![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানেই সুখ আর বেদনা, যাতে সবাই খুজে বেড়ায় বেঁচে থাকার প্রেরণা :)
বন্ধু কি? এক আÍত্মার দুইটি শরীর।
- এরিস্টটল
বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে
- প্লেটো
আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন স¤পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়।
- হেনরি ডেভিড থিওরো
অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
- হেলেন কিলার
আহ্, কী ভালোই না লাগে – পুরনো বন্ধুর হাত।
- মেরি এঙলেবাইট
যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।
- মাদার তেরেসা
দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।
- মার্ক টোয়েন
কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
- সিসেরো
নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
- জ্যাক দেলিল [১৭৩৮- ১৮১৩], ফরাসী কবি
একজন বিশ্ব¯ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান
- ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]
বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
- উইড্রো উইলসন
কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
- রবার্ট লুই স্টিভেন্স
সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু।
- জর্জ হার্বাট
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
মাক্স বলেছেন: কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
- রবার্ট লুই স্টিভেন্স
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
তিমিরবিদারী বলেছেন: ভালা হইছে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
ফয়েজ আহমেদ সৈকত বলেছেন: apnader shobaike dhonnobad . apnader shobar comments khub valo legeche
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
মেহবুবা বলেছেন: নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
- জ্যাক দেলিল [১৭৩৮- ১৮১৩], ফরাসী কবি
সুন্দর ।
বন্ধুত্ব এক স্বর্গীয় বন্ধন, সূতো হলো তার বিশ্বাস,নির্ভরতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ।