়া পালে

ডিঙ্গা বায় -

রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে

আসিতেছে নীড়ে,

দেখিবে ধবল বক;

আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.